স্বাধীনতা দিবসের কবিতা 2023 – Independence Day Poem In Bengali
স্বাধীনতা দিবসের কবিতা
স্বাধীনতা দিবস
জানো স্বাধীনতা,—
আমি হলাম এই নব্য যুগের
নাম গোত্রহীন এক অকবি।
তবু আমি সদাই খুঁজে ফিরি সত্যালোকে
তোমার স্বাধীন ছবি।
আচ্ছা তুমি কি সেই উনিশ ছিয়াত্তরের
ছাব্বিশে মার্চের স্বাধীনতা ?
তুমি এত রুগ্ন কেন তবে কি
অবক্ষয়ের থ্যালাসেমিয়ায় ভুগে রক্তহীনতা ?
তোমার দেহে বীর বিপ্লবী মহান শহীদদের
রক্ত ভরা আছে।
আজ তাদের সেই নিঃস্বার্থ আত্মত্যাগ
সবই মিথ্যে হয়ে গেছে!
ঐ দেখ চেয়ে,—
তোমার দাসত্ব শৃঙ্খল উন্মোচনে
বুকের রক্ত ঢেলেছিল যারা,
আজ চরম লজ্জিত- ঘৃণিত- বিষ্মিত
অপমানিত তারা।
জানো স্বাধীনতা,—
সে রক্তের কোনো জাত ছিলনা
সে যে দেশপ্রাণের রক্ত।
যারা দান করেছে তারা যে
দেশ মায়ের পরম ভক্ত।
একি তোমার অঙ্গে জীর্ণ শীর্ণ
অপসংস্কৃতির সাজ!
বুঝেছি, তোমায় এই সাজে সাজিয়েছে
এই লজ্জাহীন অসভ্য সমাজ।
কণ্ঠ তোমার রুদ্ধ আজ
ক্ষীণ হয়েছে ভাষা,
তুমি তো স্বাধীন-নও পরাধীন
তবু কেন হতাশা ?
কার ভয়ে ভীত তুমি
কেন থাকো অন্তরালে ?
ঐ দেখো বঙ্গবাসী খুঁজছে তোমায়
প্রত্যাশার দীপ জ্বেলে।
আজ স্বৈরাচারী শ্বাসায় তোমায়
শোষনের কারাগারে,
তাই কি তুমি ভাষাহীন বোবা
ভয়ে ভীত অত্যচারে!
জানি আজ ক্ষমতালোভী বর্বরতার
শৃঙ্খলে বাঁধা তুমি।
তবু সত্যালোকে তোমার স্বাধীন ছবি
সদা খুঁজে ফিরি আমি।
ঐ দেখো চেয়ে ধর্ষিতা আজ
কাঁদে কামনার হাটে,
ধর্ষকেরা বুক ফুলিয়ে
ঘুরে ফেরে মাঠে ঘাটে।
আঁখি মেলে দেখো বেকারত্বের
অনশন অনাহারে,
কর্ম কোথায় ধর্ম বিলায়
পেটে লাথি প্রতিকারে।
ভায়ের রক্ত ঝরায়ে ভাই
সম্প্রীতির বাঁধনে বাঁধে।
সন্তানের রক্তে আঁচল ভিজিয়ে
বঙ্গজননী কাঁদে।
একি তুমি অবগুণ্ঠনে
মুখ ঢেকেছো কেন ?
তোমার অস্তিত্ব হারিয়ে গেছে
এটা বুঝি তুমি জানো?
স্বাধীনতা,-স্বাধীনতা,- স্বাধীনতা—
কোথায় গেলে তুমি!
তবে কি স্বপ্নে তুমি এসেছিলে
স্বপ্ন দেখলাম আমি!
স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তি ছোটদের
৷৷ স্বাধীনতা ৷৷
স্বাধীনতা স্বাধীনতা
কোথায় ও রে ?
পাখা মেলে পাখি ওড়ে
যেমন করে ৷
স্বাধীনতা স্বাধীনতা
কোথায় তুমি ?
শহিদের রক্তে
রাঙা এ ভূমি !
স্বাধীনতা স্বাধীনতা
কোথায় বলো ?
রাত দিন খেটে মরে
মানুষগুলো ৷
স্বাধীনতা কেন তুমি
কথা বলো না ?
অসহায় মানুষের
চোখে কান্না !
বাঁশে বাঁধা পতাকাটা
বলে না কথা ৷
পত্ পত্ ওড়ে সয়
নীরব ব্যথা ৷
তবু দেখি স্বাধীনতা
ফোটে শতদলে !
ঐ মুক্তির মন্দির
সোপানতলে ৷
আরো পড়ুন,