Baishe Srabon Kobita 2021 – বাইশে শ্রাবণ কবিতা

Bongconnection Original Published
1 Min Read


 Baishe Srabon Kobita 2021 – বাইশে শ্রাবণ কবিতা 

Baishe Srabon Kobita 2021
Loading...

Baishe Srabon Poems In Bengali

Loading...


|| যাবার দিন ||
    ~ রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি
যাবার দিনে এই কথাটি বলে যেন যাই —
যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। 
         এই জ্যোতিঃসমুদ্র-মাঝে
         যে শতদল পদ্মরাজে
         তারি মধু পান করেছি , ধন্য আমি তাই–
         যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। 
বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে
অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। 
           পরশ যাঁরে যায় না করা 
            সকল দেহে দিলেন ধরা। 
            এইখানে শেষ করেন যদি শেষ করে দিন
তাই–
             যাবার বেলা এই কথাটি জানিয়ে
যেন যাই। 

২২শে শ্রাবণ নিয়ে কবিতা

বাইশে শ্রাবণ, ৮০ বছর আগে ১৯৪১ সালের  (বাংলা ১৩৪৮) কলকাতার জোড়াসাঁকোর
ঠাকুরবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান হয়। সেই মহাপ্রাণ কি কখনো
শেষ হতে পারে? আজও তিনি আমাদের সকল কর্মে সকল মর্মে রয়েছেন, শ্বাসবায়ুর মত।

Share This Article