Mahalaya Song – Ashe Mahishasurmardini Lyrics (আসে মহিসাহুরমর্দিনী) Durga
Puja 2021
Ashe Mahishasurmardini Lyrics is a recently released
Durga Puja Mahalaya Song. This song written & sung by Kamal Das KD from
Icche A Dana Band.
Durga Puja Mahalaya Song. This song written & sung by Kamal Das KD from
Icche A Dana Band.
Ashe Mahishasurmardini Lyrics In Bengali
সিংহবাহিনী দুর্গতিনাশিনী প্রণমি তোমায় দেবী দুর্গে।।
দানব দোলনি সংহারকারীনি ত্রিভুবনে তুমি মাতৃ হে।।
চন্ড মুণ্ড বিনাশ কারিনি জ্ঞানদায়িনী দশোভূজে।।
দাও মা শক্তি জাগাও ভক্তি অসুরমর্দিনী দেবী দুর্গে।
দেখো শরতে শিউলির গন্ধে
বাঙালির শিরায় শিরায় আর রন্ধ্রে,
আকাশ জুড়ে আজ মেঘের খেলা
হাসে প্রকৃতি আপন আনন্দে।
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে
হন দেবীপক্ষ উদয়ীনি,,
আসে মহিষাসুরমর্দিনী
আসে মহিষাসুরমর্দিনী
আসে মহিষাসুরমর্দিনী
মা মহিষাসুরমর্দিনী।
গ্রাম শহর জুড়ে আজ উৎসব মেজাজে
নাচছে বাঙালির মন,
কাশ শিউলি ছাতিমের গন্ধে আনন্দে
জাগছে শিহরন।
তার দয়ায় ওঠে দেখো চন্দ্র-সূর্য
তার দায়ায় ফোটে কামিনী,,
আসে মহিষাসুরমর্দিনী
আসে মহিষাসুরমর্দিনী
আসে মহিষাসুরমর্দিনী
মা মহিষাসুরমর্দিনী।
সাবধান ওহে অপরাধীর দল
সাবধান ওহে দুষ্ট,
সামলে নে তোর অপকর্ম মা
তাতেই যে হবেন তুষ্ঠ।
দু নয়ন জুড়ে যার বিশ্বজগৎ
ত্রিনয়নী আছে বহ্নী,
আসে মহিষাসুরমর্দিনী
আসে মহিষাসুরমর্দিনী
আসে মহিষাসুরমর্দিনী
মা মহিষাসুরমর্দিনী।
আসে মহিষাসুরমর্দিনী লিরিক্স
Singhabahini Durgatinashini
Pronami tomay devi durge
Danob doloni Songharkarini
Tribhubone tumi matri hey
Chondo mundo binash karini
Gyanodayini Doshobhuje
Dao ma shokti jagao bhokti
Ashurmordini devi durge
Dekho shorote shiulir gondhe bangalir
Shiray shiray aar rondhre
Akash jure aaj megher khela
Haase prokriti apon anonde
Ashe Mahishasurmardini Lyrics by Icche Dana
আরো পড়ুন,
Subho Mahalaya 2021 Wishes, SMS In BengaliMahalaya Mantra Lyrics In Bengali 2021
Tags – Bengali Lyrics,
Mahalaya,
Durga Puja
Tags – Bengali Lyrics,
Mahalaya,
Durga Puja