Teachers Day 2024 Quotes, Shayari, Wishes In Bengali (শিক্ষক দিবসের শুভেচ্ছা)

sudiproy877
11 Min Read

Teachers Day Quotes In Bengali 2024

শিক্ষক দিবস মানেই ছোটবেলা থেকে যে মানুষগুলোর জন্য আমরা স্কুল , কলেজ বা ইউনিভার্সিটি তে পড়াশোনা করে বড় হতে পেরেছি, জ্ঞানের আলোয় আলোকিত হতে পেরেছি সেই মানুষগুলো কে এই বিশেষ দিনে শুভেচ্ছা জ্ঞাপন করা । কিন্তু ভাবছেন কি লিখবেন ? চিন্তা কি, আমরা নিয়ে এসেছি শিক্ষক দিবসের সেরা কিছু Quotes, Status, Shayari যা পাঠাতে পারবেন আপনি আপনার শিক্ষক বা শিক্ষিকা কে, অথবা Facebook, WhatsApp এ দিতে পারবেন স্ট্যাটাস । তো, চলুন শুরু করা যাক….

Teachers Day Quotes In Bengali Language

একজন প্রকৃত শিক্ষক যেমন কখনই জ্ঞানের দরজা বন্ধ রাখেন না, তেমনই আপনার বাড়ির দরজাও আমার জন্য কখনও বন্ধ হয়নি। মাধ্যমিকের আগে আপনার এই সাপোর্ট না পেলে আমি অঙ্কে গোল্লা পেতামই। স্যার, আজও মনে পরে যায় সেই দিনগুলোর কথা। ভাল থারবেন স্যার, শরীরের খেয়াল রাখবেন। শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা

….
স্কুল শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু এইটুকুই বলতে চাই যে আমার প্রয়োজনের দিনে আপনি যেমন আমার পাশে ছিলেন, তেমনই আমিও আপনার পাশে রয়েছি। নিজেকে কখনও একা ভাববেন না। হ্যাপি টিচার্স ডে ম্যাডাম!

আমার জীবনে আপনার জায়গা কেউ নিতে পারবে না স্যার! শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

আপনার ডেডিকেশন এবং পরিশ্রমের ফল হলাম আমি। থ্যাঙ্ক ইউ স্যার, এই ভাবে আমার পাশে থাকার জন্য।

 

সবাই বলে, ‘নলেজ ইজ দা লাইট’। আমি বলি, আপনি হলেন আমারা ‘গাইডিং লাইট’। তাই আজকের দিনে আপনাকে কীভাবে ভুলে যাই বলুন! হ্যাপি টিচার্স ডে!

আপনার আদর্শেই আমি আজ প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠেছি। তাই অনেক অনেক ধন্যবাদ ম্যাম!

আপনি শুধুমাত্র আমাদের শিক্ষিত করে তোলেননি, জীবন কীভাবে বাঁচতে হয়, সেই শিক্ষাও দিয়েছিন। হ্যাপি টিচার্স ডে স্যার….

Teachers Day Bengali Shayari 2024

খুব কম মানুষের মধ্যেই অন্যকে বোজানোর ধৈর্য থাকে। বলতে দ্বিধা নেই, আপনি সেই বিরল মানুষদের অন্যতম।
Teachers Day 2024 Quotes, Shayari, Wishes In Bengali (শিক্ষক দিবসের শুভেচ্ছা)
Loading...
আপনি আমার হিরো। হ্যাপি টিচার্স ডে

ধন্যবাদ আমাকে খোলা চোখে স্বপ্ন দেখতে শেখানোর জন্য। ধন্যবাদ মানুষের মতো মানুষ হিসেবে গড় তোলার জন্য!

আরো পড়ুন, Teachers Day Poem In Bengali
আপনার বেতের সেই সপাং সপাং আওয়াজটা যখনই কানে বাজে, তখনই বুঝতে পারি, সেদিন আপনি যদি এমন কড়া হাতে আমাকে না সামালাতেন, তাহলে হয়তো জীবনটা এত সুন্দর হয়ে উঠতো না। তাই আজকাল আপনার কথা খুব মনে পরে স্যার। ভাল থাকবেন, আনন্দে থাকবেন।

ছাত্র হিসেবে আমি আপনার কাছে কত নম্বর পাবো জানা নেই, কিন্তু শিক্ষক হিসেব আপনি একশোয় একশো পাবেই পাবেন! শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের কোনও তুলনা হয় না ম্যাম। হ্য়াপি টিচার্স ডে।

আপনি আমার অনুপ্রেরণা। আপনি আমার অন্ধকারের আলো। শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা!

শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা ২০২৪

ক্লাস সেভেনে ফেল করার পরে সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল। তখন আপনি ছিলেন, যিনি এই ল্যাংড়া ঘোড়ার উপরে বাজি ধরেছিলেন। আপনার সেই ল্যাংড়া ঘোড়া আজ একের পর এক রেস জিতছে। থ্যাঙ্ক ইউ স্যার আমার উপর বিশ্বাস রাখার জন্য।

মনে রাখবেন একটা বই, একটা পেন, একজন বাচ্চা এবং একজন শিক্ষক সারা বিশ্বের ছবিটাই বদলে দিতে পারে – মালালা ইউসুফজাই

একজন সাধারণ শিক্ষক যেখানে শুধু চোখ-কান বন্ধ করে পড়িয়ে যান, সেখানে একজন আদর্শ শিক্ষক ছাত্রা-ছাত্রীদের নানা ভাবে অনুপ্রাণিত করেন। শুধু তাই নয়, পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাও একজন প্রকৃত শিক্ষকের প্রথম এবং প্রধান কাজ – উইলিয়াম আর্থার ওয়ার্ড

Teachers Day 2024 Quotes, Shayari, Wishes In Bengali (শিক্ষক দিবসের শুভেচ্ছা)
একজন প্রকৃত শিক্ষক সেই, যিনি ছাত্র-ছাত্রীদের ভালবেসে পড়াশোনা করতে অনুপ্রাণিত করেন। ব্যর্থতার দিনে পাশে থাকেন এবং পড়াতে পড়াতে ছাত্রদের কাল্পনিক শক্তিকে বাড়িয়ে তোলেন – ব্র্যাড হেনরি রিড

Teachers Day Bengali Status

খুব ছোট বয়স থেকেই শিক্ষক-শিক্ষিকারা বাচ্চাদের ঠিক পথে এগিয়ে নিয়ে যান বলেই সমাজ ভুল পথে যাওয়ার সুযোগ পায় না। বাচ্চারা, বড়দের সম্মান করতে শেখে। সমাজ এবং দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেই জ্ঞান লাভ করে। তাই তো এত যুদ্ধ এবং দাঙ্গার পরে এই পৃথিবী শেষ হয়ে যায়নি – সক্রেটিস

শিক্ষকতা আর পাঁচটা পেশার মতো নয়। কারণ, একজন শিক্ষক শুধু পড়ান না, সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের ক্ষমতার বিকাশ ঘটান এবং তাঁদের একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই এই দেশের মানুষ যদি আমাকে একজন শিক্ষক হিসেবে মনে রাখে, তাহলে সেটাই হবে আমার জীবনের সবথেকে বড় সম্মান – এ পি জে আবদুল কালাম
শিক্ষাই যেহেতু সাফল্যের চাবিকাঠি, তাই ছাত্র-ছাত্রীদের মনে তাঁদের শিক্ষক-শিক্ষিকারা চিরস্থায়ী ছাপ রেখে যান, যা না ভোলা স্মৃতির মতো – সলোমন আর্টিজ

শিক্ষক-শিক্ষিকারা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করেন। নানা মজার মজার উদাহরণ দিয়ে এমনভাবে আমাদের গড়ে তোলেন যে নিমেষেই এই অচেনা পৃথিবীর অনেক কিছুই চেনা ঠেকতে শুরু করে – নিকোলাস স্পার্ক
 

শিক্ষক নিয়ে উক্তি

 

শিক্ষক-শিক্ষিকারাই আমাদের উপলব্ধি করতে শেখান যে সাফল্যই জীবনের অন্তিম স্টেশান নয়। কারণ, সাফল্য অনেক সময়ই মানুষকেই উদ্ধত্য করে তোলে। ফলে যে মুহূর্তে সে নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করে, তখনই সে যুদ্ধে হেরে যায়। তাই ব্যর্থতা থেকে শিক্ষা নিন, আর সাফল্যকে ভুলেও গুরুত্ব দেবেন না – বিল গেটস

মহান শিক্ষকদের জীবনী পাঠ করলে তা থেকে এত কিছু শেখার সুযোগ মেলে যে মনের ধোঁয়াশা কেটে যেতে সময় লাগে না – উইলিয়াম গ্লাসার
Teachers Day 2024 Quotes, Shayari, Wishes In Bengali (শিক্ষক দিবসের শুভেচ্ছা)


প্রযুক্তি হল সেই মাধ্যম, যা অনেককে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে। কিন্তু একজন শিক্ষক প্রকৃত মানুষ গড়ে তোলেন – বিল গেটস

শিক্ষক-শিক্ষিকারা হলেন এই সমাজের প্রকৃত হিরো, যাঁরা জ্ঞানের দরজা খুলে দিয়ে প্রতিটি ছাত্র-ছাত্রীকে সমৃদ্ধ করে তোলেন।
একজন প্রকৃত শিক্ষক হলেন সেই, যিনি প্রতি সেকেন্ডে নতুন কিছু শিখে চলেছেন এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আরও অনেককে অনুপ্রাণিত করছেন।


Write About Teachers Day In Bengali

বাবা-মাই হলেন আমাদের প্রথম শিক্ষক। কারণ, জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিনিয়ত ছেলে-মেয়েরা বাবা-মায়ের কাছ থেকে কিছু না কিছু শিখে চলেছেন, যা তাঁদের প্রতি মুহূর্তে অনুপ্রণিত করছে। তাই তাঁদেরও জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা
প্রতিটি বাড়িই এক একটা বিশ্ববিদ্যালয়। কারণ, প্রত্যেক বাবা-মাই এক একজন প্রকৃত শিক্ষক – মহাত্মা গান্ধী

আমার মনে হয় একজন শিক্ষক হিসেবে আমি প্রতি মুহূর্তে দেশ গঠনের কাজ করে চলেছ – এ পি জে আবদুল কালাম


Behind every successful student there is one Girl friend and behind many failed student there is a beautiful teacher.

 

 

Teachers Day Bengali Images

 
Teachers Day 2024 Quotes, Shayari, Wishes In Bengali (শিক্ষক দিবসের শুভেচ্ছা)
Those who educate children well are more to be honoured than parents, for these only gave life, those the art of living well.

Teachers open the door, but you must enter by yourself.

What the teacher is, is more important than what he teaches.

আরো পড়ুন,  Teachers Day Speech In Bengal

We will always be thankful to you for all the hard work and efforts you have put in, for educating us.

Without you, we would have been lost. Thank you teacher for guiding us,inspiring us And making us what we are today.

Happy teachers day to all who helped in inspiring me and helped me in learning the art of living well and were a part of my growth!!

A good teacher is like a candle, It consumes itself to light the way for others.

89% f teachers r suffering frm throat cancer prblm by teachin students.. So plz BUNK d classes as much as possible & save our TEACHERS..;-)
..

A teacher affects eternity; he can never tell where his influence stops.

Happy teachers day to all who helped in inspiring me and helped me in learning the art of living well and were a part of my growth!!

 

I am indebted to my father for living, but to my teacher for living well.

Happy Teachers Day

Teachers Day 2024 Quotes, Shayari, Wishes In Bengali (শিক্ষক দিবসের শুভেচ্ছা)


The best teachers in world is who teach from the heart, not from the book..Happy Teachers Day

Dear Teacher, Thanks for making us what we are today. Happy teachers Day

aaplyamulech Aahmi Ghadli,

Aapnansh sadar Pranam..

sikshak Dinachya subhecha..

Aapan sikvalant,

Mehnunach aamhi Ghadli,

aapnansh sadar Pranam.

Sikshak Dinachya Subhecha..!!!

Happy Teachers Day sms

You Guided Me When I Was Lost

You Suported Me

When I Was Weak

You Have Enlightened me all through..

May not say it always.

But, I mean it whenever I say it.

Thank You Teacher

For all the things you have done for me.

Happy Teachers Day!

You are not just a teacher,

But a true inspiration to me.

You did not just do your job,

But a lot more than this.

Thank you teacher and have a wonder Teacher’s Day 2024

The mediocre teacher tells. The good teacher explains. The superior teacher demonstrates. The great teacher inspires. Happy Teachers Day

For Teaching Children Lessons,

To Help Them As They Grow,

Let This Gift Remind You,

You’re The Best Teacher We Know!

I was lucky to have a teacher as wonderful as you are.

Wishing you a Teachers Day that’s full of joyous moments!

Dear Teacher, Thank You

For Continually Inspires me to do my best

You help me strive for goals,

I found guidance, friendship, discipline and love, everything, in one person.

And that person is you

Happy Teacher’s Day –

Remember all words he say

Words to make you social

Words to make you special

He is our teacher

He is our guide

Lets make him feel pride

The Award for

the most wonderful teacher

has been declared

and

it goes to You.

Wishing you a very Happy Teachers day!

You may like: {2024} Happy Teachers Day Speech in Hindi, English, Marathi

Teachers are like the candles, which consume themselves to brighten the lives of others.

ভালো লাগলে নিজের প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, সুস্থ থাকুন।..
Thank You, Visit Again…
Tags –
Bengali QuotesTeachers Day, Bengali Shayari

 

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.