Ontor Jole Lyrics (অন্তর জ্বলে) Kumar Biswajit – Bongconnection
Ontor Jole Lyrics by Kumar Biswajit is a newly released
Bengali song. This song is written & composed by Ahmed Imtiaz Bulbul.
Bengali song. This song is written & composed by Ahmed Imtiaz Bulbul.
Ontor Jole Lyrics In Bengali
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে
যখন আমার তুমি কেউ লাগনা
যখন আমার তুমি কেউ লাগনা
পাড়া-পড়শী বলে রে
তখন আরও বেশি বেশি জ্বলে
তখন আরও বেশি বেশি জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে
একে তো হায় অন্তরে তে
পীড়িতের ঘাও
সে ঘায়েতে তোমরা কেন
লবন ছিটাও
একে তো হায় অন্তরে তে
পীড়িতের ঘাও
সে ঘায়েতে তোমরা কেন
লবন ছিটাও
তোমরা তার কথা বলে
চোখেতে দাও মরিচ ডলে
তোমরা তার কথা বলে
চোখেতে দাও মরিচ ডলে
চোখের পানি গড়গড়াইয়া
চোখের পানি গড়গড়াইয়া
পরে চোখের তলে
জ্বলেরে জ্বলেরে
অন্তর জ্বলে
তখন আরও বেশি বেশি জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে
একে তো হায় কব্বরেতে
দিয়াছি এক পাও
পারলে তোমরা এখনই
বাশ-চাটাই কিনতে যাও
একে তো হায় কব্বরেতে
দিয়াছি এক পাও
পারলে তোমরা এখনই
বাশ-চাটাই কিনতে যাও
বুঝি সবার মতিগতি
পেছনে চাও আমার ক্ষতি
আরে বুঝি সবার মতিগতি
পেছনে চাও আমার ক্ষতি
রূপে গুণে অপূর্ব তাই
রূপে গুণে অপূর্ব তাই
সবাই তাহার দলে
জ্বলেরে জ্বলেরে
অন্তর জ্বলে
তখন আরও বেশি বেশি জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে
যখন আমার তুমি কেউ লাগনা
যখন আমার তুমি কেউ লাগনা
পাড়া-পড়শী বলে রে
তখন আরও বেশি বেশি জ্বলে
তখন আরও বেশি বেশি জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
অন্তর জ্বলে রে জ্বলে
বুকের ভেতর অন্তর আমার জ্বলে
অন্তর জ্বলে লিরিক্স – কুমার বিশ্বজিৎ
Ontor jwale re jwale
Buker vetor ontor amar jwale
Jokhon amar tumi keu lagona
Para-porshi bole re
Tokhon aaro beshi beshi jwale
Antar jwale re jwale
Buker bhetor ontor amar jole
Eke toh hay ontorete piriter ghao
Se ghayete tomra keno lobon chitao
Tomra taar kotha bole
Chokhete dao morich dole
Chokher pani gorgoriya
Pore chokher tole
আরো পড়ুন,
Tags –
Bengali Lyrics,
Bangladeshi Song,
Bangla Gaan
Bengali Lyrics,
Bangladeshi Song,
Bangla Gaan