Brindaboner Modhubone Lyrics (বৃন্দাবনের মধুবনে) S D Burman – Abanti
Sithi
Brindaboner Modhubone Lyrics In Bengali
বৃন্দাবনের মধুবনে
এখন কোনো মধু নাই,
বৃন্দাবনের যত মধু
নিয়ে গেলেন রাই গো রাই।
ব্রজেশ্বরী রাই কিশোরী
আইনা দে, আইনা দে রে,
কি করি আমি, কি করি আমি
কি করি আমি, কি করি আমি,
বল রে সুবল
বল রে সুবল বল দাদা
কি করি আমি, কি করি আমি
কি করি আমি, কি করি আমি।।
আমি দোষিব না কারেও
দোষ দিয়া কি হবে রে,
কপালে যা লেখন ছিল
তাইতো ফলে গেলো রে।
ব্রজেশ্বরী রাই কিশোরী
আইনা দে, আইনা দে রে,
কি করি আমি, কি করি আমি
কি করি আমি, কি করি আমি
কি করি আমি, কি করি
কি কি করি করি,
বল রে সুবল বল দাদা
কি করি আমি, কি করি আমি
কি করি আমি, কি করি আমি
আমি কি কি কি করি।।
বৃন্দাবনের মধুবনে লিরিক্স