কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটার ভাইরাসের নাম, লক্ষণ, ক্ষতি, প্রতিরোধের উপায়, এন্টিভাইরাস

Bongconnection Original Published
4 Min Read


 কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটার ভাইরাসের নাম, লক্ষণ, ক্ষতি, প্রতিরোধের
উপায়, এন্টিভাইরাস

কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটার ভাইরাসের নাম, লক্ষণ, ক্ষতি, প্রতিরোধের উপায়, এন্টিভাইরাস
Loading...

✍️ Abhishek Thakur
Tech Expert 

কম্পিউটার Virus কি? কম্পিউটার ভাইরাস কিভাবে কম্পিউটারের ক্ষতি
করে

Loading...
হঠাৎ করে দেখলেন কম্পিউটার শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে। বারবার ডিলিট করেও
এ থেকে মুক্তি মিলছে না। হুটহাট অনেক ফাইল-ফোল্ডার হারিয়েও যাচ্ছে। ইদানীং এই
সমস্যায় প্রায় সবাই পড়ছেন। এটি কোনো ভাইরাস নয়। এ হলো
VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট)। এ যন্ত্রণা থেকে খুব সহজেই
মুক্তি পেতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন।

কম্পিউটার ভাইরাসের নাম

সাধারণত কম্পিউটারে  ইন্টারনেট ব্রাইজিং করার সময় বা পেনড্রাইভ ব্যাবহার
করার ফলে যে ভাইরাসগুলো এট্যাক করে সেগুলো হলো। 

Nimda
ILOVEYOU
SQL Slammer
Stuxnet
CryptoLocker
Conficker
Tinba


কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়

CMD ব্যবহার করে
১. ওপেন CMD (Command Prompt – DOS)
২. নিচের কমান্ডটি হুবহু লিখুন
attrib -h -s -r -a /s /d Name_drive:*.*
এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি
লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d
c:*.*

৩. এন্টার বাটন চাপুন
৪. এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে। এবার ওই
ফাইল ও ফোল্ডারগুলো ডিলিট করে দিন।
কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটার ভাইরাসের নাম, লক্ষণ, ক্ষতি, প্রতিরোধের উপায়, এন্টিভাইরাস
.bat ব্যবহার করে
Bat ফাইল হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু
হয়ে যায়।
১. নোটপ্যাড ওপেন করুন।
২. নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন
@echo off
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
@echo complete.

৩. এবার Name_Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির
বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।

৪. removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
৫. এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।
৬. এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে।
এখন সব ডিলিট করে দিন।


কম্পিউটার এন্টি ভাইরাসের নাম

 Norton Antivirus.
 McAfee Free Antivirus.
 LifeLock.
 Avast Free Antivirus.
 Bitdefender Antivirus Free Edition.
 AVG AntiVirus FREE.
 Sophos Home.



কম্পিউটার ভাইরাস থেকে বাঁচার উপায়

আক্রান্ত পেনড্রাইভ থেকে বাঁচতে
১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ — দিয়ে APPLY
করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটার ভাইরাসের নাম, লক্ষণ, ক্ষতি, প্রতিরোধের উপায়, এন্টিভাইরাস
আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে
১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ — দিয়ে APPLY
করুন।
ব্যাস, আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও
আর আপনার কম্পিউটারে ঢুকবে না।

Tags – Computer, Computer Virus,
Tech

Share This Article