Opekhyay Tomar Lyrics (অপেক্ষায় তোমার) Rishi Panda – Bengali Song
2022
Opekkhay Tomar Lyrics by Rishi Panda
Opekkhay Tomar Lyrics by Rishi Panda. This song is composed by Somrik Dutta
& sung by Rishi Panda.
& sung by Rishi Panda.
Credits:-
Singer – Rishi Panda
Music/Lyric – Somrik
Mix/Master – Swayam
Illustration – Rishi Panda
Opekhyay Tomar Lyrics In Bengali
শেষের আকাশ, বিমর্ষ আলোয়
মেঘের পথে জোছনা
স্তব্ধ হৃদয়ের, নির্গত নেশায়
আঁধার রাতের নীলিমা
অলেখা লিপির, অর্থে অভাব
নিঃসংগ স্মৃতির ছোঁয়া
সংগৃহীত, চিঠির খামে
প্রণয়ের চাওয়া পাওয়া
অজ্ঞাত কোন, ঠিকানায়
বিধ্বস্ত মন, পাড়ি দেয়
কল্পিত প্রেমের, শহরে
অপেক্ষায় তোমার
ঠোঁটের মাঝে, স্নিগ্ধ হাসি
আলো ফোটে উষ্ণতায়
তোমার আমার, গল্পের শেষে
সময়ও হেসে বেড়ায়
বিষণ্ণতায়, নিরব শহর
সুখে তুমি নারাজ
ভেসে চলা, তরির সাথে
ডুবল সে দস্যু জাহাজ
অজ্ঞাত কোন, ঠিকানায়
বিধ্বস্ত মন, পাড়ি দেয়
প্রত্যুষের আলো আঁধারে
অপেক্ষায় তোমার
অপেক্ষায় তোমার লিরিক্স – ঋষি পান্ডা
Also read,