রাখি বন্ধন উৎসব নিয়ে কিছু কথা – Raksha Bandhan Bengali Article 2023

Bongconnection Original Published
3 Min Read

 রাখি বন্ধন উৎসব নিয়ে কিছু কথা – Raksha Bandhan Bengali Article 2023


রাখি বন্ধন উৎসব নিয়ে কিছু কথা 2023

রোজ শেষ ট্রেনেই বাড়ি ফেরে মানসী। আজ অফিসের কাজ সেরে বেরতে যাবে এমন সময়
অফিসের কেরানী এসে ডাক দিল জরুরি তলব স্যারের ঘরে একবার যেতে হবে। কাঁধের
ব্যাগটা নামিয়ে অফিসের ঘরে ঢুকতেই হাতে তুলে দিল দুখানা ফাইল। কম্পিলট করে
তবেই আজ তার ছুটি। একদিকে ট্রেনের সময় এগিয়ে আসছে অন্যদিকে অফিসের কাজ ।
কিন্তু না বরাবরই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন মানসী কাজকেই বেছে নিল। এদিকে
বাড়িতে তার ছোট ভাই তার আনা রাখি পড়বে বলে অপেক্ষায় বসে রয়েছে। বাড়িতে ফোন
করে জানিয়ে দিল রাখি ভাই কাল পড়বে। আজ যেন ঘুমিয়ে পড়ে,অফিসের জরুরি কাজে
আটকে গেছে বাড়ি পৌঁছাতে তার দেরি হবে। ফোনটা কেটে কাজে মন দেয় সে। কিন্তু শেষ
হতে ঘড়ির কাঁটা প্রায় ন’টা পেরিয়েছে। রাতের শেষ ট্রেন যে তার মিস হয়েছে
বুঝতে পেরে ওলা বুক করবে ভাবে। কিন্তু এতটা রাস্তা ওলায় একা রাতে যেতে ভয়
করে। ফোন করে তার ভালোবাসার মানুষটিকে। কিন্তু সেই মুহূর্তে তার পক্ষেও আশা
কষ্টকর জানিয়ে দেয় সুবির। শেষে অগত্যা ওলা বুক করে। 

রাখি বন্ধন নিয়ে কিছু কথা

খালি রাস্তা ঝিরঝিরে বৃষ্টি তার মধ্যে একা মানসীর যেন ভয়ভয় করে। গাড়ির
ড্রাইভারের প্রতিটা কথাই যেন ব্যঙ্গ মনে হয়। হঠাৎ দেখে গাড়ির ড্রাইভার তার
বাড়ির দিকের রাস্তার পরিবর্তে আরো ফাঁকা একটা রাস্তা ধরে। মানসী গাড়ির এক কোন
থেকে চেঁচিয়ে রাস্তা পরিবর্তন করতে বললে সে জানায় মোবাইল লোকেসনে যে
রাস্তা  দেখাচ্ছে সেই রাস্তা ধরেই তিনি যাবেন। কিছুদূর যাবার পর গাড়িটা
হঠাৎ খারাপ হয়। মানসী আরো ভয় পায় এবং সুবিরকে লোকেশন পাঠায় ও গাড়ি থামানোর
কারন জানতে চায়। হঠাৎ বুঝতে পারে সে তার পাড়ায় ঢুকে গেছে। কিছু না বলে
বাড়ির দিকে রওনা হয়। কিছুদূর গিয়ে সে দেখে গাড়িটা তাকে ফলো করছে আর সামনে
সুবির দাঁড়িয়ে। দৌড়ে গিয়ে আশ্রয় নেয় আর দেখিয়ে দেয় ফলো করা গাড়ির
ড্রাইভারটিকে। সুবির গাড়ির দরজা খুলে ড্রাইভারের কলার চেপে ধরলে সে জানায়
অন্য দু-তিন জন ছেলে অফিসের পেছন থেকে দিদিকে ফলো করেছিল। তাই অন্য রাস্তা
দিয়ে নিয়ে এলাম যাতে ওরা আমাদের গাড়ি দেখতে না পায়। দু বছর আগে আমার বড়ো
দিদি ও রাতে অফিস থেকে ফেরার পথে এরম কিছু জানোয়ারের শিকার হয়। ওই দিদিও আমার
দিদির ই বয়সি হবে তাই….বলে কেঁদে ফেলে সে।
 সুবির দেখে একটা বাইক মানসীর বাড়ির গলিতে দাঁড়িয়ে তাদের দেখেই ঘুরে
চলে গেল। মানসী ও এতক্ষণ করা তার আচরণে লজ্জিত হল। আর তার অফিস ব্যাগে ভাইয়ের
জন্য কেনা রাখিটা পড়িয়ে দিল। 
 ব্যাগ খুলে গাড়ি ভাড়া মেটাতে যাবে চোখ পড়ল মোবাইলে অ্যাপে নাম লেখা
আস্রফ আলম। মনে মনে ভাবল মানসী রবীন্দ্রনাথ রাখি বন্ধন শুধু রক্ষার জন্য করেন
নি করেছিলেন মৈত্রী স্থাপনের জন্য। আজ সে সেটাই স্থাপন করতে পেরে খুশি হলো এবং
তাকে বিদায় জানাল।

Web Stories You Might Like

Share This Article
Leave a comment
Top 10 Places In usa That You Should Visit Once In Your Life ICC World Cup Final:This star player of India will not play the final match against Australia Top 10 Visiting Places In Ahmedabad During Icc World Cup Amazing Butter Chicken Recipe That Everyone Will Appreciate ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল গোটা নেট দুনিয়া, গর্জে উঠলেন অমিতাভ বচ্চন