Eid Mubarak Wishes, Shayari, SMS In Bengali 2024 – ঈদ মোবারক শুভেচ্ছাবার্তা, মেসেজ, শায়েরী

sudiproy877
6 Min Read

Eid Mubarak SMS, Wishes In Bengali 2024

খুশির ঈদ চলে এসেছে । রমজানের শেষে ঈদের আনন্দে আজ মেতে উঠেছে সকলেই । আপনার ও আপনার প্রিয়জনদের জন্য রইলো ঈদের সেরা কিছু শুভেচ্ছাবার্তা ….
আমি মন থেকে কামনা করছি ,
যে আমার সব বন্ধুরা যেন ,
এই ঈদ টা সত্যিই ,
খুব ভালো ভাবে কাটায় ,
কিন্তু বন্ধুরা আমাকে ,
যেন ভুলে যেও না ,
ঈদ মোবারক !!

Eid Bengali Text

খুশির এই দিন, খুশির এই আলো,
কাটুক তোমার ভালো ,
নতুন কিছু কথা ,
নতুন কিছু আশা ,
নতুন করে এই ঈদে
ভালো মতো ঘুরো।
ঈদ মোবারক !! বন্ধু
 
 
EID er meaning ..
E= Extra
I= interesting
D = Day
ঈদ মোবারক !!

Eid Bengali Shayari 2024

নিশি যখন ভোর হবে।
সুখ তারা নিভে যাবে,
আসবে একটা নতুন দিন,
দুঃখ কষ্ট গুলো যাও ভুলে,
হাসি আনন্দ নিও তুলে,
ঈদ মোবারক সবাইকে !!
ঈদ এলো, বৃষ্টি এলো,
খুশির দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,
বৃষ্টি হলো অপরুপ,
তুমি আমার আপনজন,
তাই তোমায় জানাই নিমন্ত্রন ।
— ঈদ মোবারাক — !!

ঈদ মোবারক ছবি

Eid Mubarak Wishes, Shayari, SMS In Bengali 2024 - ঈদ মোবারক শুভেচ্ছাবার্তা, মেসেজ, শায়েরী
Loading...
ঈদে যদি কর দাওয়াত !
ভুলে যাব শত আঘাত !
সাত সমুদ্র দেবো পাড়ি !
হোক না আমার যতই দেরি !
তবু যাবো তোমার বাড়ি !!
ঈদ মুবারক !!
নতুন পোশাক পরে নিও!
বেশি করে ঈদ নিও.
সেমাই খেও পেট ভরে,
গুড়ো ফের মন ভরে.
ঈদ মোবারাক বলো,
সবাইকে প্রান খুলে !
ঈদ মোবারক !!
শুনে যাও ভোরের পাখি ,
একটা কথা বলে রাখি ,
আছে ১টা বন্ধু আমার ,
মনে পরে সকাল বিকাল ,
তাকে জানাই ঈদ মোবারক !!

ঈদ মোবারক স্ট্যাটাস

আলোর ঝিলিক  রাতের আকাশে
শিউলি ফুলের গন্ধ,
ঈদ আসছে খুশির বার্তা নিয়ে
দরজা কেন বন্ধ.
ঈদ এলো তাই আবার
নতুন জামা কিনে রাখি,
ঈদ আসতে মাত্র
আর ১দিন বাকি ।
মিস্টি হাসি, দুষ্টু চোখ।
তোমার স্বপ্ন বন্ধু সত্যি হোক।
ঈদ মোবারক !! ২০২৪
 টিং টাং
 OPEN THE DOOR
কে ‍তুুমি !
আমি এস এম এস !
কি চাও !
একটা কথা বলবো !
বলো !!!!!!!
ঈদ মোবারক !!

Eid Bengali Message

কিছু তারা মিটিমিটি জ্বলছে,
কিছু স্বপ্ন ভেসে চলছে,
১ টা চাঁদ আলো ছরাচ্ছে,
১ টা রাত নিরব হয়ে গেছে ,
আর ১টা বন্ধু তোমাকে মনে করছে ।
আর মন খুলে তোমাকে বলছে
ঈদ মোবারক !!
এই ঈদ নবরূপ রাঙিয়ে দিক
তোমার প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক ,
আগামীর দিনগুলো ।
ঈদ মোবারক !!
ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিষন্নতা আর দুঃখ.
হারিয়ে যাক হৃদয় আজ হাসির বৃন্দাবনে
সাজিয়ে দেব তোমায় বন্ধু
ঈদের গরুর মতন করে..
ঈদ মোবারক !
মুছে যাক সকল কলুষতা,
শান্তির বার্তা নিল খামে পাঠালাম,
সুদিনের সুবাতাস তোমায় দিলাম।।
ঈদ মোবারক !!২০২৪

ঈদ মোবারক শুভেচ্ছা স্ট্যাটাস

খুশিতে মন জুড়ে গেল ।
হিংসা রাগ সব চলে গেল ।
কারণ ঈদ যে চলে এল ।
তাই বন্ধু সবার আগো ।
তোমায় জানাই শুধু
ঈদ মোবারক !!
Eid Mubarak Wishes, Shayari, SMS In Bengali 2024 - ঈদ মোবারক শুভেচ্ছাবার্তা, মেসেজ, শায়েরী
দিনে গরম রাতে শীত,
সামনে আসছে কুরবানি ঈদ !
সাদা রুটি গোস্তের ঝোল,
খেতে বন্ধু রা করোনা ভুল !
ঈদে থাকব সবাই হাসি খুশি,
দোস্ত তোমাকে চাই পাশাপাশি !
ঈদ মোবারক ২০২৪ !!
যে দিন দেখবো ঈদ এর চাঁদ ,
খুশি মনে কাটাবো সারা রাত,
নতুন সাজে সাজব সেদিন,
সেদিন হলো ঈদের দিন,
আনোন্দে কাটাবো সারা দিন!!
দাওয়াত রইলো ঈদের দিন !
ঈদ মোবারক ।
উদিত রবির প্রথম আলো,
দূর করবে সকল কালো।
মাতবে মন আনন্দধারায়,
সবাই হবে বাঁধনহারা।
দিনটি হোক তোমার তরে
মন ভরে উঠুক খুশির ঝরে !
ঈদ মোবারক My Best Dst!!
ঘুরে ফিরে বারে বারে,
ঈদ আসে ঈদ চলে যায়
ঈদ হাসতে শেখায়,
ভালবাসতে শেখায়
ত্যাগের মহিমা শেখায়।’
ঈদ মোবারক।

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা

বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো,
কোনো মনের ব্যথা,
মোর জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে বন্ধু সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
সবাই কে জানাই ঈদ মোবারক !!
তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি,
তুমি পাহাড়ের গায়ের ঝর্নার পানি,
তুমি বর্ষার এক পরশ বৃষ্টি,
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,
তোমাকে জানাই  ঈদ মুবারক !

Eid Mubarak Bangla SMS 2024

যে দিন দেখবো ঈদ এর চাঁদ,
খুশি মনে কাটাবো রাত।
নতুন সাজে সাজব সেদিন,
সেদিন হলও ঈদের দিন ,
আনন্দে কাটাবো সারা দিন!
ঈদ মোবারক- ২০২৪ !!
আরো পড়ুন, ঈদের কবিতা
শুভ দিন, শুভ রাত.
আগামীকাল ঈদের দিন.
Enjoy করব সীমাহীন.
ঈদ পাবনা বন্ধু প্রতিদিন.
বন্ধু তোমার দাওয়াত রইলো,
আমার বাড়ি ঈদের দিন.
ঈদ মোবারক !!
বন্ধু আজ রোজার শেষ দিন ।
তোমাকে জানাই খুশির সংবাদ ।
ঈদ মোবারক দোস্ত ।
কাল তোমার দাওয়াত,
আমার বাড়ি খাওয়াবো তোমায় গোস্ত !!
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.