Adipurush Movie Review, VFX, IMDb, Rating (বিকৃত রামায়ণে জঘন্য আদিপুরুষ) Prabhas, Kriti

Bongconnection Original Published
5 Min Read

 Adipurush Movie Review, VFX, IMDb, Rating (বিকৃত রামায়ণে জঘন্য
আদিপুরুষ) Prabhas, Kriti 

Adipurush Movie Review

❗ 𝐑𝐀𝐌𝐀𝐘𝐀𝐍𝐀 𝐢𝐬 𝐑𝐔𝐈𝐍𝐄𝐃 ❗
প্রথমে কিছু কথা বলি। গত পরশু যখন টিকিট কাটছিলাম, আমি ভালো করে জানতাম আমি কি
দেখতে চলেছি। তবুও একজন সিনেমা লাভার হিসাবে ভেবেছিলাম যে একবার দেখেই আসি plus
অফার পেয়েছিলাম BMS এ।
এই সিনেমায় যে জিনিসটা সব থেকে খারাপ ছিল সেটা হল VFX যেটা আমরা গত বছর
সপ্তমী তেই বুঝে গিয়েছিলাম। তাই সেটা নিয়ে বারবার ভেবে লাভ নেই। একজন
Cinefreak
এর কোনোদিনই উচিত নয় একটা সিনেমা দেখার আগেই তাকে ভালো খারাপ
judge করে ফেলা। সিনেমা ভালো হলে ভালো, খারাপ হলে অবশ্যই খারাপ বলা উচিত। 
Prabhas,
Kriti Sanon,
Saif Ali Khan, Devdatta Nage, Sunny Singh, Vatsal Sheth

& others.
Director – Om Raut
IMDb Rating – 4/10
এবার রিভিউ তে আসার আগে কিছু facts বলা যাক। এই সিনেমার বক্স অফিসে work করতে
পারার বেশ কয়েকটা কারণ রয়েছে। যেমন –
১) সিনেমাটা ফ্যামিলি বাচ্চাদের নিয়ে যেতে পারবে
২) রামায়ণ কে বড় পর্দায় দেখতে মানুষ এখনও interested সেটা
advance booking দেখে স্পষ্ট।


৩) Promotional Budget কমিয়ে তার বদলে Corporate booking করে hype বাড়ানোর
চেষ্টা যেটা সব সিনেমা কম বেশি করছে এখন।
৪) হাওয়ার গতি ও সেন্টিমেন্টে সুড়সুড়ি (বেশি কিছু বললাম না এটা নিয়ে)

Adipurush Movie Review In Bengali

এবার আসছি রিভিউ তে।
রামায়ণের গল্প নিয়ে বলার কিছুই নেই। আমরা সব সময় একরকম রামায়ণই দেখে এসেছি
বা শুনে এসেছি। আমরা কোনদিন মা সীতার POV দিয়ে বলা রামায়ণ টা দেখতে
পায়নি যার নাম “SAMHITA ARNI”; বরং সেই version টা দেখানোর কথা যদি makers রা
ভাবতো একটা X FACTOR থাকতো ফিল্মে। এবার মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে থাকলে
কোনো জিনিসই ঠিকঠাক সফলতা পায়না। ঠিক সেটাই হয়েছে আদিপুরুষ-এর সাথে। 
✅ যে যে জিনিস আমার জন্য work করেছে (+ve দিক):
Music ও BGM হল এই সিনেমার জন্য backbone সেটা আমরা সবাই বুঝে গেছি। মিউজিক কে
দারুণ ভাবে পplace করা হয়েছে যার জন্যে তাও বেশ কিছু scenes দেখতে ভালো লাগে।
এটা বাদ দিলে খুব যদি খুঁজে কিছু পাওয়া যায় তবে বলব কিছু জায়গার ডায়ালগ (
Sharat Kelkar এর ভয়েসে) আর কিছু জায়গার cinematography র কাজ।
ব্যাস আর কিছু নেই।
Adipurush Movie Review, VFX, IMDb, Rating (বিকৃত রামায়ণে জঘন্য আদিপুরুষ) Prabhas, Kriti

Adipurush Movie Roasted Review

❌ যে যে জিনিস আমার জন্য work করেনি (-ve দিক):
এই সিনেমার সব কিছুই এক একটা বড়সড় নেগেটিভ দিক। 
১) VFX – VISUAL PRESENTATION একটা important জিনিস যেকোন ফিল্মের
ক্ষেত্রে ছবির সাথে audience কে জুড়ে ফেলার জন্য। এই সিনেমায় যেটা প্রচন্ডরকম
বাজে। আপনি 8D তে দেখলেও সেটা সমানভাবে বাজে। এটা নিয়ে না বলাই ভালো কারণ এটা
আমরা অনেক আগেই জেনে গেছিলাম। বিশেষ করে WAR SCENES গুলো just নেওয়া
যায়না।

২) WRITING – আমরা যদি ভাবি যে এই সিনেমা VFX এর জন্য চলবেনা সেটা ভুল।
এই সিনেমার যে বিষয়বস্তু যা সেটা আমাদের অনেকটাই কাছের। তার জন্য দরকার দারুণ
writing যেটা OM RAUT লিখতেই পারেনি।
৩) SCREENPLAY– সিনেমাটা যখন শুরু হয় তখন সিনেমাটা দেখতে ভালো লাগে।
কিন্তু তারপর থেকে সিনেমাতে যা যা শুরু হয় সেটা pathetic একেবারে। তাও 
first half decently work করলেও second half টা একেবারেই বাজে। 
৪) SCREEPLAY – পরিচালক OM RAUT চেয়েছিলেন নতুন ভাবে কিছু বলতে কিন্তু
তিনি চেয়েইছিলেন শুধু, এর বেশি কিছু করতে পারেন নি। Non Linear Storytelling
এর approach এর সাথে সিনেমাটিকে দায়িত্ব নিয়ে ঢেরিয়ে দিয়েছেন।
৫) MISCASTING – রাবণ হিসাবে Saif কে তাও যদি মেনে নি কিছু ক্ষেত্রে,
বাকি casting Just মেলেনি। একটাও যায়না। Prabhas as RAGHAVA একটুও
মানায়নি। 
৬)  CHARACTERIZATION – এক কথায় যদি বলি, পুরো খিল্লি। রাবণের মতন
এতোটা deadly character কে হাসির পাত্র করে ফেলা বা হনুমান কে দিয়ে কমেডি
করানো – এগুলো হজম করা মুশকিল। ইন্দ্রজিৎ রামকে বলছে “Nikal” বা হনুমান
ইন্দ্রজিতকে বলছে “Tere Baap Ka Jalega” এগুলো just মানা যায়না। বিভীষণ
তো আরেকটা বড় খিল্লি আর লক্ষ্মণের ডায়ালগের মধ্যে পাঞ্জাবী টান স্পষ্ট যেহেতু
Sunny Singh play করেছে।
টিকিট মোটামুটি কমের মধ্যে হলে কাছাকাছি থিয়েটারে গিয়ে তিন ঘন্টা AC র হাওয়া
খেয়ে আসতে পারেন যা গরম পড়েছে। আমি ১০০ টাকা দিয়ে দেখেছি, ৩৩ টাকা প্রতি
ঘন্টা AC র হাওয়া। worth it একদম।
আরো পড়ুন,
Tags –
Adipurush Movie,
Hindi Movie, Prabhas

Web Stories You Might Like

Share This Article
Leave a comment
Top 10 Places In usa That You Should Visit Once In Your Life ICC World Cup Final:This star player of India will not play the final match against Australia Top 10 Visiting Places In Ahmedabad During Icc World Cup Amazing Butter Chicken Recipe That Everyone Will Appreciate ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল গোটা নেট দুনিয়া, গর্জে উঠলেন অমিতাভ বচ্চন