Miche Mayar Shohore Lyrics (মিছে মায়ার শহরে) Minar Rahman
Miche Mayar Shohore Lyrics by Minar Rahman is recently released Bengali
Song. This song is written, composed & sung by
Minar Rahman.
Song. This song is written, composed & sung by
Minar Rahman.
Miche Mayar Shohore Lyrics In Bengali
খুব ভোরে তোমার ওই দুচোখে
আমার দুটো চোখ রেখেছিলাম,
রোদ মাখা বাতাসে সুবাসে
তোমার হাতে হাত রেখেছিলাম।
এই মিছে মায়ার শহরে
দুজনে কত পথ হেঁটেছিলাম,
অজানায় ..
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
কাছে এ এ এ ..
ভুল যতো ছিল তোমার আমার
সব আজ ভুলে চলোনা,
সেই সব অভিমান ভুলে
মুছে যতো ঠুনকো ছলনা।
এই মিছে মায়ার শহরে
আবার চলো করি নতুন ঠিকানা।
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
পাশে এ এ এ ..
আজ ওই আকাশে
দেখো তারার মেলা,
মেঘে মেঘে স্মৃতির ভেলা,
দিন কেটে যায়, কত রাত চলে যায়
হৃদয়ে তোমার অপেক্ষা..
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
কাছে এ এ এ ..
আমি তোমাকে, আমারি সাথে
নিয়ে হারাবো, কোথায় পালাবো,
তুমি আমাকে, তোমারি মাঝে
জড়িয়ে ধরোনা, আবার ডাকোনা
পাশে ..
খুব ভোরে তোমার ওই দুচোখে
আমার দুটো চোখ রেখেছিলাম।
মিছে মায়ার শহরে লিরিক্স – মিনার রহমান
Khub bhore tomar oi duchokhe
Amar duto chokh rekhechilam
Rod makha batase subase
Tomar haate haat rekhechilam
Ei miche mayar shohore
Dujone koto poth hetechilam
Ojanay
Ami tomake amari sathe
Niye harabo kothay palabo
Tumi amake tomari majhe
Joriye dhorona abar dakona kache
Bhul joto chilo tomar amar
Shob aaj bhule cholona
Sei shob obhiman bhule
Muche joto thunko cholona
Ei miche mayar sohore
Abar cholo kori notun thikana
Miche Mayar Shohore Lyrics
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ….
Thank You, Visit Again….
Also read,