SBI গ্রাহকরা পাচ্ছেন দুর্দান্ত অফার, জেনে চমকে যাবেন

sudiproy877
3 Min Read

SBI গ্রাহকদের জন্য খুশির খবর । আপনি কি ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহক ? যদি উত্তরটি হ্যাঁ হয়, তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর ।
আপনি যদি State Bank Of India র গ্রাহক হয়ে থাকেন অথবা SBI এর কোন কার্ড ব্যাবহার করেন তাহলে ব্যাংক আপনার জন্য নিয়ে এসেছে নতুন এক অফার ।
আপনি যদি অনলাইন কিংবা অফলাইন দেখে শপিং করেন তাহলে ব্যাংক আপনাকে দেবে মোটা ক্যাশব্যাক ।

SBI Cashback Credit Card

ভাবছেন কিভাবে ?
আসলে ব্যাংক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন এক SBI Card । স্টেট ব্যাংক দীর্ঘদিন থেকেই গ্রাহকদের নানা রকমের কার্ড প্রদান করে থাকে । বিশেষত SBI এর Pre Approved কার্ড তো গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় । যদিও সেক্ষেত্রে আপনি প্রি এপ্রুভ কার্ড থেকে সেরকম বড় কোন ডিসকাউন্ট বা ক্যাশব্যাক পাবেন না ।
কিন্তু সম্প্রতি Cashback SBI Card নামের একটি নতুন কার্ড তাদের লাইনাপে যোগ করেছে ।
নাম থেকেই বুঝতে পারছেন, যে এই কার্ডের কি বিশেষত্ব থাকতে চলেছে ।

SBI Cashback Credit Card Eligibility

তো, কে এই কার্ড পেতে চলেছে ?
যদি আপনার বয়স 21 থেকে 65 র মধ্যে হয়ে থাকে তাহলেই আপনি এই কার্ড পেতে পারেন । সেই সঙ্গে ক্রেডিট হিস্ট্রি ভালো থাকতে হবে ।
এই কার্ড ব্যাবহার করলে আপনাকে বছরে ( 999 + GST)
চার্জ ব্যাংকে প্রদান করতে হবে ।
কিন্তু যদি আপনি বছরে 2 লক্ষ টাকার বেশি Shopping করেন সেক্ষেত্রে বার্ষিক চার্জ ব্যাংকের তরফ থেকে আপনি পেয়ে যাবেন ফ্রি । অর্থাৎ 999 টাকার বার্ষিক চার্জ কার্ডের জন্য ব্যাংক আপনার থেকে নেবে না ।

SBI Cashback Credit Card Benefits

Loading...

এবারে, নিশ্চই জানতে ইচ্ছে করছে কোন কোন website থেকে পাবেন ক্যাশব্যাক তাইতো ?
বেশিরভাগ বড় ই কমার্স সাইট যেমন (Flipkart, Amazon, Jio Mart )থেকেই আপনি কেনাকাটা করলে পাবেন বড় ডিসকাউন্ট + ক্যাশব্যাক ।
আর যদি আপনি অফলাইন অর্থাৎ কোন স্টোর থেকে কেনাকাটা করে থাকেন তাহলে আপনি পাবেন কেনাকাটার ওপর 1% ক্যাশব্যাক ।

নতুন বছরের শুরুতেই গ্রাহকদের ক্যাশব্যাক কার্ডে আরো বিভিন্ন অফার দিতে চলছে ব্যাংক ।
কিভাবে পাবেন এই কার্ড ?
নিজের নিকটবর্তী SBI ব্রাঞ্চ এ যোগাযোগ করুন অথবা
অনলাইনে এপ্লাই করুন ।
অনলাইন এপ্লাই করতে SBI এর অফিসিয়াল সাইট এ ভিজিট করুন ।

আরো পড়ুন,

SBI Clerk Notification, Eligibility, Apply Online, Last Date: 8773 শূন্যপদে নিয়োগ করবে SBI

Top 10 Health Insurance Company In India 2023 List

Share This Article