Teachers Day Speech In Bengali 2023 (শিক্ষক দিবসের বক্তৃতা/ভাষণ)

Bongconnection Original Published
3 Min Read


Teachers Day Speech In Bengali 2023 (শিক্ষক দিবসের বক্তৃতা/ভাষণ)

Teachers Day Speech In Bengali 2023 (শিক্ষক দিবসের বক্তৃতা/ভাষণ)
Loading...

Teachers Day Speech In Bengali Language


 শিক্ষক দিবসে একটা বক্তৃতা দিতে চাইছেন ? কিন্তু ভাবছেন কি বলবেন ? তার
ওপর অনেকের তো আবার মারাত্মক রকম স্টেজ ফিয়ার থাকে । নিজের প্রিয় শিক্ষকদের
সামনে দাঁড়িয়ে তাদের নিয়েই কথা বলাটা একটু শক্ত কিন্তু অসম্ভব নয় । তাই আপনার
জন্য আমরা একটা ছোট বক্তৃতা নিয়ে এসেছি । এটি বলে ফেলুন আপনার প্রিয় শিক্ষক ও
সহপাঠীদের সামনে ..

খুব সংক্ষেপে এই রকম একটা বক্তৃতা দেওয়া যেতেই পারে খুব সহজেই..


Teachers Day Speech In Bengali By Student

Loading...
মাননীয় শিক্ষকগণ ও আমার প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানাই। আমরা সকলেই জানি আজ
আমরা সকলে শিক্ষক দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। আমার নাম সার্থক
সেনগুপ্ত ( আপনার নাম দেবেন), আমি আজকের এই বিশেষ মুহূর্তে একটি বক্তৃতা
দেব।কিন্তু সর্বপ্রথম আমি আমার শিক্ষক মহাশয় কে ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে
এই সুযোগ করে দিয়েছেন।
শিক্ষক আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল
জীবন কল্পনাতীত। প্রতি বছর ৫ই সেপটেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি এবং আজকের
দিনেই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন শিক্ষক ছিলেন।

শিক্ষক দিবসের বক্তৃতা

১৯৬২ সালে ছাত্রদের অনুরোধে তিনি ভারতের রাষ্ট্রপতি হন। তিনি ছিলেন একজন
বিদ্বান ব্যক্তি ও উপদেষ্টা। ভারতবর্ষের সকল বিদ্যার্থী তাকে সম্মান জানানোর
জন্য আজকের দিনে শিক্ষক দিবস পালন করে থাকে।


শিক্ষকরা হলেন যুব সমাজের মূল স্তম্ভ। ছাত্রদের চরিত্র গঠনে তাদের ভূমিকা
অপরিসীম। আরও বলা হয় শিক্ষকরা মাতা-পিতার থেকেও বড় কারণ মাতা-পিতা শুধু
আমাদের জন্ম দেয় কিন্তু একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ
ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই
হতে হবে, তা নয়। তিনি থাকতে পারেন জীবনের যে কোনও ক্ষেত্রেই। তিনি যে পড়ুয়াকে
শেখাবেন , তাই নয়। তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশা
দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে
শুধু সফল নয়, একজন ভাল মানুষ হতে শেখাবেন।

শিক্ষক দিবসের ছোট বক্তৃতা/ভাষণ 

সুতরাং আমাদের উচিত সব সময় তাদের যোগ্য সম্মান ও ভালোবাসা দেওয়া। তারা
ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে আমাদের শিক্ষিত করে তোলেন। তাদের অনুপ্রেরণা জন্যই
আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমাদের উচিত সবসময় তাদের উপদেশ মেনে চলা এবং
ভারতবর্ষের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করা।

ধন্যবাদ।

Teachers Day Speech In Bengali Language PDFআরো পড়ুন, Teachers Day Bengali Poem

ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ।
ভালো থাকুন, সুস্থ  থাকুন….
Thank You, Visit Again…

Share This Article