Bojhena Se Bojhena Lyrics by Arijit Singh
Presenting the soulful title track of
Bojhena Shey Bojhena Lyrics starring
Soham, Mimi, Abir and
Payel. This song has been composed by
Indraadip Dasgupta and sung by
Arijit Singh.
Song Credits –
Film : Bojhena Shey Bojhena
Starring : Soham, Mimi Chakraborty, Abir Chatterjee, Payel Sarkar ..
Producer : SVF Entertainment Pvt. Ltd
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Direction : Raj Chakraborty.
Music: Indraadip Dasgupta.
Singer : Arijit Singh
Lyrics : Prasen
Bojhena Se Bojhena Lyrics In Bengali
বড় ইচ্ছে করছে ডাকতে,
তার গন্ধে মেখে থাকতে,
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়।
তাকে আটকে রাখার চেষ্টা,
আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়।
বোঝেনা, সে বোঝেনা,
বোঝেনা, সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা ..
পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে,
তার অন্য অন্য ডাকনাম,
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়।
সব স্বপ্ন সত্যি হয় কার,
তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায়।
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা
আজ সব সত্যি মিথ্যে,
দিন বলছে যেতে যেতে,
মন গুমরে গুমরে মরছে কি উপায়।
জানি স্বপ্ন সত্যি হয় না,
তবু মন মানতে চায় না,
কেন এমন রাত্রি নামছে জানলায়
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা ..
এটা গল্প হলেও পারতো,
পাতা একটা আধটা পড়তাম,
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে।
জানি আবার আসবে কালকে,
নিয়ে পালকি পালকি ভাবনা,
ফের চলে যাবে করে একলা আমাকে।
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা ..
Bojhena Se Bojhena Lyrics In English
Boro Iche Korche Dakte
Tar gondhe mekhe thakte
Keno sondhe sondhe namle se palay
Take atke rakha are chesta
Aro barie diche testa
Ami darie dekchi sheshta janlaay
Bojhenaaa Shey Bojhena
Bojhenaaa Shey Bojhena
Bojhenaaa Shey Bojhena
Bojhenaaa Shey Bojhena
Bojhena… Bojhena. Bojhena
Bojhena… Bojhena. Bojhena
Pay swapno swapno logne
Tar onno onno dakna… Take nitto notun jotne k sajay
Sob swapno sottie hoykar
Tobu dekhte dekhte kadchi
Ar hatchi jedike amar duchokh jay…
Bojhenaaa Shey Bojhena
Bojhenaaa Shey Bojhena
Bojhenaaa Shey Bojhena
Bojhenaaa Shey Bojhena
Bojhena… Bojhena. Bojhena
Bojhena… Bojhena. Bojhena
Aaj sob sottie mithe. Din Bolche jete jete… Mon gumre gumre morche
Ki upay… Jani swapno sottie hoyna. Mon mante chaina. Kno amun ratri
Namche janlay..
বোঝেনা সে বোঝেনা লিরিক্স
ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জন আর বন্ধুদের সাথে। .
ভালো থাকুন, গানে গানে থাকুন।..