Bela Bolchi Lyrics (বেলা বলছি) Mouli Banerjee – The Bong Studio

Bongconnection Original Published
3 Min Read


Bela Bolchi Lyrics (বেলা বলছি) Mouli Banerjee – The Bong Studio

 
Bela Bolchi Lyrics (বেলা বলছি) Mouli Banerjee - The Bong Studio
Loading...


Bela Bolchi Lyrics is a Brand new Bengali song from ‘The Bong Studio‘. This song is sung by Mouli Banerjee & composed Sayantan Neogi.
Enjoy this beautiful song’s lyrics.


Bela Bolchi Lyrics In Bengali 

আমায় সেদিন বলতে কিছুই দাওনি 
বোঝার কথা দূরে পড়ে থাক,
নীরবতার মানে তুমি বুঝে যদি যেতে 
এতো বছরের দূরত্ব মুছে যাক। 

অভিমানী তুমি এইতো তোমার সুযোগ
আমাকে তো বেশ অভিযোগে মুড়ে নিলে,
আমিও সেদিন একটা কিছু 
বলতে যাওয়ার আগে,
হঠাৎ করে ফোন টা কেটে দিলে। 

এটাই 244 জমা সেই চাপানউতোর
নম্বরটা আজও সেই একই আছে,
সেদিনের পর আজও তোমার 
আর কোনো ফোন আসে নি,
উত্তরটা জমানো আমার কাছে।।  

তিন’মাস পর আর কোনো কথা হলোনা
এগারোসর হিসেব টা শুনলাম,
কসবার ওই ঘরটার আজও 
দেয়ালটা নীল আছে,
একটা ফোনের প্রহর গুনলাম।  

গল্পের পর গল্প ছিল সাজানো
যুক্তিটা তাও মুক্তি পেলোনা,
দোষটা আদৌ আমায় কি তুমি 
পুরোটা দিতে পারো,
কেন লাল-নীল সেই সংসার হলো না?

এটাই 244 জমা সেই চাপানউতোর
নম্বরটা আজও সেই একই আছে,
সেদিনের পর আজও তোমার 
আর কোনো ফোন আসে নি,
উত্তরটা জমানো আমার কাছে।। 

চেষ্টা করি বাঁচতে নিজের জন্য
তাও চিলেকোঠায় চোখের কোনে জল, 
ছোট্ট একটা চাকরি আর সেটা নিয়ে আমি 
প্রতীক্ষিত হৃদয়ে দাবানল। 

আজকে হঠাৎ এতো বছর পরেও 
শূন্যতা যেন আশ্রয় পেতে চায়,
স্মৃতি টুকুই সম্বল তাই যত্নে তুলে রাখা 
তোমার তাতে কি বা আসে যায় .. 

রাস্তার ধারে সস্তা হোটেলে লাইন 
ভাগাভাগি করে এক প্লেট মোগলাই,
দামি রেস্টুরেন্টের আদল আমার 
এখনো ভালো লাগেনা,
অভ্যাসটা কি করে পাল্টাই ?

প্রত্যাশার আজ হয়েছে অবসান 
বিশ্বাসে তাকে খুঁজেছি বারবার,
এমন ভাবে কেটে গেছে দিন 
যেন গল্পকথা,
চেষ্টা করি ভুলে থাকবার।

এটাই 244 জমা সেই চাপানউতোর
নম্বরটা আজও সেই একই আছে,
সেদিনের পর আজও তোমার 
আর কোনো ফোন আসে নি,
উত্তরটা জমানো আমার কাছে।। 

বেলা বলছি লিরিক্স – Mouli Banerjee

Amay sedin bolte kichui daoni
Bojhar kotha dure pore thak
Nirobotar maane tumi bujhe jodi jete
Eto bochorer durotto muche jak

Obhimani tumi eito tomar sujog
Amake toh besh obhijoge mure nile
Amio sedin ekta kichu bolte jaowar agey
Hotath kore phone ta kete dile

Etai 244 joma sei chapanutor
Number ta aajo sei eki ache
Sediner por aajo tomar
Aar kono phone asheni
Uttorta jomano amar kache

Reply Of Bela Bose Lyrics


গানটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। …

Thank You, Visit Again…




Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.