গরমে ঘুরে বেড়ানোর সেরা জায়গা – Best Places To Visit In Summer

Bongconnection Original Published
2 Min Read

 গরমে ঘুরে বেড়ানোর সেরা জায়গা – Best Places To Visit In Summer

গরমে ঘুরে বেড়ানোর সেরা জায়গা - Best Places To Visit In Summer
Loading...

গরমে বেড়ানোর জায়গা


গ্রামের এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে চলুন ঘুরে আসি পাহাড় থেকে। আর পাহাড় বলতেই
সবার মনে যে জায়গা আসে সেটি হলো
North Bengal
এ পাহাড়ের রানী Darjeeling এর কথা। 
বাঙালির ছোট বেলার প্রথম প্রেম দার্জিলিং তাকে বাদও দেওয়া যায় না আবার এত ভিড়ে
তাকে কাছেও পাওয়া যায় না। তাই আমরা খানিকটা দার্জিলিং এর ওপর অভিমান করে অফবিট
খুঁজি। কিন্তু ওই যে ছোটবেলার প্রথম প্রেমের টান- অফবিটও খুঁজি সেই
দার্জিলিংয়ের পাশেই। সাথে একটি ম্যাল, কেভেন্টার্স থাকবে আবার নির্জনতা,পাখির
ডাক, দূরের পাহাড়ের আলো, হোমস্টে এর ঘরোয়া পরিবেশ, ভিড় ছাড়া কাঞ্চনজঙ্ঘাও
থাকবে। আমার কিছু ঘুরে আসা এমন ঠিকানা নিয়ে আজকের পোস্ট। 

গরমে বেড়ানোর জায়গা

শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে ঘুমে পৌঁছে ঘুম থেকে শেয়ার গাড়িতে চলে যেতে পারেন
লেপচাজগৎ, তিনচুলে, লামাহাটা।
গরমে ঘুরে বেড়ানোর সেরা জায়গা - Best Places To Visit In Summer

পশ্চিমবঙ্গের ঘোরার জায়গা

*লেপচা জগতে আমি সলাখায় থেকেছিলাম।অভিজ্ঞতা ভালো। 
লামাহাটায় আমি থাকিনি।
তিনচুলেতে অভিরাজ, রাই ভালো হোমস্টে।
*শিলিগুড়ি থেকে সুখিয়াপোখড়ি হয়ে সেখান থেকে পেয়ে যাবেন পোখরিয়াবং এর
গাড়ি।  এছাড়া ঘুম থেকে শেয়ার বা শিলিগুড়ি থেকেও অনেক সময় শেয়ার পেতে
পারেন।পোখরিয়াবঙ্ এ সাকনন হোমস্টেতে থেকেছি, অভিজ্ঞতা ভালো।

গরমে ঘুরে বেড়ানোর সেরা জায়গা - Best Places To Visit In Summer

দার্জিলিং ভ্রমণ

*শিলিগুড়ি থেকে দার্জিলিং ও দার্জিলিং থেকে শেয়ার পেয়ে যাবেন কিজম এর। কিজম এর
প্রথমেস হোমস্টে নিয়ে পোস্টও আছে এই গ্রুপে।
এছাড়া যেতে পারেন বিজনবাড়ি। দার্জিলিং থেকে বিজনবাড়ি শেয়ার পাওয়া যায়।
পোখরিয়াবং থেকে মিরিক হয়ে নামার সময় পাবেন তাবাকোশি। আলাদা করে যেতে চাইলেও
যেতে পারেন।
জায়গার নাম সহ তথ্য দিলাম।

Also read,

Tags –
Travel,
Darjeeling
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.