হোটেলে গিয়ে যেসব কাজ করা উচিত নয় – Do’s and Don’ts when Staying in a Hotel

Bongconnection Original Published
2 Min Read


 হোটেলে গিয়ে যেসব কাজ করা উচিত নয় – Do’s and Don’ts when Staying in a
Hotel 

হোটেলে গিয়ে যেসব কাজ করা উচিত নয় - Do's and Don'ts when Staying in a Hotel
Loading...


হোটেলে উঠে ভুলেও যেসব কাজ করা উচিত নয়

১: রিমোট ধরা উচিত নয়
বিশেষজ্ঞদের মতে কম দামি কিংবা ঝাঁ-চকচকে যে কোন হোটেলে রিমোট কন্ট্রোলে
সবচেয়ে বেশি ভাইরাস থাকে। সম্প্রতি এক গবেষণায় জানা যায় হোটেলের রুমের
অন্যান্য অংশযেভাবে পরিস্কার করা হয় তার থেকে অনেক কম পরিষ্কার করা হয় টিভি
রিমোট বা এসি রিমোট আর এখানেই সবথেকে বেশি জীবাণু থেকে যায় তাই রিমোট থেকে
সাবধান


২: চট করে দরজা না খোলা
আমরা যখন বাইরে যাই তখন কিন্তু আমাদের কেউ  চেনাজানা লোক সেখানে থাকে না
তাই দরজায় কড়া নাড়লে আপনার অপরিচিত লোক হবে তাই চট করে দরজা খুলবেন না আগের
নাম ঠিকানা জিজ্ঞেস করে তারপরে খুলুন

৩: হোটেলের দরজা সবসময় লক করে রাখুন
হোটেলের দরজা খোলা থাকলে যেকোনো সময় বিপদ হতে পারে তারপর আপনি বাইরে থেকে
এসেছেন এবং আপনার উপর অনেকেই নজর রাখতে পারে এই দিক গুলো সব সময় খেয়াল
রাখুন

হোটেলে গিয়ে যেসব কাজ করা উচিত নয় - Do's and Don'ts when Staying in a Hotel

What Problems Can You Have In A Hotel?

৪: মূল্যবান জিনিস হোটেলে না রাখাই ভালো
কোন মূল্যবান জিনিস থাকলে তা হোটেলের লকার রুমে টাকা দিয়ে রাখুন তাতে আপনার
সম্পত্তি খুব নিরাপদে থাকবে


হোটেলে গিয়ে যেসব কাজ করা উচিত নয় - Do's and Don'ts when Staying in a Hotel
৫: ছারপোকা থেকে সাবধান
যদি হোটেলের রুমে ছারপোকা আনাগোনা দেখতে পারেন তাহলে হোটেলের কর্মকর্তাকে তখনই
জানান পরিষ্কার করে দিতে তার কারণ এই ছারপোকা আপনার সাথে আপনার বাড়ি অব্দি চলে
আসতে পারে এবং আপনার সেখানে তো রক্ত খাবেই।
Tags –
Travel, Hotel, Tourism
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.