Subho Maha Ashtami Wishes, SMS In Bengali 2023 – শুভ মহা অষ্টমীর
শুভেচ্ছা মেসেজ
Subho Maha Ashtami Wishes In Bengali
বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর এই তেরো পার্বনের মধ্যে শ্রেষ্ঠ হলো
দুর্গাপূজা।
দুর্গাপূজা।
আজ মহাঅষ্টমী। আর মহা অষ্টমী মানেই পুজোর অঞ্জলি আর প্রিয়জনকে শুভেচ্ছা
পাঠানো। ভাবছেন কি লিখবেন তাই তো ?? চিন্তা কি ?? আপনার জন্য আমরা নিয়ে কিছু
অষ্টমীর
শুভেচ্ছা মেসেজ। ..তো দেরি না করে চলুন ঝটপট শুরু করা যা…
পাঠানো। ভাবছেন কি লিখবেন তাই তো ?? চিন্তা কি ?? আপনার জন্য আমরা নিয়ে কিছু
অষ্টমীর
শুভেচ্ছা মেসেজ। ..তো দেরি না করে চলুন ঝটপট শুরু করা যা…
Ashtami Wishes In Bengali 2023
নৌকাতে মা দিল পাড়ি
মা আসছেন বাপের বাড়ি
সংগে তাহার ছেলেমেয়ে
কি সুন্দর বাহন নিয়ে
অষটমীতে ঢাকের বাড়ি
মা পড়বেন নতুন শাড়ী
খুশিতে তাই নাচে মন
ভালো কাটুক পুজোর ক্ষণ
শুভ অষ্টমী …
শরত তোমার অরুণ
আলোর অঞ্জলি
-রবীন্দ্রনাথ ঠাকুর
আশ্বিনের এই শারদ-প্রাতে
দিনগুলি হয়ে উঠুক আরো আনন্দ-মুখর
শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা
অষ্টমীর পুণ্য তিথিতে
মা এর আশীর্বাদ
সর্বদা তোমার সাথে থাকুক
শুভ অষ্টমী
শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা
এবারের দুর্গাপুজোয় ঢাকের
আওয়াজটা যেন বড্ড বেসুরো ঠেকছে
তুমি সাথে নেই বলেই হয়ত
পুজো প্যান্ডেলের আলোকসজ্জায়
তোমার কথা ভীষণ মনে পড়ছে
Missing You
শারদ শুভেচ্ছা
Subho Maha Ashtami SMS In Bengali
চারিদিকে শিউলি ফুলের গন্ধে
মাতোয়ারা এই মন
খুশির শরত আকাশ জুড়ে
দুলছে কাশের বন
শারদ প্রভাত জানান
দিচ্ছে মায়ের আগমন
ঢাকের উপর পড়ল কাঠি
পুজো কাটুক ফাটাফাটি
খুশীর জোয়ারে ভাসুক সবাই
পুজো হবে জমজমাটি
শুভ মহা অষ্টমী
দেবীর আগমনে
আনন্দের আলিঙ্গনে
শিউলির গন্ধে
পুজোর উচ্ছাসে জীবন
হয়ে উঠুক মঙ্গলময়
অষ্টমীর এই শারদ
প্রভাতে জানাই শারদ শুভেচ্ছা …
নীল আকাশে মেঘের ভেলা
পদ্মফুলের পাপড়ি মেলা
ঢাকের তালে কাশের খেলা
মজায় কাটুক শারদবেলা
শুভ অষ্টমী…
মহা অষ্টমীর শুভেচ্ছা SMS
নৌকাতে মা দিলো পাড়ি
মা আসছেন বাপের বাড়ি
সঙ্গে তাহার ছেলে মেয়ে
কি সুন্দর বাহন নিয়ে
অষ্টমীতে ঢাকের বাড়ি
মা পড়বেন নতুন শাড়ী
খুশিতে তাই নাচে মন
তোমায় দিলাম নিমন্ত্রণ
আসবে কিন্তু বন্ধুগণ
Maha Ashtami Suvechha In Bengali
নব কল্পনা,নব জ্যোত্স্না
নব শক্তি, নব আরাধনা
নবরাত্রির পবিত্র উত্সবে
পূরণ হোক তোমার সব মনোকামনা
নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা
বাজছে কাঁসর , বাজছে ঘন্টা
নাচছে সবাই , নাচছে মনটা
বইছে বাতাস , মৃদু মন্দ
সেথায় আবার , ধুনার গন্ধ
চারিদিকে , খুশির ছন্দ
কলহ-বিবাদ , তাই বন্ধ
মা এসেছেন , স্বর্গ থেকে
আমরা খুশি সবাই , মাকে দেখে
শারদীয়ার শুভেচ্ছা জানাই আমি
আজকে দেখো , মহা অষ্টমী
জ্বলছে ধুপ , জ্বলছে আলো
পূজো তোমার, কাটুক ভালো
শুভ মহা অষ্টমী…
মহা অষ্টমী শুভেচ্ছা ছবি
বছর ঘুরে মা আবার ফিরে এলেন
প্রার্থনা করি মা যেন তোমায়
তার নয়টি আশীর্বাদে করে
তোলেন সর্বশ্রেষ্ঠ নাম, যশ
স্বাস্থ্য, সম্পদ, সুখ,
মনুষ্যত্ব, জ্ঞান, ভক্তি ও শক্তি
শারদীয় শুভেচ্ছা
মা দূর্গা তোমার এবং তোমার
পরিবারের মঙ্গল করুন এবারের
পুজো হয়ে উঠুক তোমার
জীবনের শ্রেষ্ঠ দুর্গাপুজো
দুর্গাপুজোর ও মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা…
SOSTHI” te thak notun choa
SAPTAMI” hok sisir dhoa
anjali dao “ASTHAMI” te
adda jamuk “NABAMI” te
DASHAMI” te hok misti mukh
pujo ebar tomar khub valo katuk
Tags –
Durga Puja,
Bengali SMS,
Bengali Wishes