নারী দিবস নিয়ে কিছু কথা – Women’s Day Bengali Article

Bongconnection Original Published
5 Min Read

 নারী দিবস নিয়ে কিছু কথা – Women’s Day Bengali Article

নারী দিবস নিয়ে কিছু কথা - Women's Day Bengali Article
Loading...

নারী দিবস নিয়ে কিছু কথা

নারী দিবস মানেই ‌ পিরিওডের দিন না। নারী দিবস মানেই নারীর পক্ষ নিয়ে হাজার
কথা বলে কাল সব ভুলে যাওয়া না। নারী দিবস মানেই‌ “তুমি নারী তুমি দশভূজা ‌”
এইরকম কিছু ট্যাগ লাইন  দিয়ে তার ঘাড়ে সব কিছু চাপিয়ে দেওয়া না। আজকে
নারী দিবস আজকে মহিলাদের দিন তাই তোমার জানাশোনা সমস্ত মহিলাদেরকে সম্মান
জানানো এবং পরেরদিন ভুলে যাওয়া না। নারী দিবস মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড
দিতে হবে তাই মা-বা বৌ এর সঙ্গে ছবি দেওয়া বা একটা কেক কাটা না, 
   নারীদিবস মানে শুধু একটা দিনের সেলিব্রেশন তাই না? তার থেকে চাই
একটু মান সম্মান, কিছুটা সময় আর মানুষ এর‌ মতো করে বাঁচার অধিকার।‌ আজ নারী
দিবস আজ মহিলা মানে ”মহান উক্তি” শোনার পর কালকে বাসে বা ট্রেনে আমার গোপন
অঙ্গে সামনে ব্যাগ ঝুরিয়ে স্থান টি কে আপ্রান বাঁচানোর চেষ্টা না। আজকে নারী
দিবস মানে  এই পাড়ার একদম একা  মহিলাটি সবার অনুপ্রেরণা হওয়া উচিত
বলে গলা ফাটিয়ে সে নিজের ট্যালেন্টে বিশাল বড় জায়গায় গিয়েছে এমন সুন্দর
সন্মানের পর কাল সে অনেক দায়িত্বের কাজ সেরে রাত করে বাড়ি ফিরলে বেশ্যার তকমা
পেতে চায় না। নারী দিবস মানে এটা নয় যে তুমি তোমার মাকে বা স্ত্রীকে ভালো
রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনে বা নিজে বানিয়ে খাওয়াবে তার থেকে অনেক বেশি
তারা খুশি হয় প্রতিদিন তাদের তৈরি রান্না একটু ভালো বললে।


বিশ্ব নারী দিবস 2022

      অনেকেই বলে নারীদের অবলা বললে নাকি তারা বেজায় চটে যায়
কিন্তু বিশ্বাস করুন আমরা চটে যায় না আমাদের মান-সম্মানে লাগে কারন রাস্তার
কিছু জীব আর নারীদেরকে সমগোত্রীয় করে দেওয়া হয় এবং সেটাও শুধুমাত্র অপমান
করার জন্যই। কিন্তু এটা তো সত্যি নারী অবলা তাই তারা এখনও ধর্ষণ হলে চুপ করে
যায় প্রতিবাদ করতে ভয় পায় কিংবা বলা যেতে পারে তাদের চুপ করিয়ে দেওয়া হয়।
এখনো তারা কোন কিছুতে প্রতিবাদ করলেই বা না বললে অ্যাসিডের মতন ভয়ঙ্কর জিনিস
তাদের গোটা শরীরকে নষ্ট করে দেয়। আমরা নারী দিবস চাইনা, নারী দিবস নিয়ে
মাতামাতি ও চাইনা, শুধু নারীদের সম্মান চাই। প্রত্যেকটা দিন খবরের কাগজের পাতা
খুললেই ধর্ষণ, পুড়িয়ে মারা , পণপ্রথা এগুলো দেখতে দেখতে নারী দিবস বলতে যেটা
সত্যি মাথায় আসে সেটা হচ্ছে আমার পরের প্রজন্ম সুরক্ষিত তো? 


আন্তর্জাতিক নারী দিবস নিয়ে কিছু কথা

      আমরা কি সত্যি একটুও কি পাল্টেছি? হ্যাঁ পাল্টেছি বড় বড়
শহরের বড় বড় বাড়িতে সত্যিই কিছু হলেও একটু নারী-স্বাধীনতা এসেছি বইকি। তবে
নারী স্বাধীনতার মানে কিন্তু সিগারেট ধরানো নয় ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে
সিগারেট ক্ষতিকারক আধুনিকতার মানে শুধু সিগারেট আর মদের গেলাস নয়। আজ থেকে
প্রতিজ্ঞাবদ্ধ হন আমরা মেয়েরা মেয়েদের শত্রু হবোনা, কোন মেয়ে রাত দুপুরে
বাড়ি ফিরলে তাকে নিয়ে নোংরা আলোচনা করব না, কোন মেয়ে বিয়ে করতে না চাইলে
তাকে অসুস্থ বা নোংরা চরিত্রহীন তকমা দেবোনা, সদ্য বিধবা লাল টকটকে শাড়ি পরলে
তার চরিত্রের দিকে আঙ্গুল তুলবো না, মাসিক প্রক্রিয়া চলাকালীন ঠাকুর ঘরে
যাওয়া হবেনা এমন নিয়ম আর মানবো না, ধর্ষিতাকে না আমরা ধর্ষক কে ঘেন্না করবো।
আরো পড়ুন,
      নারী দিবস আসুক অন্য ভাবে।
   রাত্রি বারোটার সময়  কোন মেয়ে কাজ সেরে বাড়ি ফিরলে তাকে
যেন শুনতে না হয় সে নোংরা কাজ করে তার বদলে সেও যেন পরিশ্রমই উপাধি পায়, কোন
পুরুষকে যেন কোনো নারী আর ভয় না পায় নির্ভয়ে তারা এই সুন্দর পৃথিবীর যেকোনো
জায়গায়‌ যেতে পারে। মেয়ে হওয়ার পর যেন প্রতিটা পরিবার আনন্দে আত্মহারা হয়
তাদের ঘরের সন্তান এসেছে বলে, শুধুমাত্র সান্তনা দেওয়ার নামে এ কথা যেন না
বলে  ”প্রথম সন্তান যা হয়েছে তাই ভালো” প্রতিটা মানুষ বুঝুক সদ্য
ভূমিষ্ঠ হওয়া প্রানটির এই কথাটিতে অপমান হয়।‌ প্রতিটি নারীকে প্রতিদিন সম্মান
করো তাদের বাঁচতে দাও ভালবাসতে দাও কথা দিচ্ছি এই পৃথিবীতে নারী-এর চেয়ে বেশি
আর কিছু চাইবে না।
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.