Lakshmi Puja Mantra In Bengali 2023 (লক্ষী পূজার মন্ত্র) Lokkhi Puja
Mantra
Lokkhi Puja Mantra In Bengali
আজ মা লক্ষীর পূজো । প্রতিটি হিন্দু বাড়িতে এই পূজো প্রতি বছর নিষ্ঠা ও ভক্তি
সহকারে উদযাপন করা হয় । সুখ ও সমৃদ্ধির দেবী মা লক্ষীর পূজো করার সময় বেশ
কিছু মন্ত্রের প্রয়োজন হয় । তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি লক্ষী পূজোর
গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্র ।
সহকারে উদযাপন করা হয় । সুখ ও সমৃদ্ধির দেবী মা লক্ষীর পূজো করার সময় বেশ
কিছু মন্ত্রের প্রয়োজন হয় । তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি লক্ষী পূজোর
গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্র ।
তো, দেরি না করে চলুন শুরু করা যাক ….
লক্ষী পূজার মন্ত্র
Lakshmi Puja Mantra In Bengali PDF
শ্রী শ্রী লক্ষ্মীর ধ্যান মন্ত্র :
ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ
পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং।
গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম্,
রৌক্নোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।
শ্রী শ্রী লক্ষ্মীর স্তব মন্ত্র :
ওঁ ত্রৈলোক্য-পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে,
যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা।
ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির্হরিপ্রিয়া,
পদ্মা পদ্মালয়া সম্পৎপ্রদা শ্রী: পদ্মধারিণী।
দ্বাদশৈতানি নামানি লক্ষীং সম্পূজ্য য: পঠেৎ,
স্থিরা লক্ষীর্ভবেত্তস্য পুত্রদারাদিভি: সহ।
শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র :
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী।