Jete Jete Ekla Pothe Lyrics (যেতে যেতে একলা পথে লিরিক্স) Rabindra Sangeet

Bongconnection Original Published
2 Min Read

Jete Jete Ekla Pothe Lyrics (যেতে যেতে একলা পথে লিরিক্স) Rabindra
Sangeet
 

Jete Jete Ekla Pothe Lyrics (যেতে যেতে একলা পথে লিরিক্স) Rabindra Sangeet
Loading...


Jete Jete Ekla Pothe Lyrics Rabindra Sangeet

Jete Jete Ekla Pothe is a popular Rabindra Sangeet by
Rabindranath Tagore. This song is sung by various Bengali Artists (such as
Srikanta Acharya, Shaan,
Srabani Sen

& others). Lyrics is written by Rabindranath Tagore.
Song : Jete Jete Ekla Pothe
Vocal : Srikanta Acharya 
Keyboard : Subhendu Sekhar Das

 Jete Jete Ekla Pothe Lyrics In
Bengali

যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি,
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি,
ঝড় এসেছে, ওরে, ওরে
ঝড় এসেছে, ওরে, এবার
ঝড়কে পেলেম সাথী। 
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি,
যেতে যেতে একলা পথে।। 
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে
করছে মাতামাতি। 
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি,
যেতে যেতে একলা পথে।।
যে পথ দিয়ে যেতেছিলেম
ভুলিয়ে দিলো তারে,
আবার কোথা চলতে হবে
গভীর অন্ধকারে,
যে পথ দিয়ে যেতেছিলেম
ভুলিয়ে দিলো তারে,
আবার কোথা চলতে হবে
গভীর অন্ধকারে। 
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে,
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে,
কোন পুরীতে গিয়ে তবে
প্রভাত হবে রাতি। 
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি,
ঝড় এসেছে, ওরে, ওরে
ঝড় এসেছে, ওরে, এবার
ঝড়কে পেলেম সাথী। 
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি,
যেতে যেতে একলা পথে।।

Jete Jete Ekla Pothe Lyrics in English 

Jete jete ekla pothe
Nibeche mor baati
Jhor esechhe ore, ore
Jhor esechhe ore ebar
Jhorke pelem sathi
Jetey jetey ekla pothe
Nibeche mor baati
Aakash kone sorboneshe
Khone khone uthche hese
Pralay amar keshe beshe
Korche matamati
Je poth diye jetechilem
Bhuliye dilo taare
Aabar kotha cholte hobe
Gobhir andhakare
Bujhi ba ei bojrorobe
Nutan pother barta kobe
Kon purite giye tobe
Probhat hobe raati

যেতে যেতে একলা পথে লিরিক্স

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.