Gopon Premika Lyrics (গোপন প্রেমিকা) Taalpatar Shepai
Gopon Premika Lyrics – Taalpatar Shepai is a latest Bengali Song. This
song is composed by Pritam & Suman. Written by Kritee Roy. Gopon Premika
Song is sung by
Pritam Das.
song is composed by Pritam & Suman. Written by Kritee Roy. Gopon Premika
Song is sung by
Pritam Das.
Credits –
Song- Gopon Premika
Composition- Pritam & Suman
Lyrics- Kritee Roy
Vocal,Drums,Vst Programming – Pritam Das
Guitar- Suman Ghosh
Gopon Premika Lyrics In Bengali
শোন গোপন প্রেমিকা শোন
দেখো পৌষালি গোধূলি এখনো
গোলাপি আলোয় তায় বানভাসি
বিবাগী হাওয়ারা দেখো রং রুটে
ক্লান্ত আকাশ পারেনি ছুঁতে
ওদের হাতের মায়াবী বাঁশি
অলি গলি মেশে কলেজ স্ট্রিটের ঘরে
পুরোনো বইয়ের গন্ধ ফেরি করে
মাধ কলি করে খুচরো খুশির সিকি
ছাদ খানি গেঁথে গেছে রাংতা মোড়ে
হাওড়া ব্রিজের ইস্পাত পাজরে
পার্ক স্ট্রিট এ দেখো তারাদের ঝিকিমিকি….
আমাকে কে চমকে দিতে
রঙিন পাশরার ডালি
ভালোবাসায় বাঁধতে চেয়ে
আজীবন সাজানো খামখেয়ালি
ময়দানের খোলা ঘাসের মাদুরে চল
পা ছড়িয়ে বসবো আজ
তোমার রূপকথায় হলুদ ট্যাক্সি
হোক কাল্পনিক পক্ষীরাজ
শোন গোপন প্রেমিকা শোন
এখানে ভিড়ে গল্পের হদিস কোন
অফিস পাড়া জুড়ে ঘরে ফেরা
ছুটির মুখ
হাতে টানা দেখো রিক্সা
ছুটছে জোরে
কারা জল মাখে গঙ্গার ঘাটে ভোরে
হিমেল ফুটপাথ সূর্য খুঁজে উৎসুক
শোন গোপন প্রেমিকা শোন
গোধূলি ফেরি ঘাটেতে এখনো
আলোর মালায় সাজানো কত কথা
শোন প্রিয়তমা আজকে বলছি শোন
গোলাপ দিয়ে বলা হয়নি কখনো
তুমি গোপন প্রেমিকা আমার কলকাতা
গোপন প্রেমিকা লিরিক্স – তালপাতার সেপাই
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ….
Thank You, Visit Again….