Nisha Lagilo Re Lyrics (নিশা লাগিলো রে) Hason Raja – Chanchal Chowdhury

Bongconnection Original Published
4 Min Read


Nisha Lagilo Re Lyrics (নিশা লাগিলো রে) Hason Raja – Chanchal Chowdhury

Nisha Lagilo Re Lyrics (নিশা লাগিলো রে) Hason Raja - Chanchal Chowdhury
Loading...

Nisha Lagilo Re is a popular Bangladeshi song. This song
is written & composed by
Hason Raja.
Various Bengali artists has beautifully sung this song (Chanchal Chowdhury, Meher Afroz Shaon, Iman Chakraborty, Paopn,
Haimanti Rakshit Das

& many others). Enjoy this beautiful song with lyrics.

Nisha Lagilo Re Lyrics In Bengali 


নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,

বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।


হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে

হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে।

নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,

বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।


ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ,

ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ

হাসন জানের রূপ দেখিয়া,

হাসন জানের রূপ দেখিয়া জনমের গেলো দুঃখ।

লাগিলো রে,

বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে,

নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,

বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।


হাসন জানের রূপটা দেখি

ফাল দি ফাল দি উঠে,

চিরাবারা হাসন রাজা,

চিরাবারা হাসন রাজা,

বুকের মাঝে ফুটে।

লাগিলো রে,

বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে,

নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,

বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।


হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে

হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে।

নিশা লাগিল রে, নিশা লাগিল রে,

বাঁকা দু’নয়নে নিশা লাগিলে রে।


নিশা লাগিলো রে লিরিক্স 


Nisha lagilo re, Nisha lagilo re,
Baka du noyone nesha lagilo re.

hason raja piyarir preme mojilo re
hason raja piyarir preme mojilo re.
Nisha lagilo re, Nisha lagilo re,
Baka du noyone nesha lagilo re.

Chotfot kore hason dekhiya chand mukh
Chotfot kore hason dekhiya chand mukh
Hason janer rup dekhiya
Hason janer rup dekhiya jonomer gelo dukkho.
Lagilo re,
Baka du noyone nesha lagilo re.
Nisha lagilo re, Nisha lagilo re,
Baka du noyone nesha lagilo re.

Hasan janer rup ta dekhi
Fal di fal di uthe,
Chirabara hasan raja.
Chirabara hasan raja.
Buker majhe fute
Lagilo re,
Baka du noyone nesha lagilo re.
Nisha lagilo re, Nisha lagilo re,
Baka du noyone nesha lagilo re.

hasan raja piyarir preme mojilo re
hasan raja piyarir preme mojilo re.
Nisa lagilo re, nisa lagilo re,
Baka du noyone nesha lagilo re.

Video Song 


অহিদুর রেজা
বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (২১ ডিসেম্বর ১৮৫৪ – ৬
ডিসেম্বর ১৯২২; ৭ পৌষ ১২৬১ – ২২ অগ্রহায়ণ ১৩২৯ বঙ্গাব্দ
বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান
হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক
অসামান্য সংযোগ ঘটিয়েছে।
দেশ, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের একটি ধর্ম
রয়েছে, যাকে মানবতা বলে। এই মানবতা সাধনার একটি রূপ হলো মরমী
সাধনা। যে সাধনা হাসন রাজার গান এবং দর্শনে পাওয়া যায়। তিনি
সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করেছেন। তাঁর
রচিত গানগুলো শুনলে মনের মাঝে আধ্যাত্মবোধের জন্ম হয়। ১৯০৭
খ্রিষ্টাব্দে তাঁর রচিত ২০৬টি গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়।
এই সংকলনটির নাম ছিল ‘হাসন উদাস’। এর বাইরে আর কিছু গান ‘হাসন
রাজার তিনপুরুষ’ এবং ‘আল ইসলাহ্’সহ বিভিন্ন পত্র পত্রিকায়
প্রকাশিত হয়েছে। ধারণা করা হয়, তাঁর অনেক গান এখনো
সিলেট-সুনামগঞ্জের লোকের মুখে মুখে আছে এবং বহু গান বিলুপ্ত হয়ে
গেছে। এ পর্যন্ত পাওয়া গানের সংখ্যা ৫৫৩টি। অনেকে অনুমান করেন
হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশি
Also read, 
INDUBALA GO LYRICS (ইনন্দুবালা গো

 Tags – Bengali Lyrics, Hason Raja, Chanchal Chowdhury

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.