হ্যাপি ভ্যালেন্টাইন ডে কবিতা
আমার তুমি
– নাজনীন ফাতেমা
যেদিন প্রথম দেখায় আটকে ছিল চোখ
তুমি ছিলে অন্য বেশে
না, হাত ধরা হয়নি সেদিন
সুযোগ হয়নি হাত বাড়াবার
তবে দোলা দিয়েছিলে আমার নীল আকাশে।
দুচোখ ভরে দেখেছি মুগ্ধ হয়ে বহুবার
তবু ভরেনি আমার মন
অবাক হয়েছি ভেবে
কি আছে ওই সমুদ্রে
যার জোয়ারে ভেসে যায় বারবার আমার চোখ।
শেখালে যখন চলতে এক নতুুন পথে
মেলে ধরতে নিজেকে
ভাবিনি দেখব আবারও
তোমাকে নতুন রূপে
তোমারি হাত ধরে আজ তুমি চেনালে আমাকে।
তোমাকে না দেখলে আজ
পৃথিবী তো দূরে থাক, বাকি রয়ে যেত নিজেকে দেখার
তাই চাইনে কিছু আর
আছে একটাই চাওয়ার
বহু বেশে, বহু রূপে এসো তুমি এমনি করেই
আমার জীবনে আবারও বারবার।
Valentine Day Bengali Kobita
প্রেম আমার
– কল্যাণী ঘোষ
সেদিন তোমার চোখে দেখেছিলাম, আমাদের প্রেমের উষ্ণতা-
সেদিন তোমার চোখে দেখেছিলাম আমাদের প্রেমের উন্মত্ততা-
সেদিন তোমার চোখের মায়ায় জড়িয়ে ছিলাম
রাতভর
সেদিন তোমার বাহুডোরে আটকা পড়েছিলাম
ভুলে লজ্জার ঘোর-
সেদিন তুমি পথ আটকে ছিলে ,বলেছিলে,থাকতে আরো কিছুক্ষণ-
আমি তখন কপট রাগে ভেঙেছিলাম তোমার মন।
আজ এতো বছর পর ,একই ছিলো সবই-
বয়সের ছাপ,চুলের পাক,প্রেম কমাতে পারেনি কিছুই,
সোহাগ ছিলো,সুখের সংসার ছিলো,কিছু ছিলো দুঃখ মন খারাপের-
সন্তানহীন দম্পতি মোরা,তবু হেসে খেলে কাটাচ্ছিলাম সংসার-
হটাৎ আসা ঝড়ে করলো তোমায় পঙ্গু, সখা,তবু আমি মানিনি হার-
ভালোবাসা সম্বল করে বাড়িয়ে মনের জোর দুঃখ ভুলে ,
তোমায় রোজ শোনাই আমাদের ভালোবাসার পত্র ভোর ভোর।
যতদিন বাঁচবো ,বাঁচবো মোরা দুজনেতে, জানি আসবে মৃত্যু, ঘটবে বিচ্ছেদ-
তবু আমাদের ভালোবাসা রবে অমর, কোথাও থাকবে না কোনো খেদ।
যা হবে না বলা,যে প্রেম করা হবে না নিবেদন,
তা সবই রবে তোলা,যখন হবে দেখা পরপারে-
মিটিয়ে নেব বন্ধু আমার , তুমি যে আমারই প্রিয়জন।
ভ্যালেন্টাইন ডে এর কবিতা
আমার প্রতিটা দিন ভ্যালেন্টাইন ডে
তোমার জন্য।
এখন সত্যি যদি কিছু থাকে এই দিনে তবে সেটা উদযাপন
কিন্তু চলন্তিকা আমার উদযাপন তো তোমায় জুড়ে আমার প্রতিদিন।
আমার প্রতিটা স্বপ্নে, প্রতিটা স্পন্দনে তুমি আছো
এর থেকে বড় ভ্যাপলেন্টাইন আর কি হতে পারে।
কিন্তু আমি পারলাম না চলন্তিকা বিজ্ঞাপনী প্রচারে তোমাকে বলতে
ভালবাসি।
কিংবা সাজানো চকলেট ডে বা ল কিস ডেতে লোক দেখাতে
তোমাকে ভালবাসি।
শুধু আমার অন্তরের তৃষ্ণা ছুঁয়ে গভীর নদী
ক্রমাগত, পরিবাহিত।
আমার বলতে লজ্জা নেই আমি তো চুমু তোমায় রোজ খায় আমার স্বপ্নে
তোমার আখরোট ঠোঁটে জিভ ছুঁয়ে খঁজে পায় চকলেট টেস্ট।
তোমার গভীর চোখে চোখ রেখে খুঁজে পাই নিজের ঠিকানা
তার জন্য আমার কিস কিংবা চকলেট ডের দরকার নেই।
দরকার নেই রোজ ডের যেখানে শুধু সাজানো সুগন্ধ
কারন আমার কাছে তুমি গোলাপের থেকে কম কোথায়।
আসলে কি জানো চলন্তিকা
আমার জংলী প্রেমে কোন ভালোবাসার উদযাপনের দরকার নেই
দরকার শুধু তোমায় আরো, আরো অনেক বেশি
শুধু আদর করবো বলে।
আমার প্রতিটা সেকেন্ড ভ্যালেন্টাইন ডে
Valentine’s Day Poem In Bengali
তুমি আছো তাই
– সৌমী রাহা
আখুলি
আখুলি
তুমি আছো তাই সকালটা এতো মিষ্টি আমার কাছে,
তুমি আছো তাই গভীর রাতের অন্ধকারটা মিছে।
তুমি আছো তাই সূর্যগ্ৰহণেও গোটা দেশজুড়ে আলো,
তুমি আছো তাই মেঘলা বিকেলটা আমার লাগে ভালো।
তুমি আছো তাই সূর্যের তেজ গ্রীষ্মেও লাগে মিষ্টি,
তুমি আছো তাই ভরা ফাগুনেও গোটা দেশজুড়ে বৃষ্টি।
তুমি আছো তাই কিপ্টে লোকটা খরচে হয়েছে আজ,
তুমি আছো তাই প্রবল খরচেও মাথায় পরেনি বাজ।
তুমি আছো তাই হিমালয়ের বরফ যাচ্ছে গলে,
তুমি আছো তাই আমাজনটা দাবানলে গেল জ্বলে।
তুমি আছো তাই ওজোন স্তরে দেখা দিচ্ছে ক্ষয়,
তুমি আছো তাই সব কাজেতে দেখা যায় সংশয়।
তুমি আছো তাই গ্রামোফোনটা ঘরের মধ্যে বাজে,
তুমি আছো তাই মেকী কলহ দাম্পত্যের মাঝে।
তুমি আছো তাই তোকমা লেগেছে মন্দ মেয়ে বলে,
তুমি আছো তাই একাকীত্ব গেছে আমার চলে।
কারন প্রতিটা নিশ্বাসে তুমি ছুঁয়ে থাকো, জানি আমি জীবিত।
আমার স্পর্শ আলাদা মাত্রা পায় কারন তোমার ধুকপুক আমি শুনি
আমি শুনতে পাই তোমার আগমনী “ভালবাসা ” আমার শিরায় শিরায়।
তুমি জানো তুমি আমার ভ্যেলেন্টাইন
তাই তোমাকে আমার আলাদা করে জানাবার দরকার নেই “হ্যাপি ভ্যেলেন্টাইন ডে“।