Christmas Greetings, Pictures 2023: প্রিয়জনকে পাঠান বড়দিনের শুভেচ্ছাবার্তা, মেসেজ, পিকচার

sudiproy877
4 Min Read

Christmas Greetings, Pictures 2023: বড়দিন মানেই প্রভু যীশুর জন্মদিন । অনেকেই মজা করে বলে থাকেন, যে এটা হলো কেক উৎসব । সে যাই হোক,
খ্রিস্ট ধর্ম অনুসারে ডিসেম্বর মাসের 25 তারিখ যীশুর জন্ম হয়েছিলো । তাই এই দিন বিশ্বজুড়ে মেরি ক্রিসমাস বা বড়দিন উদযাপন করা হয় ।
উৎসব পাগল বাঙালি শীতের আমেজের সঙ্গে মেতে উঠেছে বড়দিনের আনন্দে। কেউ করছে পিকনিকের আয়োজন, কেউ আবার ঘুরতে যাওয়ার । কোথাও আবার হচ্ছে ডিজে নাইট কেউ আবার গির্জায় যাচ্ছেন প্রার্থনা করতে ।
এই বিশেষ দিনে আপনার প্ল্যান কি ? লিখে জানান কমেন্টে সেকশনে।
বড়দিন সেলিব্রেট করার পাশাপাশি আপনি কি প্রিয়জনদের শুভেচ্ছা জানিয়েছেন ? এই তো ভুলে গেছেন।
তাই আপনর জন্য রইলো, বড়দিনের সেরা কিছু শুভেচ্ছাবার্তা, মেসেজ, ছবি যা আপনি সহজেই পাঠাতে পারেন নিজের প্রিয়জনদের । নিজের Facebook বা Whatsapp থেকে এই শুভেচ্ছাবার্তা গুলো পাঠিয়ে প্রিয়জন আর বন্ধুদের ।

Christmas Wishes Bengali 2023

অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা তোমায় ও তোমার পরিবারকে…

অনেক অনেক ভালবাসা আর খুশিতে ভরে উঠুক তোমার জীবন…বড়দিনের খুশি তোমার নতুন বছরেও যেন সঞ্চারিত হয়ে তোমাকে খুশিতে ও সৌভাগ্যে ভরিয়ে রাখে…
শুভ বড়দিন..

বড়দিনের শুভেচ্ছা SMS

আমার ঠিকানাটা জানো নিশ্চই…বড়দিনের কেকটা পাঠিয়ে দিও তাহলে!!
শুভ বড়দিন…

আশা করি তোমার ক্রিসমাসটা ভীষণ ভালো কাটবে…
পরিবারের সবাইকে খুশী রেখো…
মেরি ক্রিসমাস…
আশা রাখি আজকের সুন্দর মুহূর্ত ,আনন্দ , আগামীদিনের সোনালী স্মৃতি তৈরী করবে , বড়দিনে আসুক অনেক খুশি ,ভালবাসা ! মেরি ক্রিসমাস !

আরো পড়ুন,

সান্তা ক্লজের ছবি, ফটো 2023

Merry Christmas Wishes, Images, SMS In Assamese 2023

উপভোগ করো একটি অসাধারণ ক্রিসমাস..বড়দিনের আবেশ তোমার জীবনকে সুখে ভরপুর করে তুলুক…
শুভ বড়দিন..

বড়দিনের শুভেচ্ছা বাণী

এই অসধারণ দিনটি আমরা পালন করি যিশু খ্রিষ্টের জন্মদিন হিসাবে..তাই এসো আজ আমরা সবাই মিলে তাকে কথা দি যে আমরা সবসময় চেষ্টা করব তাঁর বলে যাওয়া পথ অনুসরণ করার..
শুভ বড়দিন…

এই অসধারণ দিনটি আমরা পালন করি যিশু খ্রিষ্টের জন্মদিন হিসাবে..তাই এসো আজ আমরা সবাই মিলে তাকে কথা দি যে আমরা সবসময় চেষ্টা করব তাঁর বলে যাওয়া পথ অনুসরণ করার..
শুভ বড়দিন…

বড়দিনের শুভেচ্ছা ফটো


এই বড়দিনটি তোমার কাছে এতটা স্পেশাল হয়ে উঠুক যে তোমার জীবনের সব একাকীত্ব দূরীভূত হোক…তোমার চরপাশে সবসময় যেন তোমার আপনজনেরা থেকে তোমায় ভালবাসায় ভরিয়ে রাখে…
শুভ বড়দিন…

বড়দিনের শুভেচ্ছা বার্তা

এই বড়দিনটি তোমার জীবনে নিয়ে আসুক অনেক অনেক শুভেচ্ছা..তুমি ও তোমার পরিবার সদা যেন সুখে থাকো…
শুভ বড়দিন..

একটি ক্রিসমাস ট্রি তখনি সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে যখন তাকে ঘিরে থাকে একটি সুখী পরিবার…
শুভ বড়দিন…

ক্রিসমাস পরিবার ও বন্ধুদের কাছাকাছি নিয়ে আসে…বাড়িয়ে তোলে আমাদের মধ্যের ভালবাসা..
শুভ বড়দিন…

বড়দিনের শুভেচ্ছা ছবি ডাউনলোড 

ক্রিসমাসের এই আনন্দের সময়ে সবার মন থেকে দূর হয়ে যাক যাবতীয় শত্রুতা, মনোমালিন্য এবং যাবতীয় মনের রাগ অভিমান দুঃখ….
পুণ্যাত্মা যীশুর আশীর্বাদে সবার প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দময় এবং সবার জীবন ভরে উঠুক ভালবাসায়.
শুভ বড়দিন..

বড়দিনের শুভেচ্ছা এসএমএস

ছোটোবেলায় যেদিন জানতে পেরেছিলাম যে সান্তা ক্লজের দেওয়া উপহারগুলো আসলে বাবার দেওয়া,মনে মনে একটু যেন কষ্ট পেয়েছিলাম…কিন্তু তারপরেও অপেক্ষা করে থাকতাম বড়দিনের জন্য…আজও করে থাকি অপেক্ষা কারণ ঐদিন পরিবারের সাথে আনন্দ করার মজাই আলাদা…
শুভ বড়দিন…

Knock Knock.
Who’s there?
Mary.
Mary who?
Mary Christmas!

বড়দিনের শুভেচ্ছা ব্যানার

Christmas gift suggestions:
To your enemy, forgiveness.
To an opponent, tolerance.
To a friend, your heart.
To a customer, service.
To all, charity.
To every child, a good example.
To yourself, respect.

Christmas hath a darkness;
Brighter than the blazing noon;
Christmas hath a chillness
Warmer than the heat of June,
Christmas hath a beauty
Lovelier than the world can show:
For Christmas bringeth Jesus,
Brought for us so low

May Your World Be Filled
With Warmth and Good
Chear This Holy Season
And Throughout the Year
Wish Your Christmas Be
Filled With Peace and Love
Merry X-Mas

May the sweet magic of Christmas
Wrap you with love and warmth
Bless you with a long and healthy life
May your heart glow with cheer and
May love spread to all near and dear.

আরো পড়ুন,

শুভ বড়দিনের শুভেচ্ছাবার্তা, স্ট্যাটাস, মেসেজ 2023

Christmas Wishes, SMS For Husband & Boyfriend 2023

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.