শুভ নববর্ষ কবিতা 2023 – Subho Noboborsho Kobita 1430 – Bengali Poem
Loading...
Loading...
শুভ নববর্ষ কবিতা 1430
বাঙালির বারো মাসে তেরো পার্বন । আর এই তেরো পার্বনের শুরু হয়
পহেলা বৈশাখ বা নববর্ষের মাধ্যমে । নতুন বছর মানেই বাঙালির হালখাতা, মিষ্টি মুখ আর সেই সাথে
নতুন পোশাক । কিন্তু যেকোন উৎসবেই কবিতাপ্রেমী বাঙালির কবিতা চাই ই চাই । তাই
আপনার জন্য রইলো নতুন বছর অর্থাৎ শুভ নববর্ষের বেশ কিছু কবিতা ।
পহেলা বৈশাখ বা নববর্ষের মাধ্যমে । নতুন বছর মানেই বাঙালির হালখাতা, মিষ্টি মুখ আর সেই সাথে
নতুন পোশাক । কিন্তু যেকোন উৎসবেই কবিতাপ্রেমী বাঙালির কবিতা চাই ই চাই । তাই
আপনার জন্য রইলো নতুন বছর অর্থাৎ শুভ নববর্ষের বেশ কিছু কবিতা ।
নতুন বছরের শুভেচ্ছা কবিতা
পয়লা বৈশাখ
– মিতা দাস বিশ্বাস
শুভ পয়লা বৈশাখ বন্ধু,
আমার শুভেচ্ছা সহকারে ভালোবাসা নাও,
তোমার আজকের উৎসবের খবর জানানো।
আরে বন্ধু আমি আজ ভীষন খুশি জানোতো,
বহু বছর আগের দেখা পয়লা বৈশাখ
আবার বাঙালির জীবনে ফিরে এসেছে
এটা তুমি মানো তো ?
সে আবার কি কথা ভাই আগের বছর কি,
পয়লা বৈশাখের উদযাপন হয় নাই?
আরে উন্নতির শিখরে উঠে আমরা যে বাঙ্গালি,
তাই তো আমাদের পরিবার ভুলে গিয়েছিলাম হায়।
এখন নববর্ষ মানে চৈত্র সেলে কেনাকাটা,
সপিং মলগুলোতে কেনাকাটার ভীরভাট্টা।
ওরা তো রদ্দি মাল বেচে দোকানগুলো সাফা করে,
ওগুলোই আমাদের পরিবার ঘরে এনে জমা করে।
আগে পুজোয় মোদের গুনে গেথে নতুন পোষাক হত দু- একটা,
এখন পয়লা বৈশাখের তরে বাঙালিরা ঐ সেলের
পোষাকই কেনে চার পাঁচটা।
হ্যাঁ ভীষন সত্যি বলেছ ভাই
পয়লা বৈশাখের নামে এখন মোদের প্রচুর গচ্ছা যাই।
নতুন বছরের নতুন দিনে
বাঙালি এখন খাবারটা খাই হোটেলে কিনে।
এখন পয়লা বৈশাখে ঘরে হবে রান্না?
গিন্নি বলে আরে এ আবার কি যন্ত্রণা।
কোনো একটা বড়ো হোটেল সবাই যাব
হৈ হৈ করে বাঙালি খাবারই খাব ।
দুপুরের খাওয়া শেষে ঘরে এসেই সাজগোজের ধুম লাগে,
বিকেলে হালখাতা করতে কোন্ দোকানে যাবে আগে।
নববর্ষের পুর্ব স্মৃতি সব হয়েছিল ফিকে,
যা মনের এক কোনে কোনোরকমে ছিল টিকে।
এবছর কিন্তু হিসেবের ওলটপালট ভাই,
বাঙালি এবছর ফিরে এসেছে নিজের জায়গায়।
মহামারি রোগের প্রকোপে আর সরকারের নিয়মের চাপে,
বাঙালি আবার ফিরেছে নিজের স্বরুপে।
প্রকৃতি, নদী,বাতাস সব নতুন এই বছর,
যা মানুষের উন্নয়নের ঠেলায় হয়ে গিয়েছিল ধুষর।
নতুন এক পরিছন্ন সকাল আজ দেখলো বাঙালি,
যা বহু বছর এভাবে চোখেই পরেনি।
গাছেরা সেজেছে , আকাশটা আবার নীল হয়েছে,
সব পলিউশন ধুয়ে মুছে সাফ করে হয়ে গেছে।
মানুষের ভিড় নেই,নেই গাড়ি আজ রাস্তায়,
আকাশ বাতাস আজ যেন প্রানভরে শ্বাস নেয়।
কতো পাখীর ডাক আজ ভোরের শুভেচ্ছা জানাল,
উন্নয়নের ঠেলায় যা হারিয়ে যেতে বসেছিল।
মন্দিরে আজ মানুষের কোনো ভীড় নেই,
যে যার মতো নতুন বছরের পুজো করছে আপন ঘরেতে।
সবার ঘর জুরে আবার আজ সেই আগের মতো আল্পনা,
যা প্রযুক্তির ভীরে হয়ে গিয়েছিল কল্পনা।
আহা বন্ধু দেখ ঘরে ঘরে আজ কতো রান্নার বাহার,
নববর্ষ বলে মেয়েরা রাধছেন আবার ।
লকডাউনের জেরে স্বামী স্ত্রী বন্ধু হয়েছে
কাজের চাপ নেই তাই একে অপরের হাত ধরেছে।
বহু বছর বাদে দেখলাম আমি বাঙালীর নববর্ষ,
খারাপের মধ্যেও ভালো থাকে, থাকে ভালোবাসার স্পর্শ।
ভোরে আজ আমার মা পাঠ করেছিলেন গীতা,
আজকের ছেলে মেয়ে চুপকরে শুনছিল তা।
হারিয়ে যাওয়া সংস্কৃতি হারিয়ে যাওয়া পুরোনো স্মৃতি,
যা আজ ফিরে পেয়ে আজ নববর্ষের আনন্দে মাতি।
নববর্ষের শুভেচ্ছা আবার সকলকে জানাই
আতঙ্কের মাঝেও এই নববর্ষের স্মৃতি
থেকে যাবে সব বাঙালির মনিকোঠায়।।
******************************************
নতুন বছরের কবিতা
শুভ নববর্ষ
– নবনীতা মণ্ডল
চারিদিকে আজ আতশবাজি
আলোর রোশনাই ।
কারো কারো অস্তিত্বের জন্য সংগ্রাম
বাঁচার এক লড়াই ।
অনেক চাওয়া অনেক পাওয়া
হিসেব নিকেশ বহু ।
ভাবতে গেলেই দেখবে
তোমায় ঘিরেছে চক্রব্যূহ ।
তার চেয়ে বাবা এই ঢের ভালো
মেকি অভিনয়ের শেষ ।
দিনের শেষে আয়নায় যেন
জিতে যাওয়ার রেশ ।
মনগুলো সব অলিগলি
মাপতে শিখে গেছে ।
দিনগুলো সব রাতের কান্না
দিব্বি ভুলিয়ে দিয়েছে ।
এমনি করেই বছর কাটুক
আলো আঁধার নিয়ে ।
প্রতি বছরই রাধিকারা পুড়ুক
শ্যামের পথ চেয়ে ।
সময় এগিয়ে যাবেই তাকে
বাঁধবে না কোনো ডোর ।
উল্টো স্রোতে বইবেই না সে
এমনি গায়ের জোর ।
তবুও কখনো মলম হয়ে
দেবে বেদন ভুলিয়ে ।
বছর আসবে বছর যাবে
নতুন ছন্দ নিয়ে ।
Subho Noboborsho Bengali Poem
শুভ নববর্ষ
– জয়ন্ত চক্রবর্তী
‘ও মা গো, এ কি দেখলাম’
দরজার গায়ে ঝুলছে এখনও
বাংলায় লেখা নাম !
‘পয়লা বৈশাখ’ আছে ?
নিশ্চয় আছে
সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আছে
বর্ষবরণের অনুষ্ঠান আছে
কপালের ঘাম ফুটকি মুছে
‘রবি’ র আলখাল্লায় বাংলায় জয়গান আছে
একডালিয়া…দো ডালিয়া… তিন.. আছে
হালখাতার তিথি আছে
চিংড়ি ইলিশ পাবদায় বাংলা ভোজন আছে
চৈত্র সেলে কেনা জামাকাপড়ের পাট ভাঙার গন্ধ আছে
মুঠোফোনে ‘ শুভা নাভাভার্সা ‘ পাঠানো এস এম এস আছে
তারপর, রাতে চব্বিশ ডিগ্রিতে সুখনিদ্রা আছে।
আর বাঙালিয়ানা ?
ওটাও আছে
মাথা হেঁট করে ধুঁকতে ধুঁকতে এখনও স্মৃতিতে আছে
পুরোনো কিছু মানুষের কৃতিতে আছে
নোবেলে আছে, নভেলে আছে
বর্ন পরিচয়, সহজ পাঠ বইতে আছে
আলপনায় আছে,জল্পনায় আছে,কল্পনায় আছে
ফুলশয্যার বেনারসিতে আছে, দ্বিগজ চাহনি তে আছে
পঞ্জিকা তে আছে পাঁচালি তে আছে অঞ্জলি তে আছে
মোটকথা, খাড়া বড়ি থোড় এ আছে ।
থেকে যাবে তদ্দিন
যদ্দিন না কর্পোরেশনের গাড়ি এসে
তুলে নিয়ে যাচ্ছে ভাগাড়ে
আর ছন্দ মেলাবার ঐশ্বরিক প্রতিভায় বাঙালি বলবে
––আহারে !!
ঈশ্বরের দাঁড়ি পাল্লা অনবদ্য
‘কারো পৌষ মাস তো কারো সর্বনাশ’
বাংলায় ইংরিজি গুললে কথ্য, উর্দু মিললে পদ্য
ফুলছে ফাঁপছে ‘হ্যাপি নিউইয়ার্স’
বাংলা নববর্ষে –– থ্রি চিয়ার্স !
অনেক হলো
‘বাংলা নববর্ষ’ এখন তোমার বয়স কত ?
চোদ্দশো পঁচিশ পেরিয়ে ছাব্বিশে পা
তাহলে আর কি, তক্তপোশে লাফা
ও–‘শিট ‘ !
‘অনেক হলো’ অর্থ — মানে মানে সরে পড়ো
‘শিট‘ অর্থ ‘বিষ্ঠা ’
অঙ্কের মাস্টারমশাইয়ের ফাজলামি জ্ঞান
আর সত্য বলার চেষ্টা !
Subho Noboborsho Kobita
আরো পড়ুন,
নববর্ষ
– দীপক
=====
পুরোনো স্মৃতি ভুলে
গিয়ে এলাম নতুন সাজে
বারোটি মাস কাটিয়ে দিলাম
তোমার কথা ভেবে
নতুন বছরের এলাম
আবার
যত্ন করে রেখো
আগে কথা ডুলে গিয়ে
নতুন করে ভাবো
বছর শেষে মনে পরে
শুভ নববর্ষতে,
স্বপ্নগুলো সত্যি হবে
আমার কথা ভেবে
ভালো মন্দ নিয়ে আমি সবার কাছে থাকি,
কেউ করে গাল মন্দ
কেউবা আবার ভালোবাসে ,
এবার আমি তোমার কাছে
ভালোবাসাপাবো বলে
আবার
ফিরে আসি।।
””””””””””””””””””‘”””””
“”শুভ নববর্ষ শুভেচ্ছা রইলো সকলের জন্য””””
১লা বৈশাখের কবিতা
বৈশাখী শুভেচ্ছা
– অনুপ সরকার
বৈশাখ মানে নূতন বছর
স্কুলে নূতন ক্লাসে নূতন বইয়ের গন্ধ ,
বৈশাখ মানে মামার বাড়ির আদর আর আনন্দ
হেঁটে পার হওয়া শুকিয়ে যাওয়া নদী
বৈশাখ মানে দুপুর বেলার নির্ঘুম দুটি চোখ ,
মায়ের নজর এড়িয়ে আম বাগানে ঘোরা
কাঁচা আমের সাথে কিছুটা লবন আর লাল মরিচের গুঁড়া।
পয়লা বৈশাখে মিষ্টিমুখ আর হালখাতা করা
বৈশাখ মানে হিসাবের নূতন খাতার প্রথম পাতা
চৈত্র সেল আর ক্যালেন্ডারের শেষ,
বৈশাখ মানে রবীন্দ্রনাথ আর প্রেমের কবিতা
বসন্তপ্রেমে কিশোর মনে যৌবনের প্রবেশ।
বৈশাখ মানে বাঙালির তেরো পার্বনের শুরু
বৈশাখী মেলা , পবিত্র রমজানের চাঁদ,
রোজা আর দিনের শেষে ইফতেয়ার
রান্না ঘরে পাকা আম কাঁঠালের গন্ধ আর মাঠে পাকা ধান ,
বাংলার হস্তশিল্পের মেলায় বাউলের গান।
নববর্ষ হারিয়ে গেছে নিউ ইয়ারের উল্লাসে
পাশ্চাত্যের অক্ষরে গুলিয়ে গেছে শুভ নববর্ষ,
শৈশব চুরি করেছে ইন্টারনেটের অনলাইন খেলা গুলো,
তবুও বাংলা অপেক্ষা করে তোমার জন্য,
বাংলার আকাশ বাংলার বাতাস গায় গান,
এসো হে বৈশাখ, এসো হে ।
ছোট বড়ো সকলকে করি আমন্ত্রণ
সকলকে জানাই বৈশাখী শুভেচ্ছা,
ভুলে গিয়ে পুরাতন কষ্ট যত নূতন বছর শুরু হোক
প্রার্থনা করি জীবন সুন্দর হোক নূতন আশায়
ভরে যাক পৃথিবীটা প্রেম আর ভালোবাসায়,
প্রকৃতি আবার সাজুক নিজের মতো করে
সকলের জীবন হোক মধুময়।