স্বাধীনতা দিবস রচনা 2023 – Independence Day Bengali Rachana Paragraph

Bongconnection Original Published
3 Min Read


স্বাধীনতা দিবস রচনা 2023 – Independence Day Bengali Rachana Paragraph

স্বাধীনতা দিবস রচনা 2023 - Independence Day Bengali Rachana Paragraph
Loading...

স্বাধীনতা দিবস রচনা ২০২৩

প্রতি বছর ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দেশটিতে আজ (বৃহস্পতিবার) ৭৬ তম স্বাধীনতা দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল। সেই কারণেই ১৫ আগস্ট দিনটি সবার জন্য গুরুত্বপূর্ণ।

স্বাধীনতা দিবস রচনা প্রতিযোগিতা 

জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা দিবসে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। যেটিকে ‘ট্রিস্ট উইথ ডেসটিনি‘ বলা হয়। এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সংসদে দেওয়া প্রথম ভাষণ। প্রতি স্বাধীনতা দিবসে ভারতের যিনি প্রধানমন্ত্রী থাকেন, তিনিই লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেন।

তবে ১৯৪৭ সালের ১৫ আগস্ট এ পতাকা তোলা হয়নি। লোকসভা সচিবালয়ের একটি গবেষণাপত্র অনুসারে, নেহেরু ১৯৪৭ সালের ১৬ আগস্ট লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেছিলেন। ভারত-পাকিস্তানের সীমানাও ওই সালের ১৫ আগস্ট স্থির হয়নি। ১৭ আগস্ট র‌্যাডক্লিফ লাইনের ঘোষণার সঙ্গে এটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

স্বাধীনতা দিবস রচনা 2023 - Independence Day Bengali Rachana Paragraph

১৯৪৭ সালের ৪ জুলাই ব্রিটিশ হাউস অফ কমন্সে ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয়। এ বিলে ভারত ভাগ ও পাকিস্তান গঠনের প্রস্তাব ছিল। বিলটি ১৯৪৭ সালের ১৮ জুলাই গৃহীত হয়। ১৪ আগস্ট দেশ ভাগের পর ১৪-১৫ আগস্ট মধ্যরাতে ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল।

Independence Day Essay In Bengali

মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেননি। কেননা ভারত যখন স্বাধীনতা পায়, তখন মহাত্মা গান্ধী বাংলার নোয়াখালীতে হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা রোধে উপবাস করছিলেন।

ছোটদের রচনা স্বাধীনতা দিবস

তবে ভাবার বিষয় ১৫ আগস্টকে কেন ভারতের দেশের স্বাধীনতার জন্য বেছে নেওয়া হয়েছিল? এ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন বিশ্বাস রয়েছে। কিছু ঐতিহাসিক মনেকরেন রাজাগোপালচারীর পরামর্শে মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার জন্য ১৫ আগস্ট দিনটিকে বেছে নিয়েছিলেন।

রাজগোপালাচারী লর্ড মাউন্টব্যাটেনকে বলেছিলেন, তিনি ১৯৪৮ সালের ৩০ জুন পর্যন্ত যদি অপেক্ষা করেন, তাহলে তার কাছে স্থানান্তর করার কোনো শক্তি থাকবে না। এমন পরিস্থিতিতেই মাউন্টব্যাটেন ১৫ আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়ার পক্ষে ছিলেন।

15th August Bangla Rachana

একই সঙ্গে, কিছু ইতিহাসবিদ মনে করেন, মাউন্টব্যাটেন ১৫ আগস্ট তারিখটিকে শুভ বলে বিবেচনা করেছিলেন। এ জন্যই তিনি ভারতের স্বাধীনতার জন্য ওই তারিখটি বেছে নিয়েছিলেন।

১৫ অগস্টকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে কেন বেছে নেওয়া হল? পরে এই প্রশ্নের উত্তরে লর্ড মাউন্টব্যাটেন অবশ্য জানিয়েছিলেন, “আমি কোনও পূর্ব পরিকল্পনা থেকে দিনটি বেছে নেইনি। একটি প্রশ্নের উত্তরে এটা ছিল আমার স্বগতোক্তি। আমি এটা যেনতেন প্রকারে প্রমাণ করতে মরিয়া ছিলাম যে, এই গোটা কর্মকাণ্ডের নায়ক আমি। আমাকে যখন ওরা একটা তারিখ বেছে নিতে বলেছিল, আমি জানতাম এই দিনটা খুব কাছেই। তবে তখনও আমি জানিনা ঠিক কোন দিনে এটা হতে চলেছে। ভাবছিলাম অগস্ট কিংবা সেপ্টেম্বরের মধ্যেই কোনও একটা দিন হবে। তখনই আমার মাথায় আসে ১৫ অগস্টের কথা। আমার মনে হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বর্ষপূর্তিই হবে শ্রেষ্ঠ দিন।”


Tags – Independence Day, স্বাধীনতা দিবস

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.