Jater Name Bajjati Kobita Lyrics (জাতের নামে বজ্জাতি) Kazi Nazrul Islam

Bongconnection Original Published
3 Min Read

Jater Name Bajjati Kobita Lyrics (জাতের নামে বজ্জাতি)  Kazi Nazrul
Islam
 

Jater Name Bajjati Kobita Lyrics (জাতের নামে বজ্জাতি)  Kazi Nazrul Islam
Loading...

Jater Name Bajjati Kobita by Kazi Nazrul Islam

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) অবিভক্ত বাংলার একজন উজ্জ্বলতম নক্ষত্র । 
নজরুল সমকালীন প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় নিয়ে তার কবিতার মাধ্যমে ক্ষোভ প্রকাশ
করেছেন । 
জাতিভেদ প্রথা নিয়ে তার কালজয়ী অন্যতম লেখা হলো জাতের নামে বজ্জাতি । আপনার জন্য
রইলো সেই কবিতাটি 


Jater Name Bajjati Kobita Lyrics

জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া।
হুঁকোর জল আর ভাতের হাঁড়ি – ভাব্‌লি এতেই জাতির জান,
তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে একশ’-খান।
এখন দেখিস ভারত-জোড়া
প’চে আছিস বাসি মড়া,
মানুষ নাই আজ, আছে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহন-শীল,
তাকে কি ভাই ভাঙ্‌তে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল!
যে জাত-ধর্ম ঠুন্‌কো এত,
আজ নয় কাল ভাঙবে সে তো,
যাক্‌ না সে জাত জাহান্নামে, রইবে মানুষ, নাই পরোয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!

জাতের নামে বজ্জাতি কবিতা

দিন-কানা সব দেখতে পাস্‌নে দণ্ডে দণ্ডে পলে পলে,
কেমন করে পিষছে তোদের পিশাচ জাতের জাঁতা-কলে।
জাতের চাপে মারলি জাতি,
সূর্য ত্যাজি’ নিলি বাতি,
জাত-ভগীরথ এনেছে জল জাত-বিজাতের জুতো ধোওয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
মনু ঋষি অণুসমান বিপুল বিশ্বে যে বিধির,
বুঝ্‌লি না সেই বিধির বিধি, মনুর পায়েই নোয়াস্‌ শির।
ওরে মূর্খ ওরে জড়,
শাস্ত্র চেয়ে সত্য বড়,
চিন্‌লি নে তো চিনির বলদ, সার হ’ল তাই শাস্ত্র বওয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
সকল জাতই সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব-মায়ের বিশ্ব-ঘর,
মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্ম-পর।
সৃষ্টিকে তাঁর ঘৃণা ক’রে
স্রষ্টায় পূজিস্‌ জীবন ভ’রে,
ভস্মে ঘৃত ঢালা সে যে বাছুর মেরে গাভী দোওয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!

বলতে পারিস, বিশ্ব-পিতা ভগবানের কোন্‌ সে জাত?
কোন্‌ ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ?
নারায়ণের জাত যদি নাই,
তোদের কেন জাতের বালাই?
ছেলের মুখে থুতু দিয়ে মা’র মুখে দিস ধূপের ধোঁয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
ভগবানের ফৌজদারি-কোর্ট নাই সেখানে জাত-বিচার,
পৈতে টিকি টুপি টোপর সব সেথা ভাই একাক্কার!
জাত সে শিকেয় তোলা রবে,
কর্ম নিয়ে বিচার হবে,
বামুন চাড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে থোওয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
আচার বিচার বড় ক’রে প্রাণ-দেবতায় ক্ষুদ্র ভাবা,
এই পাপেই আজ উঠ্‌তে বস্‌তে সিঙ্গি-মামার খাচ্ছ থাবা!
নাই কো অন্ন, নাই কো বস্ত্র,
নাই কো সম্মান, নাই কো অস্ত্র,
জাত-জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া!
People also search for,
Jater Name Bojjati Kobita
Jater Name Bojjati Poem Lyrics


আরো পড়ুন



Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.