Thor: Love And Thunder Review, Cast In Bengali – Chris Hemsworth, Natalie
Portman
Thor: Love And Thunder Review
খারাপ না, ঠিকঠাক। কিন্তু পরিচালক যখন তাইকা ওয়াতিতি তখন প্রত্যাশা ঠিকঠাক এর
থেকে অনেক বেশী থাকে! ইনিই সেই ব্যক্তি যিনি MCU র অন্যতম সেরা ফিল্ম Thor Ragnarok বানিয়েছিলেন। What We Do In The Shadows আমার দেখা সবথেকে
উপভোগ্য ভ্যাম্পায়ার মুভি। আর Jojo Rabbit তো সবার ফেভারিট। তার উপর Cristian
Bale এর উপস্থিতি, Natalie Portman এর প্রত্যাবর্তন, OG Avenger দের মধ্যে
সর্বপ্রথম “চতুর্থ” ফিল্ম পাচ্ছেন Chris Hemsworth, আমার পার্সোনাল ফেভারিট।
কিন্তু ওই যে কথায় আছে, “My own expectations hurt me”, এখানে ঠিক তাই হয়েছে।
বলি তাহলে,
থেকে অনেক বেশী থাকে! ইনিই সেই ব্যক্তি যিনি MCU র অন্যতম সেরা ফিল্ম Thor Ragnarok বানিয়েছিলেন। What We Do In The Shadows আমার দেখা সবথেকে
উপভোগ্য ভ্যাম্পায়ার মুভি। আর Jojo Rabbit তো সবার ফেভারিট। তার উপর Cristian
Bale এর উপস্থিতি, Natalie Portman এর প্রত্যাবর্তন, OG Avenger দের মধ্যে
সর্বপ্রথম “চতুর্থ” ফিল্ম পাচ্ছেন Chris Hemsworth, আমার পার্সোনাল ফেভারিট।
কিন্তু ওই যে কথায় আছে, “My own expectations hurt me”, এখানে ঠিক তাই হয়েছে।
বলি তাহলে,
Thor: Love And Thunder Cast
Cast :
Chris Hemsworth,
Natalie Portman, Christian Bale, Taika Waititi, Russell Crowe & others.
Natalie Portman, Christian Bale, Taika Waititi, Russell Crowe & others.
Director – Taika Waititi
যা যা ভালো লেগেছে:
কোর থিম ও রূপক: “ভগবান কো মানতে হো? উসে ঘণ্টা ফারাক নহি পরতা।” ঠিক এটাই এই
সিনেমার থিম। এন্ডলেস সাফারিং, অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্ভোগ সত্বেও বহু
মানুষের মধ্যে প্রতিবাদী স্পৃহা অদৃশ্য। তারা এই মিথ্যা আশ্বাস নিয়েই বেঁচে
থাকে, উপর ওয়ালা ঠিক বিচার করবেন। কিন্তু ওই যে “বিচারের বাণী নীরবে নিভৃতে
কাঁদে…”। ভগবান হোক কিংবা বিশ্ব রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন সুপার
পাওয়ার দেশ গুলির অন্ধ বোবা কানা হয়ে থাকা বা নিজেরাই কনফ্লিক্ট সৃষ্টি করে
মুখ ফিরিয়ে নেওয়া আমাদের কারোর অজানা নয়। ওয়ার্ল্ড এর সো কল্ড পিস মেকার রা
তখনই প্রতিক্রিয়া জানায় যখন তাদের নিজেদের স্বার্থ ব্যাহত হয়। হলিউড
কিংবদন্তি Russel Crowe র Zeus চরিত্রটির মাধ্যমে সেই দিকটা উঠে এসেছে। আর সারা
বিশ্বে যা কিছু ঘটে যাক, মানুষের মন ভুলিয়ে রাখার জন্য মাথামুন্ডু হীন বিনোদন
প্রদানের বিভিন্ন প্রক্রিয়া আমরা টিভি বা ফোন খুললেই দেখতে পাই, মার্ভেল সহ
হলিউডের অনেক পপুলার feanchise র দিকেও এনিয়ে আঙ্গুল উঠেছে। Taika Watiti
নিজের স্বভাবসিদ্ধ স্যাটায়ার দিয়ে এগুলো আবার দেখালেন।
সিনেমার থিম। এন্ডলেস সাফারিং, অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্ভোগ সত্বেও বহু
মানুষের মধ্যে প্রতিবাদী স্পৃহা অদৃশ্য। তারা এই মিথ্যা আশ্বাস নিয়েই বেঁচে
থাকে, উপর ওয়ালা ঠিক বিচার করবেন। কিন্তু ওই যে “বিচারের বাণী নীরবে নিভৃতে
কাঁদে…”। ভগবান হোক কিংবা বিশ্ব রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন সুপার
পাওয়ার দেশ গুলির অন্ধ বোবা কানা হয়ে থাকা বা নিজেরাই কনফ্লিক্ট সৃষ্টি করে
মুখ ফিরিয়ে নেওয়া আমাদের কারোর অজানা নয়। ওয়ার্ল্ড এর সো কল্ড পিস মেকার রা
তখনই প্রতিক্রিয়া জানায় যখন তাদের নিজেদের স্বার্থ ব্যাহত হয়। হলিউড
কিংবদন্তি Russel Crowe র Zeus চরিত্রটির মাধ্যমে সেই দিকটা উঠে এসেছে। আর সারা
বিশ্বে যা কিছু ঘটে যাক, মানুষের মন ভুলিয়ে রাখার জন্য মাথামুন্ডু হীন বিনোদন
প্রদানের বিভিন্ন প্রক্রিয়া আমরা টিভি বা ফোন খুললেই দেখতে পাই, মার্ভেল সহ
হলিউডের অনেক পপুলার feanchise র দিকেও এনিয়ে আঙ্গুল উঠেছে। Taika Watiti
নিজের স্বভাবসিদ্ধ স্যাটায়ার দিয়ে এগুলো আবার দেখালেন।
Cristian Bale: সিনেমার প্রথম শট ওনাকে নিয়ে। আর প্রথম ফ্রেম থেকে উনি স্পষ্ট
করে দ্যান কেনো উনি একজন লিভিং লিজেন্ড। যে যে সিনে উনি আছেন, সেখানে ওনার
সামনে কেউ দাঁড়াতে পারেনি। ইমোশন এবং ভয়াবহতা প্রকাশে ওনার ফেসিয়াল
এক্সপ্রেশন ই যথেষ্ট, CGI মেক আপ দরকার নেই।
করে দ্যান কেনো উনি একজন লিভিং লিজেন্ড। যে যে সিনে উনি আছেন, সেখানে ওনার
সামনে কেউ দাঁড়াতে পারেনি। ইমোশন এবং ভয়াবহতা প্রকাশে ওনার ফেসিয়াল
এক্সপ্রেশন ই যথেষ্ট, CGI মেক আপ দরকার নেই।
Natalie Portman: প্রথম দুই Thor ফিল্মে এনার খুব একটা করার মত ছিলনা। কিন্তু
কমিক সিরিজ এর জেন ফস্টার এর Mighty Thor স্টোরি যারা জানেন, তারা জানেন এবারের
রোল টা চ্যালেঞ্জিং আর যেটুকু স্কোপ উনি পেয়েছেন, দুর্দান্ত ব্যবহার করেছেন।
কমিক সিরিজ এর জেন ফস্টার এর Mighty Thor স্টোরি যারা জানেন, তারা জানেন এবারের
রোল টা চ্যালেঞ্জিং আর যেটুকু স্কোপ উনি পেয়েছেন, দুর্দান্ত ব্যবহার করেছেন।
ভিজুয়্যাল: আগেরবারের মতো এবারেও ভিজুয়্যাল দুর্ধর্ষ। চোখে লেগে থাকার মত।
স্টানিং, spectacular। সে ব্রাইট কোনো গ্রহ হোক কিংবা Gorr The God Butcher এর
b&w জগৎ।
স্টানিং, spectacular। সে ব্রাইট কোনো গ্রহ হোক কিংবা Gorr The God Butcher এর
b&w জগৎ।
মিশ্র প্রতিক্রিয়া:
কমেডি: কিছু জোকস্ ভালো, কিন্তু ওহ গড! কিছু জোকস্ আমার মত হাসিখুশি মানুষকেও
রামগরুড়ের ছানা বানিয়ে দেবে! Taika Watiti আর MCU, দুইয়ের থেকেই এটা
অনভিপ্রেত।
রামগরুড়ের ছানা বানিয়ে দেবে! Taika Watiti আর MCU, দুইয়ের থেকেই এটা
অনভিপ্রেত।
অ্যাকশন: ক্লাইম্যাক্স এর অ্যাকশন টা বেশ ভালো। বাকি ঠিকঠাক। এটাও মার্ভেল এর
থেকে আসা করা যায়না! মিড লেভেল মুভি গুলোতেও তাদের অ্যাকশন মনে রাখার মত হয়।
Ragnarok এ হলের ভেতরের এনার্জি কোনোদিন ভুলবোনা। এখানে কিন্তু তেমন কিছু পেলাম
না।
থেকে আসা করা যায়না! মিড লেভেল মুভি গুলোতেও তাদের অ্যাকশন মনে রাখার মত হয়।
Ragnarok এ হলের ভেতরের এনার্জি কোনোদিন ভুলবোনা। এখানে কিন্তু তেমন কিছু পেলাম
না।
ক্রেডিট সিন: MCU র আগের সিনেমা মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মত এখানেও মিড
ক্রেডিট সিন টা ভালো এবং থরের পরবর্তী কাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। একটি বিশেষ
চরিত্রের introduction হয়। কিন্তু এন্ড ক্রেডিট সিন টা আমার খুব বাজে লেগেছে।
হয়তো পরবর্তীকালে এর কোনো significance থাকবে, কিন্তু এই দৃশ্যটি এই সিনেমার
এবং এর আগের একটি সিনেমার হৃদয়বিদারক মুহূর্তের রীতিমত ক্ষতি করে।
ক্রেডিট সিন টা ভালো এবং থরের পরবর্তী কাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। একটি বিশেষ
চরিত্রের introduction হয়। কিন্তু এন্ড ক্রেডিট সিন টা আমার খুব বাজে লেগেছে।
হয়তো পরবর্তীকালে এর কোনো significance থাকবে, কিন্তু এই দৃশ্যটি এই সিনেমার
এবং এর আগের একটি সিনেমার হৃদয়বিদারক মুহূর্তের রীতিমত ক্ষতি করে।
যা যা ভালো লাগেনি:
Thor এর চরিত্র: Thor এর প্রথম দুটো সোলো ফিল্ম তেমন কেউ মনে রাখেনি। প্রথমটা
তাও আমার ভালো লাগে, দ্বিতীয় টা আমার তৃতীয় সবচেয়ে অপছন্দের MCU ফিল্ম।
Ragnarok এ থর চরিত্রটি কে রেইনভেন্ট করা হয়, আর ইনফিনিটি ওয়ার এ আমি ওনার
বিশাল ফ্যান হয়ে যাই। কিন্তু তারপর Endgame আর এবার এইটা তে ওনাকে কার্টুনিশ
বানিয়ে দেওয়া হয়েছে! ডক্টর স্ট্রেঞ্জ এর মত ইনিও নিজের মুভিতে নিজেই
সাইডলাইনে চলে গেছেন! আশা করি মার্ভেল এটা শুধরে নেবে।
তাও আমার ভালো লাগে, দ্বিতীয় টা আমার তৃতীয় সবচেয়ে অপছন্দের MCU ফিল্ম।
Ragnarok এ থর চরিত্রটি কে রেইনভেন্ট করা হয়, আর ইনফিনিটি ওয়ার এ আমি ওনার
বিশাল ফ্যান হয়ে যাই। কিন্তু তারপর Endgame আর এবার এইটা তে ওনাকে কার্টুনিশ
বানিয়ে দেওয়া হয়েছে! ডক্টর স্ট্রেঞ্জ এর মত ইনিও নিজের মুভিতে নিজেই
সাইডলাইনে চলে গেছেন! আশা করি মার্ভেল এটা শুধরে নেবে।
Thor: Love And Thunder Trailer
সিনেমার লেংথ এবং Gorr এর স্ক্রীন টাইম: ২ ঘণ্টায় অনেক ভালো সিনেমা হয়,
কিন্তু ২ ঘণ্টায় ফিট না হলেও তাকে জোর করে কেঁটে ছেঁটে ছোট করা কি খুব দরকার!
আরে ভাই তোমাদের নিজেদের সর্ববৃহৎ ৩ টি মুভির কোনোটাই তো এত ছোট নয়, তবে ভয়
টা কিসের! আর তাই অনেক ব্রিলিয়ান্ট আইডিয়া আন্ডার ডেভেলপড থেকে যায়। Gorr এর
চরিত্রে থেকে আরেকটু গভীরতা পাওয়ার আশা, আশাই থেকে যায়। জেন ফস্টার এর
অন্তর্দ্বন্দ্ব নিয়ে কাজ করার আরো জায়গা ফাঁকা থেকে যায়। Valkyrie র
জীবনের ট্রমা সম্বন্ধে Ragnarok এ ইঙ্গিত দেওয়া হয়েছিল, খারাপ লাগছে কারণ
এখানেও তার ভেতর জমে থাকা ট্রমা সার্ফেস লেভেল এই দেখানো হলো কেবল।
কিন্তু ২ ঘণ্টায় ফিট না হলেও তাকে জোর করে কেঁটে ছেঁটে ছোট করা কি খুব দরকার!
আরে ভাই তোমাদের নিজেদের সর্ববৃহৎ ৩ টি মুভির কোনোটাই তো এত ছোট নয়, তবে ভয়
টা কিসের! আর তাই অনেক ব্রিলিয়ান্ট আইডিয়া আন্ডার ডেভেলপড থেকে যায়। Gorr এর
চরিত্রে থেকে আরেকটু গভীরতা পাওয়ার আশা, আশাই থেকে যায়। জেন ফস্টার এর
অন্তর্দ্বন্দ্ব নিয়ে কাজ করার আরো জায়গা ফাঁকা থেকে যায়। Valkyrie র
জীবনের ট্রমা সম্বন্ধে Ragnarok এ ইঙ্গিত দেওয়া হয়েছিল, খারাপ লাগছে কারণ
এখানেও তার ভেতর জমে থাকা ট্রমা সার্ফেস লেভেল এই দেখানো হলো কেবল।
Russel Crowe র পোশাক ও বাচনভঙ্গি: হতে পারে এটা কোনো ক্রিয়েটিভ চয়েস কিন্তু
আমার কাছে Zeus এর কস্টিউম দুর্বোধ্য ঠেকলো, ভাঁড়ামো লাগলো। আর একটা উদ্ভট
অ্যাকসেন্ট। ওনার অভিনয় ভালো কিন্তু এই জিনিসপত্র গুলো বড্ড distracting হয়ে
দাঁড়ায়।
আমার কাছে Zeus এর কস্টিউম দুর্বোধ্য ঠেকলো, ভাঁড়ামো লাগলো। আর একটা উদ্ভট
অ্যাকসেন্ট। ওনার অভিনয় ভালো কিন্তু এই জিনিসপত্র গুলো বড্ড distracting হয়ে
দাঁড়ায়।
মিউজিক: Ragnarok এ ইলেকট্রিক থর এর ফুল পাওয়ার সহকারে অবতরণ আর পেছনে
Led Zeppelin এর Immigrant বেজে ওঠা, বা হাল্ক এর সঙ্গে লড়াই এর
শেষভাগে upbeat music অনবদ্য ছিল। এখানে দৃশ্য আর ব্যাকগ্রাউন্ড এর গান (স্কোর
নয়) ঠিক মেল খাচ্ছেনা। Compilation Soundtrack নির্বাচন চূড়ান্ত
ত্রুটিপূর্ণ। এটাও MCU র ক্ষেত্রে ব্যতিক্রমী।
Led Zeppelin এর Immigrant বেজে ওঠা, বা হাল্ক এর সঙ্গে লড়াই এর
শেষভাগে upbeat music অনবদ্য ছিল। এখানে দৃশ্য আর ব্যাকগ্রাউন্ড এর গান (স্কোর
নয়) ঠিক মেল খাচ্ছেনা। Compilation Soundtrack নির্বাচন চূড়ান্ত
ত্রুটিপূর্ণ। এটাও MCU র ক্ষেত্রে ব্যতিক্রমী।
সব মিলিয়ে আবার একটি মিড টায়ার MCU ফিল্ম। একবার দেখে এনজয় করতেই পারেন, তবে
তার বেশী কিছু আশা না করাই ভালো।
Russel Crowe, Cristian Bale, Natalie Portman এর মত ব্যক্তিত্ব এর
থেকে বেশী কিছু অবশ্যই ডিজার্ভ করেন।
তার বেশী কিছু আশা না করাই ভালো।
Russel Crowe, Cristian Bale, Natalie Portman এর মত ব্যক্তিত্ব এর
থেকে বেশী কিছু অবশ্যই ডিজার্ভ করেন।