Raag Komle Phone Korish Lyrics (রাগ কমলে ফোন করিস) Abanti Sithi
Raag Komle Phone Korish Lyrics by Abanti Sithi is a recently released
Bengali song. This song is sung by
Abanti Sithi
& Mezba Bappy.Lyrics is written by Pijus Das. Enjoy the beautiful lyrics.
Bengali song. This song is sung by
Abanti Sithi
& Mezba Bappy.Lyrics is written by Pijus Das. Enjoy the beautiful lyrics.
Raag Komle Phone Korish Lyrics In Bengali
রাগ কমলে ফোন করিস
আমি রাত জেগে বসে তোর অপেক্ষায়
তুই কেন যে এমন করিস
ফোন করবো না আমি রেগে আছি বেজায়
কথা জমলে ফোন করিস
আমি তারা গুনে লিখে রাখি মেঘের গায়
বল কেন এত ভুল করিস
আমি গলছিনা কিছুতেই তোর কথায়
তুই এত সহজে শুধরে যাবি না জানি
তাই হতেই হয় আমাকে অভিমানী
তোর ফোন না এলে ঘুম নামে না দুচোখে
তাই তখন থেকে বলেই চলেছি তোকে
রাগ কমলে ফোন করিস
কমবে না কমবে না রাগ
কমবেনা কমবেনা রাগ
করবোনা করবোনা ফোন
মনটা নরম করে
একবার ফোন করে কথা বলে নে না
প্লিজ কেউ কি এমন করে
এত ভালবাসি তবু তোর মনে জাগে না সোহাগ
এত বোকা ছেলে তুই
আমাকেই খুঁজলি না
অভিমানে প্রেম থাকে এইটুকও বুঝলি না
ভালোবাসি যাকে তার উপরেই করা যায় রাগ
রাগ কমলে ফোন করিস
তোকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াবো
কাল সন্ধ্যেয় দেখা করিস
তোর প্রিয় ফুল হাতে নিয়ে দাঁড়াবো
এত ভয় পেয়ে ভুল করিস
তোকে একলা ফেলে কি আমি পালাবো
তুই কেন যে এমন করিস
রাগ কমে গেলে ঠিক তোকে জানাবো
তুই এত সহজে শুধরে যাবি না জানি
তাই হতেই হয় আমাকে অভিমানী
তোর ফোন না এলে ঘুম নামে না দুচোখে
তাই তখন থেকে বলেই চলেছি তোকে
রাগ কমলে ফোন করিস
কমবেনা কমবেনা রাগ
কমবেনা কমবেনা রাগ
করবোনা করবোনা ফোন
রাগ কমলে ফোন করিস
Credits –
Song : Raag komle phone করিস
Lyrics : Pijush Das
Tune : Pijush Das
Music arrangement : Sajid Sarkar
Singer : Abanti Sithi & Mezba Bappy
Illustrated picture : Tasmia Sanjana Swarna
Video edit : Abanti Sithi
রাগ কমলে ফোন করিস লিরিক্স – অবন্তী সিঁথি
গানটি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। …
Thank You, Visit Again…