90+ Best Bangla Koster SMS, Status 2023 – Bangla Sad SMS 2023 – কষ্টের এসএমএস

Bongconnection Original Published
11 Min Read


90+ Best Bangla Koster SMS, Status – Bangla Sad SMS 2023 – কষ্টের
এসএমএস

90+ Best Bangla Koster SMS, Status - Bangla Sad SMS 2023 - কষ্টের এসএমএস
Loading...

Koster SMS Bangla 2023

প্রতিটা মানুষের জীবনে কোন না কোন দুঃখ থাকে। থাকে অনেক রকমের যন্ত্রনা ।
ভালোবাসার মানুষকে কিংবা প্রিয় জনকে হারানোর যন্ত্রনা হয়তো তার মধ্যে সবথেকে বেশি
কষ্টের । এই জন্যই হয়তো এত কষ্ট, যন্ত্রনা সবার মাঝে।
সে যাই হোক, অনেক সময় ই আমরা নিজেদের যন্ত্রণাকে শব্দের আকারে বোঝাতে চাই । ইচ্ছে
করে Status post করতে কিংবা SMS করতে।  কিন্তু Social Media
এই যুগে ভালো স্ট্যাটাস কিংবা মেসেজ খুঁজে পাওয়াটা খুব দুস্কর । তাই আপনার জন্য
আমরা নিয়ে এসেছি সেরা কিছু লেখা যা আপনি অনায়াসে আপনার
Facebook Status,
Whats app status
এ দিতে পারেন । অথবা 


Koster Status Bangla

তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি. সে কথা বোকার মত বিশ্বাস করে
ছিলাম আমি… আজ পৃথিবী ঠিক ই আছে কিন্তু বদলে গেছ তুমি |
90+ Best Bangla Koster SMS, Status - Bangla Sad SMS 2022
ভালবাসলেও তোমাকে বলবো না, জানি বললেও তুমি শুনবেনা, শুনলেও তোমার কিছুই আসে যায়
না। কারণ আমি আজ নিঃস্ব, বড়ই নিঃস্ব। ?
চলেও গেলে দূরে, মাঝখানে এলোমেলো করে দিয়ে , আমার সাজানো পৃথিবীটাকে,…..
চলেই যদি যাবে তুমি, তবে কেন এসেছিলে আমার এই সাজানো জীবনে,? ভালই তো ছিলাম একা
আমার এই জীবনে একাই পথ চলতে শিখেছিলাম, এখন আমি শুধু একা………… 

Koster SMS Bangla 2023

আমিতো এখনো তোমায় ভালোবাসি, আমি সুখে নেই, তাতে কি? তোমার সুখেইতো আমি সুখী,
অভিমানী বুঝলেনা তুমি, তাইতো চলে গেলাম দূরে, তোমাকে ভালো রাখতে গিয়ে, তুমি
হারিয়ে গেছো তাতে কি?
90+ Best Bangla Koster SMS, Status - Bangla Sad SMS 2022 - কষ্টের এসএমএস


আবেগি কষ্টের স্ট্যাটাস

রেখে গেলে নখের আচড় বুকের আশপাশে, রেখে যাওয়া অনেক কথা মনে জমা আছে, রেখে গেলে
আদর বেলায় কাচের চুড়ি, রেখে যাওয়া আগুনে আজ একাই আমি পুড়ি, আমার সাথে ঘুমিয়ে
থাকার করে দিয়ে ইতি, যাবার সময় রেখে গেলে অনেক গুলো স্মৃতি ।
আরো পড়ুন, 20+ Best Bangla Sad SMS 
আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস… আমায় নিয়ে কখনো করোনা উপহাস… আমার জীবনটা হল,
একটা দুঃখের ইতিহাস, এটাই আমার ভাগ্যের, নির্মম পরিহাস।
90+ Best Bangla Koster SMS, Status - Bangla Sad SMS 2022 - কষ্টের এসএমএস

অচেনা পাখি হয়ে বেধেছিলে বাসা, নিয়ে গেল মন তুমি ভেঙ্গে দিলে আশা। কার আকাশে এখন
তুমি মিষ্টি গান গাও, মন ভেঙ্গে তুমি কি সুখ পাও? সুখে থাকো দুঃখে থাকো, খবর তো
আর রাখ না।

দুঃখের স্ট্যাটাস

মেঘ তুই বৃষ্টি হয়ে এলি। আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেলি। হয়ত কালকে সবার মত
তুইও ছেড়ে যাবি, মনে রাখিস হাত বাড়ালেই আমায় খুঁজে পাবি।।
আরো পড়ুন, 250+ BEST BANGLA SAD SMS 
চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি
পূর্ণিমা চাঁদকে, আমার ঘরে আলো কখনো আসেনি!!
জীবনের রাস্তায় একা, একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়। কিন্তু কারো হাত ধরে অনেক টা
পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা, একা ফিরে আসা খুবই কঠিন।

কষ্টের এসএমএস পিকচার

90+ Best Bangla Koster SMS, Status - Bangla Sad SMS 2022 - কষ্টের এসএমএস
জীবনের রাস্তায় একা, একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়। কিন্তু কারো হাত ধরে অনেক টা
পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা, একা ফিরে আসা খুবই কঠিন।
স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে, স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারন……
স্মৃতি মানুষ কে কষ্ট দেয়, মানুষ কে কাঁদায়। কিন্তু….. স্বপ্ন মানুষ কে নতুন
কিছুর আশায় রাখে.

Koster Status Facebook

কিছু ভুল মানুষকে, অনেক কিছু শিখিয়ে দেয়। কিছু কষ্ট মানুষকে, পাথর করে দেয়।
কিছু অভিমান মানুষকে, অনেক পর করে দেয়।
আরো পড়ুন, 30+Best Bengali SMS Collection
যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষ টিকে মনে রাখতে পারে, সে সত্যিকার
অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না ।
90+ Best Bangla Koster SMS, Status - Bangla Sad SMS 2022 - কষ্টের এসএমএস
হাসি সব সময় আনন্দের অনুভুতি বুঝায় না । এটা মাঝে, মাঝে এটাও বোঝায়, আপনি কতটা
কষ্ট লুকাতে পারেন ।
আমার নিভে যাওয়া প্রদীপ তুমি পারবে কি জ্বালাতে,! আমার ভুলে যাওয়া স্বপ্ন পারবে
কি দেখাতে,!
আমার হৃদয়ের গোপন কথা তুমি পারবে কি শুনতে,! ভেঙ্গে যাওয়া জীবন আমার তুমি পারবে
কি গড়তে,!

ছেলেদের কষ্টের মেসেজ

আমার হৃদয়ের গোপন কথা তুমি পারবে কি শুনতে,! ভেঙ্গে যাওয়া জীবন আমার তুমি পারবে
কি গড়তে,!
প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও, তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে ! এটাই হয়তো
পৃথীবির নিয়ম..!
মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো, হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো. স্বপ্ন
গুলো দিলাম তাতে আরও দিলাম আশা মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা


যাকে ভালবাসো তাকে কখনোও বুঝতে দিওনা, তাকে তুমি খুব বেশি ভালবাসো। যদি সে বুঝতে
পারে, তুমি তাকে অনেক বেশি ভালবাসো, তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে। কারন
মানুষ অনেক বেশি কিছু পেলে তার মর্যাদা দিতে জানে না।!
সৃষ্টি হবে অন্যরকম গল্প আজ, আলোর নিচে সাজাবো আমি, অন্ধকারের সাজ দেখে আবার
আসেনা যেনো, তোমার চোখের পানি। হটাৎ করে দেখবে তুমি, হারিয়ে গেছি আমি।


Koster Status Bangla Pic

90+ Best Bangla Koster SMS, Status - Bangla Sad SMS 2022 - কষ্টের এসএমএস
অচেনা_মানুষের_হাসি দিনের সূর্য অস্তমিত হয়ে উদিত হয় রাতের চাঁদের যার আলো থাকলেও
এর বিন্দু পরিমাণ আলোকপাত নেই রাতের কোন এক প্রহরীর উপর । হয়তো সে মনের মধ্যে
রাতের নিঃশব্দতার রেখাপাত ঘটিয়ে নিরীহ অন্ধকারের মধ্যমনি হয়ে আছে । আলোর কোলাহল
ছেরে সে আঁকড়ে ধরেছে নিমজ্জিত হওয়া কোন এক মুহুরতকে যা তাকে দুরে রেখেছে সেই
সুপ্রসন্ন কোলাহল থেকে.. কখনো_কি_বাসবে_না_ভালো
তোমার সুখের জন্য.. যদি তোমাকে ভুলে যেতে হয়, তাহলে আমি ভুলে যেতে রাজি আছি ।
ভুলতে হয়তো কোনদিনও পারবো না তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো.

বাংলা রোমান্টিক কষ্টের SMS

অন্ধ ভালবাসার গন্ধ বেশি নকল ভালবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগারাগি নকল
প্রেমে হাসাহাসি বুঝবে যেদিন খুজবে তাকে অবহেলা হারালে যাকে
ভালবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দুরে যাবে, যাবে ততই কাছে টানবে, যত ভুলে
যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে ।
বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল উপহার পেতাম না, যত জল পেয়েছি তোমাকে
ভালোবেসে। বুঝতে পারিনি, এত বেশি মেঘ ছিল তোমার আকাশে।
হয়তো তুমি ও বাসবে ভালো, কিন্ত আমি থাকবো না শান্ত হয়ে ঘুমিয়ে যাবো, আর কোনদিন
জাগবো না ভালোবাসার অজুহাতে, তোমায় কাছে ডাকবো না
আর কোনোদিন তোমার পথে, দাঁডিয়ে আমি থাকবো না। বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমার
হাতটা ধোরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত তোমার হাতটি ধরে হাটতে চাই I am lonely .
তুমি আমাকে চলে যেতে বলেছিলে, তাই সবকিছু শেষ করেই চলে যাচ্ছি । পিছু ডেকে কষ্ট
পেয়ো না ভুল ভেবে ভুলে যেয়ো । অভিমানে পিছু ডাকোনি বাধা হয়ে সামনে দাড়াও নি এই
ভেবে অাবার কখোনোও কষ্ট পেয়ো না । আমি না হয় নিজেকে মানিয়ে নেবো কারণ কাউকে না
কাউকে কখনো কখনো এভাবেই চলে যেতে হয় ।
বেদনা মধুর হয়ে যায়, যদি তুমি দাও.। মুখের কথাই হয় যে গান, যদি তুমি গাও.!
তুমি ভেঙ্গেছ এ হৃদয়, সেই আশাতেই আজো এই এ বুকে দুঃখ চেপে রই।.. কতো আপন তুমি
ছিলে, কেন আমাকে এ ভাবে কাদালে। জানি না কি অভিমানে,,,, চলে গেলে আমার এ হৃদয়
ভেঙ্গে।
জীবনের শুরুতে কষ্টের সূচনা,হাজারো ব্যাথা নিয়ে আমার রচনা,যন্ত্রনার অন্ধ ঘরে
নির্মম এক পরিহাস.চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস
অতিথি পাখি হয়ে কারো জীবনে যেওনা হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে॥ কিন্তু তুমি যখন
চলে যাবে আপন ঠিকানায়. সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়।
তুমি একদিন আমার মত কষ্ট পাবে তুমিও আমার মত চোখের জল ফেলবে আর তুমি আমার কথা
ভাববে কবে জানো? যে দিন তুমি আমার মত সত্যি ভালোবাসবে.

Koster SMS Status

মিছে আশা করে লাভ কি. ? সত্যি এটাই যে তুমি কখনো আমার ছিলে না আর কখনো হবেও না.।
ভাবনায় এসে দূর থেকে চলে যাও আমাকে কাঁদিয়ে..। আমার কি অপরাধ ছিল..? জানু
তোমাকে ভালবাসাটাই কি আমার অপরাধ ছিল..? যদি তাই হয়, তবে ক্ষমা করে দিও 
আমি আজও ভালোবাসি তোমায় । আর সারাজীবন এভাবেই ভালোবাসবো ! জানি না আজ আমার কি
হয়েছে, শূন্য মনের গহীন অতলে- এক ঝড় উঠেছে !ভিষন ভাবে – তোমাকে মনে পড়ছে জানু,


কষ্টের এসএমএস 2023

আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম, কেন যানো?
তুমার দেওয়া স্মৃতি এত যন্রনা দেয় আমাকে যা সহিবার মত শক্তিআমার মাঝে নেই।
কিছু কথা ভাবতে, ভাবতে চোখে এল জল,জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল?জল বললো
চোখটি তোমার সুখের নীড়, কি করে সইবো বলো এত দুঃখের ভীড়।
কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন.. মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে
যাবো যখন.. । ডাকবে কি তখন ?? তোমার ডাকে সাড়া দিবনা যখন..।
সবার জীবনেই তো প্রেম আসে। কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে জীবন
কাটিয়ে দেয়। আবার কেউ, কেউ বাস্তব জীবনেই ভালোবাসার মানুষটির উপস্থিতি উপভোগ করার
সৌভাগ্য অর্জন করে…
জানিনা এই সরল মনে কার জায়গা হবে. শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব. সারা জীবন
তাকেই ভালবাসবো !
আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে।কত চেনা মানুষ ,
অচেনা হয়ে গেছে হয়তো কোন এক দিন , আমিও অচেনা হয়ে যাবো এই পৃথিবী থেকে ! মিছে
আশা করে লাভ কি? সত্যি এটাই যে তুমি কখনো আমার ছিলে না আর কখনো হবেও না।
কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না । জীবন তো বহমান নদী থেমে থাকেনা, অনেক
কিছু আশা থাকলেও পাওয়া হয়না| আশা গুলো পরে থাকে শুধুই সৃতি হয়, জীবনের অনেক কিছু
যায় হাড়িয়ে|
আমি আগ্নেয় গিরির মতো জ্বলে উঠতে পারি, গলেও যেতে পারি মমের মতো।নির্বিঘ্নে আমি
হাসতে পারি, থাকে যদি বুকে হাজারও ক্ষত। আমি হতেও পারি কারো মনের মানুষ, হতেও
পারি কারো প্রিয়জন। আমি পারি যতটা নির্মম হতে, হতে পারি ঠিক ততটাই দরদী।
আমি সারাটা জীবন তোমাকে, আগলে রাখতে পারি এ বুকে, নির্মম হয়ে তেমনি করে, ভুলেও
যেতে পারি তোমাকে। আমি আছি শেষের পথে আর তুমি সূচনায়, শেষের পথে দাঁড়িয়ে
ভালোবাসি আমি শুধুই তোমায়।

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.