Premer Golpo – তুমি এলে তাই – Bengali Love Story Read Online

Bongconnection Original Published
5 Min Read


 Premer Golpo – তুমি এলে তাই – Bengali Love Story Read Online

Premer Golpo - তুমি এলে তাই - Bengali Love Story Read Online
Loading...

Bangla Premer Golpo

তুমিএলে তাই
            – দেবযানীগুহ

চারপাশ টা ভালো করে দেখে দরজাটা ভেজিয়ে মা কে ফোন করলো অদ্রিজা। অদ্রিজার মা
ফোন ধরে বলল কিরে আজ তোর বৌভাত, সকালে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেল এত
তাড়াতাড়ি! অদ্রিজা চাপা গলায় বলল কোথায় বিয়ে দিলে আমায় মা! অদ্রিজার মা অবাক
হয়ে বলল কেন কি হলো! মায়ের এক ছেলে। বাড়িতে শুধু তোরা তিনজন তাহলে সমস্যাটা
কোথায়! অদ্রিজা রেগে গিয়ে রাখো তো তোমার এক ছেলে! কোথা থেকে কিছু আত্মীয় এসে
জুটেছে কাল থেকে আমাকে পাগল করে দিচ্ছে। কাল যখন শাড়ি পাল্টাচ্ছিলাম তখন আমার
ঘাড়ে আঁকা ট্যাটু দেখে রনিতের কোন এক মাসি বলল তোমার শাশুড়ি এই ট্যাটু দেখলে
তোমার এই ঘাড়ে আর মাথা থাকবেনা।  যা দাপুটে মহিলা চেনো না তো! রাতে আমি
নাইটি পরে শুয়েছি বলে সবাই হাসছিলো আমায় দেখে। আর আজ সকালে যখন রনিতের মাসতুতো
বোনকে বললাম আমাকে শাড়িটা একটু পরিয়ে দাও প্লিজ তখন মুচকি হেসে বলল পাঁচ
মিনিটের মধ্যেই আসছে। একঘন্টা হতে চললো মা কারোর দেখা নেই। এদিকে নীচে
কিছুক্ষণের মধ্যেই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। এগুলো আমাকে অপদস্থ করা ছাড়া
আর কি বলতে পারো! অদ্রিজার মা সুমনাদেবী বললেন তোর অবস্থা বুঝতে পারছি রে মা
কিন্তু  আমারও তো হাত পা বাঁধা। ইস্ খুব ভুল হয়ে গেল তোর সাথে ভাইকে না
পাঠিয়ে যদি কোনো মেয়েকে পাঠাতাম তাহলে ভালো হত! রনিত জানতে পারলে নিশ্চয়ই কোনো
একটা ব্যবস্থা করতো। অদ্রিজা ঝাঁঝিয়ে উঠে বলল ঘোড়ার ডিম করতো। বাব্বা যেদিন
দেখা করল প্রথমেই বলল বিয়ের আগে বিয়ে সংক্রান্ত কোনো পোস্ট সোশাল মিডিয়ায় দেওয়া
যাবেনা এতে নাকি ওনার মায়ের ঘোর আপত্তি। একেবারে মাম্মাস্ বয় যাকে বলে বুঝেছো
মা! এখন আমি গায়ে শাড়ি পেঁচিয়ে বসে থাকি আর কি! সন্ধ্যায় তোমরা এলে তোমাদেরও
হাসির খোরাক হতে হবে সবার কাছে। যা দাপুটে শাশুড়ি, কথা বলতেই ভয় করে! 

Premer Golpo In Bengali

অদ্রিজার কথা বলার মাঝে হঠাৎই রণিত ঘরে ঢুকে বলল ফোন টা রাখো এবার হাতে আর বেশি
সময় নেই। রণিতকে ঘরে ঢুকতে দেখে অদ্রিজা ফোনটা কেটে দিয়ে শাড়িটা ভালোমতো গায়ে
জড়িয়ে বলল কি ব্যাপার! একটা মেয়ে ঘরে শাড়ি পড়ছে এটা জেনেও ঢুকলে কেন! রণিত
মুচকি হেসে বলল শাড়ি পরছে বলাটা ভুল বরং শাড়িটা জড়িয়ে বসে আছে এটা বলাটা বেটার।
অদ্রিজা রেগে গিয়ে বললো আমাকে ইনসাল্ট করতে এসেছো তো ! 

আরো পড়ুন, Premer Golpo 2021 – শুধু তোমারই জন্য

রণিত বলল বয়ে গেছে আমার! নাও এখন উঠে দাঁড়াও দেখি কুচি ঠিক করতে হবে, আঁচলে
প্লিট করতে হবে অনেক কাজ! অদ্রিজা অবাক হয়ে বলল তুমি শাড়ি পরাতে পারো নাকি!
রণিত অদ্রিজার শাড়ির কুচি ঠিক করতে করতে বলল কেন না পারার কি আছে! মা যখন অফিস
যেত আমি মায়ের কুচি ধরে দিতাম রোজ। রণিতের কথা শুনে অদ্রিজা বাঁকা হেসে বলল মা
জানলে কিন্তু খুব বকবে! রণিত হেসে বলল ঐ যে খানিকক্ষণ আগে তুমি তোমার মাকে
বলছিলে না আমি মাম্মাস বয় ঐ জন্যই কিন্তু এখন শাড়ি পরাতে এলাম। অদ্রিজা অবাক
হয়ে বলল কি বলতে চাইছো বলো তো! 


Premer Golpo PDF Free Download

রণিত অদ্রিজার আঁচল ঠিক করে দিতে দিতে বলল কাল রাতে তোমার নাইটি পরা নিয়ে যখন
সবাই হাসাহাসি করছিলো তখনই মা বুঝে গিয়েছিল যে শাড়ি পরা তোমার ঠিক আসেনা। এখন
তাই মা আমাকে বলল যা বৌমাকে শাড়ি টা পরিয়ে দিয়ে আয়, আমি এদিকটা খেয়াল রাখছি।
তোমাকে সবার সামনে অপদস্থ হতে দেবার মতো মহিলা আমার মা নন। এটা ঠিকই যে বিয়ের
আগেই বিয়ে করছি বলে সোশাল মিডিয়ায় পোস্ট মা পছন্দ করেননা। মা বলেন সবাইকে
জানানোর আগে নিজেরা নিজেদের ভালো করে জানো। আমিও এটা বিশ্বাস করি যে ছবির লাইক
কমেন্টের গুনতির ওপর সম্পর্কের গভীরতা নির্ভর করেনা। অদ্রিজা অবাক হয়ে রণিতের
কথাগুলো শুনছিলো। রণিত বলল হ্যাঁ এটা ঠিকই বলেছো যে আমি মায়ের সবকথা শুনি। বাবা
চলে যাওয়ার পর থেকে মা আমার কাছে সব। কিন্তু তাই বলে মা ছাড়া বৌয়ের কষ্ট
বুঝবোনা এরকম শিক্ষা আমাকে মা দেননি। নাও তোমার শাড়ি পরানো কমপ্লিট এবার চটপট
নীচে চলে এসো, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে তো এবার। অদ্রিজা রণিতের হাতটা
টেনে ধরে বললো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার আগেই যে আমার পাশে থাকার দায়িত্ব নিয়ে
ফেলেছো মশাই! অদ্রিজা রণিতের গলা জড়িয়ে বলল ভাগ্যিস মা তোমায় পাঠালো! তুমি না
এলে যে কি হতো! এইকথা বলে অদ্রিজা রনিতের দুই গালে আদর করে বলল একটা তোমার আর
একটা আমাদের মায়ের। রণিত মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে অদ্রিজাকে বলল
তোমার মাকে বলে দিও সব ঠিক আছে নয়তো উনি আবার অযথা চিন্তা করবেন।
আরো পড়ুন, সুন্দর প্রেমের গল্প


Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.