স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বক্তব্য /ভাষণ 2023 – Independence Day Speech In
Bengali
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বক্তব্য
নমস্কার,
উপস্থিত সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা
জয় হিন্দ, বন্দে মাতারাম
ভারত মাতা কি জয়
আজ স্বাধীনতা দিবস । সারা দেশের বিভিন্ন প্রান্তে আজ 77 তম স্বাধীনতা দিবস পালিত
হচ্ছে। আজকের অনুষ্ঠানে এর আগে অনেকেই নানা বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন
।
হচ্ছে। আজকের অনুষ্ঠানে এর আগে অনেকেই নানা বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন
।
আমি আজ একটু আলাদা বিষয়ে কথা বলতে চাই….
প্রশ্ন টা অনেক আগের থেকেই অনেকেরই কাছে আমরা কতটা স্বাধীন হতে পেরেছি মনে প্রাণে
নাকি মুখেই বলা আমরা স্বাধীন আমাদের চিন্তা ভাবনা গুলো স্বাধীন ? সত্যি কী
স্বাধীন হতে পেরেছি??
নাকি মুখেই বলা আমরা স্বাধীন আমাদের চিন্তা ভাবনা গুলো স্বাধীন ? সত্যি কী
স্বাধীন হতে পেরেছি??
আজকাল স্বাধীনতা বলতে আমি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতার কথা ভাবি না। আমি
স্বাধীন দেশেই জন্মেছি। কিন্তু চারিদিকে এত কিছু দেখার পর মনে হয় সত্যি স্বাধীন
হতে পারি নি হয় তো আমরা এখনও। ব্রিটিশদের দ্বারা পরাধীনতার ব্যাপারে আমরা ইতিহাসে
পড়েছি কত রক্ত কত মানুষ কত রিয়াল লাইফ হিরোদের হারিয়েছি আমরা, তবুও কি স্বাধীন
আমরা?
স্বাধীন দেশেই জন্মেছি। কিন্তু চারিদিকে এত কিছু দেখার পর মনে হয় সত্যি স্বাধীন
হতে পারি নি হয় তো আমরা এখনও। ব্রিটিশদের দ্বারা পরাধীনতার ব্যাপারে আমরা ইতিহাসে
পড়েছি কত রক্ত কত মানুষ কত রিয়াল লাইফ হিরোদের হারিয়েছি আমরা, তবুও কি স্বাধীন
আমরা?
আমার মনে হয় না স্বাধীনতার পরেও মানুষ এখনও স্বাধীন। যেখানে মেয়ে -ছেলে দের নিয়ে
এত কিছু চিন্তা ভাবনা হয় সেখানে স্বাধীনতা কোথায়? আমার কাছে স্বাধীনতা মানে ছেলে
মেয়ে যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কাজ করতে পারা । যেখানে চোখের সামনে অসহায় মানুষ
থাকলে তাদের সাহায্য না করেই চুপ করে দেখা,ফোন বের করেই আগেই ছবি তোলার জন্য
ব্যাকুলতা, সোস্যাল মিডিয়ার অনেক জোর সবার জানা,কিন্তু সেখানে ছবি টা তোলার আগে
সাহায্য করুন।
এত কিছু চিন্তা ভাবনা হয় সেখানে স্বাধীনতা কোথায়? আমার কাছে স্বাধীনতা মানে ছেলে
মেয়ে যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কাজ করতে পারা । যেখানে চোখের সামনে অসহায় মানুষ
থাকলে তাদের সাহায্য না করেই চুপ করে দেখা,ফোন বের করেই আগেই ছবি তোলার জন্য
ব্যাকুলতা, সোস্যাল মিডিয়ার অনেক জোর সবার জানা,কিন্তু সেখানে ছবি টা তোলার আগে
সাহায্য করুন।
আরো পড়ুন,
স্বাধীনতা দিবসের সেরা ভাষণ
আমরা মুখেই বলি স্বাধীন দেশের নাগরিক সবাই এক তাহলে এত জাত-পাতের ভেদাভেদ কেন ?
হিন্দু মুসলিম নিয়ে নাক বেকিয়ে কথা বলা কেন? মনে রাখবেন দরকারের সময় কিন্তু দেশের
হয়ে সবাই লড়াই করতে জানে। এখনও চারিদিকে শিশু শ্রমিক কাজ করে কেন তাদের ও তো সঠিক
ভাবে পড়াশোনা করে কিছু করার অধিকার আছে কিন্তু আর্থিক অভাব শেষ করে দেয় সব
স্বপ্ন।
হিন্দু মুসলিম নিয়ে নাক বেকিয়ে কথা বলা কেন? মনে রাখবেন দরকারের সময় কিন্তু দেশের
হয়ে সবাই লড়াই করতে জানে। এখনও চারিদিকে শিশু শ্রমিক কাজ করে কেন তাদের ও তো সঠিক
ভাবে পড়াশোনা করে কিছু করার অধিকার আছে কিন্তু আর্থিক অভাব শেষ করে দেয় সব
স্বপ্ন।
মেয়েদের পোশাক পড়া নিয়েও অনেক কথা উঠে, তাদের এত দূর পড়াশোনা করিও না কী হবে সে
তো শ্বশুরবাড়ি তে কাজ করতে হবে, কেন হে বলি মেয়েদের কি নিজেদের স্বাধীনতা নেই
নিজের ইচ্ছে মতো কিছু করার,পোশাক পড়ার। আজকাল সবারই কিছু করা উচিত্ মেয়েরাও কম নয়
এটা বলার জন্য নয় নিজেদের জন্য। 😌
তো শ্বশুরবাড়ি তে কাজ করতে হবে, কেন হে বলি মেয়েদের কি নিজেদের স্বাধীনতা নেই
নিজের ইচ্ছে মতো কিছু করার,পোশাক পড়ার। আজকাল সবারই কিছু করা উচিত্ মেয়েরাও কম নয়
এটা বলার জন্য নয় নিজেদের জন্য। 😌
১৫ ই আগস্টের ভাষণ / বক্তব্য
বিয়ের পর অশান্তি তে থাকা মুখ বুজে সহ্য করলেও তাদের পরিবারের সাহস আরও বেড়ে যায়
শেষে সুইসাইড এর পথ বেছে নেয়,এটা কি ঠিক?? রাত করে বাড়ি থেকে বের হলে একা নিজেকে
সেফ মনে করে না মেয়ে ও তার পরিবার, কিসের স্বাধীনতা এটা যেখানে ছেলেরা নিজেদের
ইচ্ছে মতো অত্যাচার করে যাবে আর তাদের শাস্তির জন্য এদিক ওদিক ছুটতে হয় মাস ও
বছরের পর বছর। ধর্ষণ হলে মেয়ে টিকে অনেক কিছু সহ্য করতে হয় তখন শুধু আমরা সোস্যাল
মিডিয়া তে পোস্ট ও মোমবাতি জ্বালিয়াই। বিয়ে লেট করে কেনও? মা হতে পারছো না কেন?
ডিভোর্স হয়েছে ইশশ এটা করো না ওটা করো না মেয়ে হয়ে এত কিছু উচিত্ নয়???কেনও এত
সমস্যা সবার ছেলে মেয়ে সমান অধিকার থাকা উচিত।
শেষে সুইসাইড এর পথ বেছে নেয়,এটা কি ঠিক?? রাত করে বাড়ি থেকে বের হলে একা নিজেকে
সেফ মনে করে না মেয়ে ও তার পরিবার, কিসের স্বাধীনতা এটা যেখানে ছেলেরা নিজেদের
ইচ্ছে মতো অত্যাচার করে যাবে আর তাদের শাস্তির জন্য এদিক ওদিক ছুটতে হয় মাস ও
বছরের পর বছর। ধর্ষণ হলে মেয়ে টিকে অনেক কিছু সহ্য করতে হয় তখন শুধু আমরা সোস্যাল
মিডিয়া তে পোস্ট ও মোমবাতি জ্বালিয়াই। বিয়ে লেট করে কেনও? মা হতে পারছো না কেন?
ডিভোর্স হয়েছে ইশশ এটা করো না ওটা করো না মেয়ে হয়ে এত কিছু উচিত্ নয়???কেনও এত
সমস্যা সবার ছেলে মেয়ে সমান অধিকার থাকা উচিত।
স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ছোটদের
তবে কিছু হলে সেখানে মেয়ে দের থেকে সবার আগে যারা ভালো তারাই কিন্তু এগিয়ে আসে
..এখানে ছেলেদের কথা বলছি,হ্যাঁ সব ছেলে যেমন ধর্ষক বা খারাপ না তেমনি বেশির ভাগই
ছেলে রাও ভালো আছে যারা জানে সঠিক মর্যাদা দিতে।
..এখানে ছেলেদের কথা বলছি,হ্যাঁ সব ছেলে যেমন ধর্ষক বা খারাপ না তেমনি বেশির ভাগই
ছেলে রাও ভালো আছে যারা জানে সঠিক মর্যাদা দিতে।
Independence Day Bengali Speech
ছেলেরা ও যে সঠিক ভাবে স্বাধীন এটা না।তাদের ও অনেক কিছু শুনতে বা করতে হয়।
স্বাধীনতা সবার ক্ষেত্রে সমান হয় নি।যেখানে এত ডিগ্রি, পড়াশোনার পড়েও বেকার হয়ে
থাকতে হয় ও কথা শুনতে হয় হাজার চেষ্টার পড়েও,চাকরি পেলেও ঘুষ দিয়ে পেয়েছো
নাকি,বাবার জব টা করছো,পরিবারের দায়িত্ব টাও তাদেরই হয় এক সময়। স্বাধীনতা
বলতে শুধু দেশ না নিজেদের চিন্তা ভাবনা বদলান ও কাজের মাধ্যমে প্রকাশ করে বুঝিয়ে
দিন। দেশভক্তির গান আর পতাকার রঙে নিজেদের রঙিন করলেই হবে না। আমাদের দেশের
স্বাধীনতার সময়ে রিয়াল লাইফ হিরো ছিল অনেক যেমন ঝাসিঁ রানি লক্ষ্মী বাঈঁ,গান্ধী
জী, নেতাজি ইত্যাদি মহান মানুষ 🙏
স্বাধীনতা সবার ক্ষেত্রে সমান হয় নি।যেখানে এত ডিগ্রি, পড়াশোনার পড়েও বেকার হয়ে
থাকতে হয় ও কথা শুনতে হয় হাজার চেষ্টার পড়েও,চাকরি পেলেও ঘুষ দিয়ে পেয়েছো
নাকি,বাবার জব টা করছো,পরিবারের দায়িত্ব টাও তাদেরই হয় এক সময়। স্বাধীনতা
বলতে শুধু দেশ না নিজেদের চিন্তা ভাবনা বদলান ও কাজের মাধ্যমে প্রকাশ করে বুঝিয়ে
দিন। দেশভক্তির গান আর পতাকার রঙে নিজেদের রঙিন করলেই হবে না। আমাদের দেশের
স্বাধীনতার সময়ে রিয়াল লাইফ হিরো ছিল অনেক যেমন ঝাসিঁ রানি লক্ষ্মী বাঈঁ,গান্ধী
জী, নেতাজি ইত্যাদি মহান মানুষ 🙏
আর্মি অফিসার, পুলিশ ইত্যাদি যারা দেশের জন্য করেন ও করছেন এখনও সচেতন হয়ে থাকে
আমরা যাতে ভালো ভাবে থাকতে পারি তাদের কে স্যালুট আর ভালো থাকার প্রার্থনা করি সব
সময়ই ।
আমরা যাতে ভালো ভাবে থাকতে পারি তাদের কে স্যালুট আর ভালো থাকার প্রার্থনা করি সব
সময়ই ।
আরো পড়ুন