বিয়ে ভাইরাল করার উপায় – How To Make Your Marriage Viral

Bongconnection Original Published
2 Min Read


বিয়ে ভাইরাল করার উপায় – How To Make Your Marriage Viral 

 

বিয়ে ভাইরাল করার উপায় - How To Make Your Marriage Viral
Loading...

বিয়ে ভাইরাল করার উপায়

1) বিয়ের পিঁড়িতে বসে সবার সামনে বউ কে একটা চুমু খান। ফেসবুকে রাতারাতি
ভাইরাল।
2) কেউ যদি আপনার বিয়েতে “কন্যাদান” কথাটা বলে তাহলে তাকে শুটিয়ে লাল করে দিন।
আর ফেসবুকে একটা হ্যাজ নামান “মেয়েরা দানের জিনিস নয়”।  মহিলা পুরোহিত
দিয়ে বিয়ে সম্পন্ন করান।
3) নিজেকে কুল প্রমান করতে হাতে মালের বোতল, মুখে সিগারেট গুঁজে ফটো তুলুন।

4) নিজেও সিঁদুর পড়ুন, বর হারামজাদা টাকেও পড়ান। কারন সমাজের দৃষ্টিভঙ্গি
বদলাতে হবে যে।

5) বিয়ের মন্ডপে প্রবেশ করার সময় আপনি
 পিঁড়িতে বসে আসবেন না এতে নাকি মেয়েরা দুর্বল সেটা প্রকাশ পায়। তাই
বিন্দাস হেটে আসুন।
6) শুভ দৃষ্টির সময় বর কে চোখ মারুন; চাইলে দু-জন; দু-জনকে জড়িয়ে কান্নাকাটিও
করতে পারেন।
7) নতুন বউ আপনাকে প্রনাম করলে আপনিও বউ কে প্রনাম করুন। কারন এইভাবে ফেসবুকে
প্রমানিত হবে “সন্মানটা দু-দিক থেকেই থাকা জরুরি”।
8) বিদায়ের সময় হাসতে-হাসতে; নাচতে-নাচতে গাড়িতে উঠুন। কান্নাকাটি করবেন না।
9) শশুর বাড়িতে ঢোকার সময় নাচতে-নাচতে ঢুকবেন। রিসেপশনের দিন শাশুড়ির সাথে উদুম
নাচুন। 
10) ভাত-কাপড় অনুষ্ঠানে বউয়ের হাতে ভাতের থালা তুলে দিয়ে কিছু জ্ঞানের কথা
বলুন।
11)বেনারসী পরে সেজেগুজে লোক খাইয়ে বিয়ে করে তারপর ‘আমি ইমিটেশনের গয়না পরে
বিয়ে করেছি গো, বাবা মায়ের ওপর চাপ দিইনি গো’ এভাবেও ভাইরাল হওয়া যায়
12) বৌ এর সাথে বরকেও বাপের বাড়ি ছাড়তে হবে শুধু বৌ একা কেন ছাড়বে😎
আপাতত এই পয়েন্ট গুলো এখন মার্কেটে ট্রেন্ড করছে এইগুলো ফলো করলেই হবে। এছাড়া
আপনি যদি নতুন কিছু করতে চান ফেসবুক কমিউনিটি থেকে আপনাকে অলওয়েজ ওয়েল
কাম।।🙏🙃
Also read,
Tags –
Weeding,
Bengali Weeding,
Viral Post
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.