777 Charlie Movie Review, IMDb Rating, Cast – Rakshit Shetty – চার্লি
777
777 Charlie Movie Review
ধর্মরাজের রথের চাকা নাকি মাটি ছুত না।
কিন্তু ছবির নায়ক ধর্মা একদম উল্টো প্রকৃতির। সে সোশ্যাল লাইফ থেকে দূরে থাকতে
চায়। একা থাকতে চায়। ঘর থেকে কাজে যাওয়া সেখান থেকে আবার ঘর। এর মধ্যে ইডলি,
ঘুম, বিয়ার,মারামারি, সিগারেট এটাই জীবন। তার মধ্যেই এই রগচটা মানুষটার জীবনে
প্রবেশ ঘটে চার্লির (Dog). পোষ্যদের সাথে মানুষের বন্ডিং নিয়ে এর আগে তেরি
মেহরবানিয়া ভাল লেগেছিল। সেটাও কন্নড় রিমেক ছিল।
চায়। একা থাকতে চায়। ঘর থেকে কাজে যাওয়া সেখান থেকে আবার ঘর। এর মধ্যে ইডলি,
ঘুম, বিয়ার,মারামারি, সিগারেট এটাই জীবন। তার মধ্যেই এই রগচটা মানুষটার জীবনে
প্রবেশ ঘটে চার্লির (Dog). পোষ্যদের সাথে মানুষের বন্ডিং নিয়ে এর আগে তেরি
মেহরবানিয়া ভাল লেগেছিল। সেটাও কন্নড় রিমেক ছিল।
777 Charlie Movie Cast
Rakshit Shetty, Raj B. Shetty, Sangeetha Sringeri, Bobby Simha, Abhijit
Mahesh
& others.
Mahesh
& others.
Director – Kiranraj K
IMDb Rating – 9/10
চার্লিকে নিয়ে শুরু কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি নয় গোটা ভারতের ফিল্ম
ইন্ডাস্ট্রির গব করা যায়। পশু আর মানুষের ইমোশনাল বন্ডিং নিয়ে খুব কম ছবি
হয়েছে। গোটা ছবিতে যদি কোন ডায়লগ নাও থাকত তবুও পাবলিক ছবির ইমোশনটা ফিল করতে
পারত। যারা বাড়িতে কুকুর, বেড়াল পোষে তাদের ছবিটা বেশি ভাল লাগবে। মানুষের আর
কুকুরের বন্ভিংটার সাথে তারা রিলেট করতে পারবে। ফ্লিমটা দেখার পর আপনার জীবনের
প্রতি দৃষ্টিভঙ্গি খানিকটা পাল্টাতে পারে। জীবনের প্রতিটি মুহুর্তেই বাচাঁটা
ইম্পোটেন্ট। কে জানে কখন, কোথায় আপনার সাধের দুনিয়াটা হাতের মুঠো থেকে গলে
যাবে। পিছনে পড়ে থাকবে একরাশ আক্ষেপ। সময় থাকতে এটা কেন বলিনি, ওটা কেন
করিনি। বতমান সমাজে আজকাল কেউ কাউকে নিজের স্বার্থ ছাড়া এককাপ চা ও খাওয়ায়
না। অধিকাংশ মানুষ অ্যংজাইটি,ডিপ্রেশন,লোনলিনেসে ভুগছে।
ইন্ডাস্ট্রির গব করা যায়। পশু আর মানুষের ইমোশনাল বন্ডিং নিয়ে খুব কম ছবি
হয়েছে। গোটা ছবিতে যদি কোন ডায়লগ নাও থাকত তবুও পাবলিক ছবির ইমোশনটা ফিল করতে
পারত। যারা বাড়িতে কুকুর, বেড়াল পোষে তাদের ছবিটা বেশি ভাল লাগবে। মানুষের আর
কুকুরের বন্ভিংটার সাথে তারা রিলেট করতে পারবে। ফ্লিমটা দেখার পর আপনার জীবনের
প্রতি দৃষ্টিভঙ্গি খানিকটা পাল্টাতে পারে। জীবনের প্রতিটি মুহুর্তেই বাচাঁটা
ইম্পোটেন্ট। কে জানে কখন, কোথায় আপনার সাধের দুনিয়াটা হাতের মুঠো থেকে গলে
যাবে। পিছনে পড়ে থাকবে একরাশ আক্ষেপ। সময় থাকতে এটা কেন বলিনি, ওটা কেন
করিনি। বতমান সমাজে আজকাল কেউ কাউকে নিজের স্বার্থ ছাড়া এককাপ চা ও খাওয়ায়
না। অধিকাংশ মানুষ অ্যংজাইটি,ডিপ্রেশন,লোনলিনেসে ভুগছে।
সেখানে দাড়িয়ে একটা পোষ্য অবশ্যই পুষুন। কে বলতে পারে আপনিও জীবনকে অন্যভাবে
দেখতে শুরু করবেন। ছবিতে অভিনয়ে রক্ষিত শেঠি নিজের সেরাটা দিয়েছেন। BGM,
লোকেশন, গানগুলোও অনবদ্য। ধর্মরাজ একটি কুকুরের জন্য স্বর্গ ও
ছাড়তে পেরেছিলেন। আমাদের ধর্মাও একটা কুকুরের জন্য নিজের চাকরি, গাড়ি,
ব্যান্কব্যলেন্স সব ছাড়তে রাজি আছেন। কোথাও যেন মাইথলজি আর বাস্তব মিলেমিশে
একাকার হয়ে। শেষের দিকে সাদা বরফের ওপর চার্লি আর ধম্মার জড়িয়ে বসে থাকাটা
দেখে চোখের কোন ভিজে আসতে পারে । পাশ থেকে কোথাও যেন স্বর্গের ঘন্টাধ্বনি শুনতে
পাবেন….
দেখতে শুরু করবেন। ছবিতে অভিনয়ে রক্ষিত শেঠি নিজের সেরাটা দিয়েছেন। BGM,
লোকেশন, গানগুলোও অনবদ্য। ধর্মরাজ একটি কুকুরের জন্য স্বর্গ ও
ছাড়তে পেরেছিলেন। আমাদের ধর্মাও একটা কুকুরের জন্য নিজের চাকরি, গাড়ি,
ব্যান্কব্যলেন্স সব ছাড়তে রাজি আছেন। কোথাও যেন মাইথলজি আর বাস্তব মিলেমিশে
একাকার হয়ে। শেষের দিকে সাদা বরফের ওপর চার্লি আর ধম্মার জড়িয়ে বসে থাকাটা
দেখে চোখের কোন ভিজে আসতে পারে । পাশ থেকে কোথাও যেন স্বর্গের ঘন্টাধ্বনি শুনতে
পাবেন….