Saraswati Puja 2024 Date & Time In Kolkata, West Bengal, Bangladesh – সরস্বতী পূজা তারিখ

Sandeep Sen
2 Min Read

Saraswati Puja 2024 Date & Time

নতুন বছর 2024 শুরু হয়ে গিয়েছে । একদিকে যেমন শীতের উৎসবের দেখা মিলছে বিভিন্ন জায়গায়, ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে শীত ও । যদিও করোনার কারনে বিভিন্ন জায়গায় চলছে বিধিনিষেধ । কিন্তু শীতকাল মানেই বাঙালির উৎসব প্রবণতা যেন বৃদ্ধি পায় । শীতকাল এলেই বাঙালি যে যে উৎসব গুলোর যেন অধীর আগ্রহে অপেক্ষা করে তার মধ্যে অন্যতম হলো ‘স্বরস্বতী পূজা‘ । বিভিন্ন School, College বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেকেই বাড়িতে করে থাকেন বিদ্যার দেবী স্বরস্বতী পূজা। তবে, নতুন এই চলতি বছরে কবে হবে স্বরস্বতী পূজা সেই নিয়ে অনেকেই Internet এ সার্চ করে থাকেন ।
তাই আপনার জন্য রইলো স্বরস্বতী পূজার দিনক্ষণ

Saraswati Puja 2024 Bengali Date and Time

স্বরস্বতী পূজা বাংলায় মাঘ মাসের পঞ্চম দিনে অর্থাৎ পঞ্চমী তিথিতে উদযাপন করা
হয়।

সরস্বতী পূজা ২০২৪ বাংলা তারিখ

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে ১৩ তারিখ, দুপুর ২টো ৪১ মিনিট থেকে চলবে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টা ১০ মিনিট পর্যন্ত।

Saraswati Puja 2024 Date 
14 February 2024 (Wednesday)
পঞ্জিকা মতে এই বছর স্বরস্বতী পূজার দিন পড়েছে 13 ই ফেব্রুয়ারি । তবে পরের দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি ও পূজা হবে ।
অর্থাৎ, 13 ই ফেব্রুয়ারি দুপুর ২টো ৪১ মিনিট শুভক্ষন শুরু হবে আর শেষ হবে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টা ১০ মিনিটে ।
Also read,
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.