আজকের রাশিফল – Ajker Rashifal – Dainik Rashifal – Today’s Horoscope Free Online
আজকের রাশিফল : 14 এপ্রিল, 2022
জীবন মানেই এক অনির্দিষ্ট যাত্রা । কখন কি হবে, কিভাবে হবে ? তা কেউ জানে না, আন্দাজ ও করতে পারে না । কিন্তু আগে থেকেই যদি একটু সাবধান হওয়া যায় কিংবা একটু জেনে যাওয়া যায় তাহলে ব্যাপারটা কিন্তু বেশ ভালো হয় । কি তাই তো ? কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আমাদের বিশেষজ্ঞ জ্যোতিষীর থেকে …..
মেষ
🔹 মেষ রাশি আজকের রাশিফল বুধবার 14 এপ্রিল
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। আজ গুরুর কৃপা লাভ করতে পারেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ। বিলাসিতার জন্য এবং অতিরিক্ত উদাসীনতার কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। সদুপায়ে আয় বৃদ্ধির আলোচনা। ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে।
রাশিফল আজকের দিন কেমন যাবে ?
বৃষ
🔹 বৃষভ রাশি আজকের রাশিফল
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্য নিয়ে ব্যবহার করুন। অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কোনও কারণে মনে ভীতি জন্মাতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন গৃহ নির্মাণের আলোচনা হতে পারে। আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভাল হবে। আপনার কুমন্ত্যব্যে সংসারে অশান্তির যোগ। কর্মস্থানে গুরুতর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে শান্তি লাভ।
🔹 মিথুন রাশি আজকের রাশিফল
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন সম্মানপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য। সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সন্তানদের কারণে মনে উদ্বেগ বৃদ্ধি। খুব নিকট কারও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে। বন্ধুদের কাছ থেকে সাবধান। আজ সকলের কাছে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন। আজ ব্যবসায় হিসাবের গণ্ডগোল হতে পারে। সন্তানদের বিষয়ে কোনও গভীর আলোচনা হতে পারে।
কর্কট
🔹 কর্কট রাশি আজকের রাশিফল
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন প্রশাসনিক কোনও দায়িত্বে ব্যাঘাত আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর কারণে নিজের কাজে ব্যাঘাত ঘটতে পারে। বাড়িতে নতুন কিছু কেনার আলোচনা হতে পারে। নাসিকায় পীড়া হতে পারে। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। আজ কারও অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি পেতে পারেন। স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক সাফল্য পেতে পারেন।
আজকের রাশিফল অনলাইন 2022
সিংহ
🔹 সিংহ রাশি আজকের রাশিফল
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন আজ চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ। অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে। নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে। আজ সকালের দিকে কোনও প্রকার অর্থক্ষতি হতে পারে। ব্যবসায় লোভ সামলে চলতে হবে। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে রেহাই পেতে পারেন।
কন্যা
🔹 কন্যা রাশি আজকের রাশিফল
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন অংশীদারি ব্যবসায় লাভ বাড়তে পারে। বন্ধুর কোনও কাজের জন্য বিরক্তি আসতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। কোনও রোগের চাপ বৃদ্ধি। সন্তানের খারাপ কাজের জন্য মানসিক চাপ। শত্রুর সঙ্গে কোনও আলোচনা। পিতা-মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। চুরি থেকে সাবধান। কর্মস্থানে একটু ব্যস্ত হতে হবে। পড়াশোনায় চাপ বাড়তে পারে। নীতির দিক থেকে পরিবর্তন।
Dainik Rashifal
তুলা
🔹 তুলা রাশি আজকের রাশিফল
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন কাজের জন্য নতুন কোনও ব্যবস্থা। ব্যবসায় কোনও বাধা আসতে পারে। চাকরির স্থানে কোনও কাজে সাহসের পরিচয় দিতে হবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কোনও ব্যবসার দিক থেকে ভাল আয় আসতে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার। কর্মচারী নিয়ে সমস্যা বাড়তে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা। প্রিয়জনের সঙ্গে তর্ক বাধতে পারে। ক্ষুদ্র ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে।
বৃশ্চিক
🔹 বৃশ্চিক রাশি আজকের রাশিফল
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন যে কোনও দিক থেকে অর্থ আসতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ। কোনও আত্মীয়ের সঙ্গে কোনও বিবাদের জন্য কর্ম নিয়ে চিন্তা। বিদেশে বাসরত কোনও বন্ধুর খবর আসতে পারে। কোনও ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে কাজের নিপুণতার জন্য সুনাম লাভ। সমায়ের অপেক্ষা করুন, ভাল ফল পাবেন। ব্যবসায় কোনও অশান্তি বাধতে পারে। বুকের কোনও সমস্যা বৃদ্ধি। পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা।
দৈনিক রাশিফল 2022
ধনু
🔹 ধনু রাশি আজকের রাশিফল
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন বাড়তি আয় করতে গিয়ে বিপদে পড়তে পারেন। শিল্পীদের জন্য ভাল সময়। প্রেমের ব্যাপারে অবসাদ বাড়তে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। পড়ে থাকা কোনও কাজ সেরে ফেলুন। পেটের সমস্যা। আত্মীয়-স্বজনের ব্যবহারে মনে আঘাত পেতে পারেন। আজ জলপথে ভ্রমণ ভাল হবে না, বিপদ আসতে পারে।
মকর
🔹 মকর রাশি আজকের রাশিফল বুধবার
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন আজ কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে। গুরুদেবের সঙ্গে থাকার জন্য শান্তি লাভ। নতুন কোনও কাজের দিকে ঝোঁক বৃদ্ধি পাবে। হাতের কাজের জন্য সুনাম হতে পারে। ব্যবসায় চিন্তা থেকে মুক্তি। আজ লোকের কাছে গুরুত্ব পাবেন। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। আজ সারাদিন আনন্দে কাটতে পারে। বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন। ব্যবসায় খুব ভাল সুযোগ পাবেন।
Ajker Rashifal
কুম্ভ
🔹 কুম্ভ রাশি আজকের রাশিফল
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন প্রিয়জনের কোনও খবর না পাওয়ায় মনখারাপ। ব্যবসায় উন্নতির যোগ। আজকের দিনটি ভাল-খারাপ মিশিয়ে কাটবে। বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে। মানসিক কষ্ট থাকবে আজ। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। বাড়তি কোনও কাজের চাপ। ধর্মীয় কাজে দান করতে হতে পারে। সম্পত্তি নিয়ে আইনের সাহায্য। শিল্পীদের সময় খুব ভাল কাটবে।
মীন
🔹 মীন রাশি আজকের রাশিফল বুধবার
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ আপনার আজকের দিন বন্ধুমহলে আলোচনার পাত্র হতে পারেন।বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। প্রেমে অশান্তি থেকে বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হতে পারে। গুরুজনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। বিবাহ নিয়ে অশান্তি। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা।
darun