Subho Maha Ashtami Wishes, SMS In Bengali 2023 – শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা মেসেজ

Bongconnection Original Published
4 Min Read


 Subho Maha Ashtami Wishes, SMS In Bengali 2023 – শুভ মহা অষ্টমীর
শুভেচ্ছা মেসেজ

Subho Maha Ashtami Wishes, SMS In Bengali 2023 - শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা মেসেজ
Loading...

Subho Maha Ashtami Wishes In Bengali

বাঙালির বারো মাসে তেরো পার্বন।  আর এই তেরো পার্বনের মধ্যে শ্রেষ্ঠ হলো
দুর্গাপূজা।
আজ মহাঅষ্টমী।  আর মহা অষ্টমী মানেই পুজোর অঞ্জলি আর প্রিয়জনকে শুভেচ্ছা
পাঠানো।  
ভাবছেন কি লিখবেন তাই তো ?? চিন্তা কি ?? আপনার জন্য আমরা নিয়ে  কিছু
অষ্টমীর
শুভেচ্ছা মেসেজ। ..তো দেরি না করে চলুন ঝটপট শুরু করা যা…
 

Ashtami Wishes In Bengali 2023

 
 
নৌকাতে মা দিল পাড়ি 
 মা আসছেন বাপের বাড়ি 
 সংগে তাহার ছেলেমেয়ে 
 কি সুন্দর বাহন নিয়ে 
 অষটমীতে ঢাকের বাড়ি 
 মা পড়বেন নতুন শাড়ী 
 খুশিতে তাই নাচে মন 
 ভালো কাটুক পুজোর ক্ষণ 
 
        শুভ অষ্টমী …
শরত তোমার অরুণ 
 আলোর অঞ্জলি 
 -রবীন্দ্রনাথ ঠাকুর 
 আশ্বিনের এই শারদ-প্রাতে 
 দিনগুলি হয়ে উঠুক আরো আনন্দ-মুখর 
 শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা 
 
অষ্টমীর পুণ্য তিথিতে 
 মা এর আশীর্বাদ 
 সর্বদা তোমার সাথে থাকুক 
 শুভ অষ্টমী 

শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা

Subho Maha Ashtami Wishes, SMS In Bengali 2023 - শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা মেসেজ
এবারের দুর্গাপুজোয় ঢাকের 
 আওয়াজটা যেন বড্ড বেসুরো ঠেকছে 
 তুমি সাথে নেই বলেই হয়ত 
 পুজো প্যান্ডেলের আলোকসজ্জায় 
 তোমার কথা ভীষণ মনে পড়ছে 
 Missing You 
 শারদ শুভেচ্ছা 


Subho Maha Ashtami SMS In Bengali

 
চারিদিকে শিউলি ফুলের গন্ধে 
 মাতোয়ারা এই মন 
 খুশির শরত আকাশ জুড়ে 
 দুলছে কাশের বন 
 শারদ প্রভাত জানান 
 দিচ্ছে মায়ের আগমন 
 
 
ঢাকের উপর পড়ল কাঠি 
 পুজো কাটুক ফাটাফাটি 
 খুশীর জোয়ারে ভাসুক সবাই 
 পুজো হবে জমজমাটি 
        শুভ মহা অষ্টমী
 
 
 
দেবীর আগমনে 
 আনন্দের আলিঙ্গনে 
 শিউলির গন্ধে 
 পুজোর উচ্ছাসে জীবন 
 হয়ে উঠুক মঙ্গলময় 
 অষ্টমীর এই শারদ 
 প্রভাতে জানাই শারদ শুভেচ্ছা …
 
 
নীল আকাশে মেঘের ভেলা 
 পদ্মফুলের পাপড়ি মেলা 
 ঢাকের তালে কাশের খেলা 
 মজায় কাটুক শারদবেলা 
 শুভ অষ্টমী…
 


মহা অষ্টমীর শুভেচ্ছা SMS

 
নৌকাতে মা দিলো পাড়ি 
 মা আসছেন বাপের বাড়ি 
 সঙ্গে তাহার ছেলে মেয়ে 
 কি সুন্দর বাহন নিয়ে 
 অষ্টমীতে ঢাকের বাড়ি 
 মা পড়বেন নতুন শাড়ী 
 খুশিতে তাই নাচে মন 
 তোমায় দিলাম নিমন্ত্রণ 
 আসবে কিন্তু বন্ধুগণ 
 
Subho Maha Ashtami Wishes, SMS In Bengali 2023 - শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা মেসেজ
 

Maha Ashtami Suvechha In Bengali

নব কল্পনা,নব জ্যোত্স্না 
 নব শক্তি, নব আরাধনা 
 নবরাত্রির পবিত্র উত্সবে 
 পূরণ হোক তোমার সব মনোকামনা 
 নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা 
 
বাজছে কাঁসর , বাজছে ঘন্টা 
 নাচছে সবাই , নাচছে মনটা 
 বইছে বাতাস , মৃদু মন্দ 
 সেথায় আবার , ধুনার গন্ধ 
 চারিদিকে , খুশির ছন্দ 
 কলহ-বিবাদ , তাই বন্ধ 
 মা এসেছেন , স্বর্গ থেকে 
 আমরা খুশি সবাই , মাকে দেখে
 শারদীয়ার শুভেচ্ছা জানাই আমি 
 আজকে দেখো , মহা অষ্টমী
 জ্বলছে ধুপ , জ্বলছে আলো 
 পূজো তোমার, কাটুক ভালো 
 শুভ মহা অষ্টমী…

মহা অষ্টমী শুভেচ্ছা ছবি

Subho Maha Ashtami Wishes, SMS In Bengali 2023 - শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা মেসেজ
 
বছর ঘুরে মা আবার ফিরে এলেন
 প্রার্থনা করি মা যেন তোমায় 
 তার নয়টি আশীর্বাদে করে
 তোলেন সর্বশ্রেষ্ঠ নাম, যশ
 স্বাস্থ্য, সম্পদ, সুখ, 
 মনুষ্যত্ব, জ্ঞান, ভক্তি ও শক্তি
 শারদীয় শুভেচ্ছা
 
 
মা দূর্গা তোমার এবং তোমার 
 পরিবারের মঙ্গল করুন এবারের 
 পুজো হয়ে উঠুক তোমার
 জীবনের শ্রেষ্ঠ দুর্গাপুজো
 দুর্গাপুজোর ও মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা…
 
SOSTHI” te thak notun choa 
 SAPTAMI” hok sisir dhoa 
 anjali dao “ASTHAMI” te 
 adda jamuk “NABAMI” te 
 DASHAMI” te hok misti mukh 
 pujo ebar tomar khub valo katuk 
 
 
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.