Boshonto Bohilo Sokhi Lyrics (বসন্ত বহিলো সখি) Mekhla Dasgupta – Jhumur Song

sudiproy877
3 Min Read

Boshonto Bohilo Shokhi Lyrics

Boshonto Bohilo Sokhi Lyrics by Mekhla Dasgupta. This song is all about Spring Season ‘Basanta Kal’. This is a jhumur song. Composed by Subhashis Sourav.
বসন্ত বহিলো সখি মূলত একটি ঝুমুর গান। এই গানটির বিশেষত্ব হলো, ঋতুরাজ বসন্ত । বসন্ত মানেই প্রেমের মরশুম। এই বিশেষ সময়কে কেন্দ্র করেই গানটি গাওয়া হয়েছে….
Song: Boshonto Bohilo Sokhi
Singer: Mekhla Dasgupta
Music: Subhashis Sourav
Keyboard: Sourav Nag

 Boshonto Bohilo Sokhi Lyrics In Bengali

Loading...
বসন্ত বহিলো সখি..
বসন্ত বহিলো সখি
কোকিলা ডাকিলো রে,
বসন্ত বহিলো সখি
কোকিলা ডাকিলো রে,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল রে,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল রে।
বাঁশেরও বাঁশরী সখী
সরল কাঠের বাঁশি রে,
বাঁশেরও বাঁশরী সখী
সরল কাঠের বাঁশি রে,
বিনা ফুকে বাজে বাঁশি
বলে রাধা রাধা রে,
বিনা ফুকে বাজে বাঁশি
বলে রাধা রাধা রে।
ভাদর মাসে কাঁশি ফুটে
আর ঝিঙ্গা ফুল রে,
ভাদর মাসে কাঁশি ফুটে
আর ঝিঙ্গা ফুল রে,
আইলো রে করমা পরব
কার সঙে লাচিব রে,
আইলো রে করমা পরব
কার সঙে লাচিব রে,
কার সঙে লাচিব সখী
শাড়ি শাঁখা নাই রে,
আইলো রে করমা পরব
কার সঙে লাচিব রে ?
অশ্বিন মাসে দুগ্গা পূজা
সবাই বিন্ধে নতুন ঘর,
অশ্বিন মাসে দুগ্গা পূজা
সবাই বিন্ধে নতুন ঘর,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল গো,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল গো।
পুষ মাসে পুষ পরব
নতুন খাতে হবে গো,
পুষ মাসে পুষ পরব
নতুন খাতে হবে গো,
ফাগুন মাসে চিমড় ফুল
বাতাসেতে উড়ে গো,
ফাগুন মাসে চিমড় ফুল
বাতাসেতে উড়ে গো।
কার সঙ্গে নাচিব বলো
বন্ধু আমার নাই রে,
কার সঙ্গে নাচিব বলো
বন্ধু আমার নাই রে,
কত পরব ভাইড়াইং গেল
কার সঙ্গে নাচিব রে,
কত পরব ভাইড়াইং গেল
কার সঙ্গে নাচিব রে ?
বসন্ত বহিলো সখি
কোকিলা ডাকিল রে,
বসন্ত বহিল সখি
কোকিলা ডাকিলো রে,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল রে,
এমন সময় প্রিয় সখা
বিদেশে রহিল রে ..

বসন্ত বহিলো সখী লিরিক্স

Bosonto bohilo sokhi

Kokila dakilo re
Emon somoy priyo sokha
Bideshe rohilo re
Banshero banshori sokhi
Sorol kather banshi re
Bina fuke baaje banshi
Bole radha radha re
Bhador mase kashi fute
Aar jhinga phul re
Ailo re korma porob
Kar songge lachibo re
Kar songe lachibo sokha
shari sakha nai re

Share This Article