Dekha Hoye Jay Lyrics (দেখা হয়ে যায় লিরিক্স) Abar Bochhor Koori Pore
Movie
Dekha Hoye Jay Lyrics is recently released Bengali Song from ‘Abar Bochhor Koori Pore‘ Bengali Movie. This song is sung by Ranajoy Bhattacharya &
Anwesshaa. Music composed & written by Ranajoy Bhattacharya. Starring
Abir Chatterjee
&
Arpita Chatterjee.
Anwesshaa. Music composed & written by Ranajoy Bhattacharya. Starring
Abir Chatterjee
&
Arpita Chatterjee.
Dekha Hoye Jay Lyrics In Bengali
সকালের আঙুল ছুঁয়ে
দেখা হয়ে যায় রোজ
দেখা হয়ে যায়,
তোমাকেই খুঁজতে গিয়ে
একা হয়ে যায় মন
একা হয়ে যায়।
বিকেলের গল্প তোমার
খোঁজ দিয়ে যায়,
এক বুক মেঘ অভিমান
রোজ দিয়ে যায়,
দেখা হয়ে যায় রোজ
দেখা হয়ে যায়,
সকালের আঙুল ছুঁয়ে
দেখা হয়ে যায় রোজ
দেখা হয়ে যায়,
তোমাকেই খুঁজতে গিয়ে
একা হয়ে যায় মন
একা হয়ে যায়।।
তুমি আর নয় বেশি দূর
ওই শুনি ডাক,
বেলাশেষে ঘুম ভাঙতেই
ঠোঁট নির্বাক।
বিছানায় আদর রাখা
জানলায় চোখ,
ঠিক সেই আগের মতোই
রোজ দেখা হোক।
শহরের গল্প তোমার
খুঁজে দিয়ে যায়,
দু’মুঠো দুঃখবিলাস
রোজ দিয়ে যায়,
দেখা হয়ে যায় রোজ
দেখা হয়ে যায়,
সকালের আঙুল ছুঁয়ে
দেখা হয়ে যায় রোজ
দেখা হয়ে যায়,
তোমাকেই খুঁজতে গিয়ে
একা হয়ে যায় মন
একা হয়ে যায়।।
দেখা হয়ে যায় লিরিক্স
Sokaler aangul chuye
Dekha hoye jay roj
Dekha hoye jaay
TOmakei khujte giye
Eka hoye jay mon
Eka hoye jaay
Bikeler golpo tomar
Khoj diye jaay
Ek buk megh obhiman
Rooj diye jaay
Tumi aar noy beshi dur
Oi shuni daak
Belaseshe ghum vangtei
Thot nirbak
Bichanay ador rakha
Janlay chokh
Thik sei ager motoi
rooj dekha hok
Dekha Hoye Jay Song Lyrics
Also read,