E Hridoy Lyrics (এ হৃদয় লিরিক্স) Nancy | Marcell | Last Love Natok | Farhan

Bongconnection Original Published
3 Min Read

 E Hridoy Lyrics (এ হৃদয় লিরিক্স) Nancy | Marvell | Last Love Natok |
Farhan

E Hridoy Lyrics (এ হৃদয় লিরিক্স) Nancy | Marvell | Last Love Natok | Farhan
Loading...

E Hridoy Lyrics From Last Love Natok

E Hridoy is a latest Bengali song by
Nancy
& Marcell from ‘Last Love’ Natok (Drama). Lyrics penned by Mehedi
Hasan Limon & music composed by Marcell.
Starring –
Musfiq R. Farhan
&
Tasnia Farin
& other’s. 
OST of Drama Last Love
Song: A Hridoy | এ হৃদয়
Singer: Nancy & Marcell
Lyric: Mehedi Hasan Limon
Tune & Music: Marcell
Label: Central Music and Video [CMV]

E Hridoy Lyrics In Bengali


এ হৃদয়ে লিখেছি নাম
আমি জানি তুমি জানো
ভালোবাসা বাড়ে দিনে দিনে
কমেনা তা কখনো।
এ হৃদয়ে লিখেছি নাম
আমি জানি তুমি জানো
ভালোবাসা বাড়ে দিনে দিনে
কমেনা তা কখনো।
বুকের ভিতর ক্ষনে ক্ষনে
সুখেরই দরপণ
তোমারও কি আমার মতো
হয় এমন।
পাশে থেকো আজীবন
যদিও আসে মরণ
তোমার নামে লিখেছি মন
এক সাথে চলবো দুজন।
পাশে থেকো আজীবন
যদিও আসে মরণ
তোমার নামে লিখেছি মন
এক সাথে চলবো দুজন।
Sorry! You are Blocked from seeing the Ads
বুঝিনি ভাবিনি তোমাকে ছাড়া
কিছু আর
জানো কি মানো কি তুমি ছাড়া
নেই কেউ আমার।
বুকের ভিতর ক্ষনে ক্ষনে
সুখেরই দরপণ
তোমারও কি আমার মতো
হয় এমন।
পাশে থেকো আজীবন
যদিও আসে মরণ
তোমার নামে লিখেছি মন
এক সাথে চলবো দুজন।
Sorry! You are Blocked from seeing the Ads
পাশে থেকো আজীবন
যদিও আসে মরণ
তোমার নামে লিখেছি মন
এক সাথে চলবো দুজন।
অকারণে আন মনে
দিনে দিনে ভালো লাগছে তোমায়
কাছে এসে কানে কানে
বলতে চাই ভালোবাসি তোমায়।
বুকের ভিতর ক্ষনে ক্ষনে
সুখেরই দরপণ
তোমারও কি আমার মতো
হয় এমন।
পাশে থেকো আজীবন
যদিও আসে মরণ
তোমার নামে লিখেছি মন
এক সাথে চলবো দুজন।
পাশে থেকো আজীবন
যদিও আসে মরণ
তোমার নামে লিখেছি মন
এক সাথে চলবো দুজন।
এ হৃদয়ে লিখেছি নাম
আমি জানি তুমি জানো
ভালোবাসা বাড়ে দিনে দিনে
কমেনা তা কখনো।

এ হৃদয় লিরিক্স – নান্সি

a hridoye likhece naam
ami jani tumi jano
valobasha bare dine dine
komena ta kokhono.
a hridoye likhece naam
ami jani tumi jano
valobasha bare dine dine
komena ta kokhono.
buker vitor khonye khonye
sukere dorpon.
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.