Manush Boro Ovimani Kobita Lyrics – মানুষ বড় অভিমানী – Munmun
Mukherjee
মানুষ বড় অভিমানী
– সাদাত হোসাইন
Manush Boro Ovimani Kobita Lyrics In Bengali
Poem : Manush Boro Ovimani Poem Prani
Written by : Sadat Hossain
Recited by :
Munmun Mukherjee
Munmun Mukherjee
Camera : Nilanjan
Recrding & Mixing : Kaushik Som
মানুষ বড় অভিমানী প্রাণী
সে চায় তার মনখারাপ হলে,
প্রিয় মানুষটাকে না বললেও
সে বুঝে ফেলুক।
ফোন করে খানিক ম্লান গলায়
হ্যালো বলতেই,
ওপারের মানুষটা বলুক
তোমার মনখারাপ?
তার এলোমেলো চুল খানিকটা
লাল চোখ দেখে বলুক,
তোমার ঘুম হয়নি রাতে?
দুঃস্বপ্ন দেখেছো?
টেনশন করছো কিছু নিয়ে?
সে চায়, মানুষটা বুঝুক
কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়,
চোখের সামনে আলতো করে হাত ছুঁইয়ে
বন্ধ করে দিতে হয় চোখের পাতা।
সে চায়, মানুষটা বুঝুক
কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়,
ফিসফিসিয়ে বলতে হয়
আমি তো আছি;
তবে, মনখারাপ কেন?
সে চায়, মাঝরাত্রিতে সে টের পাক
পাশের মানুষটা তার মাথার নীচের
সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে,
শেষ রাতে যখন খানিকটা হিম নামে
তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে।
সে চায়, তার জন্য মাঝরাত্রিরেও কেউ
বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক,
মনে রাখুক তার জন্মদিনের কথা
প্রথম দিনের কথা,
স্পর্শ অনুভূতির কথা।
সে চায়, তাকে ছুঁয়ে দেখতে গিয়ে
কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক,
কেউ কপাল ছুঁয়ে বলুক
দেখি দেখি তোমার জ্বর নয় তো?
অভিমানে দূরে সরে যেতে চাইতেই
কেউ বলুক, খানিক ভুল করেছি বলেই
দূরে সরে যেতে হবে?
তবে এই যে এত ভালোবাসি
তাতে আরও কাছে আসে যায়না?
আরও আরও কাছে,
অনেক অনেক কাছে।
মানুষ বড় অভিমানী প্রাণী
তারা দু’জনই কেবল ভাবে,
এসবই ঐ মানুষটা করুক
ঐ অন্য মানুষটা,
কিন্তু শেষমেশ করা হয়না কারোরই।
তাই কাছে আসার রঙিন দিনেরা
ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়।
মানুষ বড্ড অভিমানী প্রাণী
অভিমানে সে ক্রমশঃই দূরে চলে যায়,
আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ।
Manush Boro Ovimani Poem Lyrics
মন ছুঁয়ে যাওয়া এমন কবিতাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
..
..
ভালো থাকুন, কবিতায় থাকুন। ..
Thank You, Visit Again ….