কম্পিউটার টিপস এন্ড ট্রিকস – Computer Tips In Bengali

Bongconnection Original Published
4 Min Read


 কম্পিউটার টিপস এন্ড ট্রিকস – Computer Tips In Bengali

কম্পিউটার টিপস এন্ড ট্রিকস - Computer Tips In Bengali
Loading...

কম্পিউটার টিপস এন্ড ট্রিকস

Loading...


Abhishek Thakur
Tech Expert
কম্পিউটারের প্রয়োজনীয় কিছু টিপস:

কম্পিউটারে C: ড্রাইভে ফাঁকা জায়গার পরিমাণ
বাড়ান
সহজেই কম্পিউটারের C: ড্রাইভের
ফাঁকা জায়গা অনেকখানি বাড়ানো যায়। আর এরজন্য
প্রথমে C: ড্রাইভের উপর ডান বাটন রেখে Properties-এ
ক্লিক করতে হবে। এখন Disk Clean Up-এ ক্লিক করতে হবে।
এবার নতুন যে উইন্ডো আসবে সেটির প্রত্যেকটি চেক
বক্সে টিক চিহ্ন দিয়ে Ok করে দিতে হবে এবং তারপর My
Computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-
এ যেতে হবে। এখান থেকে System Restore-এ ক্লিক
করে Turn Off System Restore On All Drives-এ টিক চিহ্ন দিয়ে Ok-
তে ক্লিক করতে হবে। তারপর নতুন
একটি উইন্ডো আসবে যেটিতে Yes ক্লিক করলেই
দেখা যাবে কম্পিউটারে ফাঁকা জায়গার পরিমাণ
অনেক বেড়ে গেছে।

কম্পিউটার সফটওয়্যার টিপস


স্ক্রীন সেভার বন্ধ করা
মাঝে মাঝেই কাজ করতে করতে কোন
কারণে কিছুক্ষণের জন্য কম্পিউটারে হাত
না দিলে কম্পিউটারের প্রোগাম
চলে গিয়ে সেখানে স্ক্রীন সেভার চলে আসে। আবার
মাউস সামান্য নাড়ালেই
মনিটরে প্রোগামটি ফিরে আসে। তবে আমরা নিচের
নিয়ম অনুযায়ী কাজ করলে প্রোগাম আর চলে যাবে না।
প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে properties-এ
যেতে হবে। তারপর সেখান থেকে screen saver/power/power
schemes/turn off monitor/never-এ যেতে হবে। এবার apply
দিয়ে ok করতে হবে।
অপ্রয়োজনীয় প্রোগাম সরিয়ে ফেলুন
প্রায়ই কম্পিউটারে একসংগে অনেকগুলো ফাইল
চালানো থাকে। এতে কম্পিউটারের গতি অনেক ধীর
হয়ে আসে। এ পর্যায়ে কম্পিউটারে কি কি প্রোগাম
চালু আছে তা জানতে Start থেকে Run-এ গিয়ে cmd
লিখে কমান্ড খুলে tasklist লিখে Enter চাপলে যেসব
প্রোগাম চালু আছে তার একটা তালিকা পাওয়া যাবে।

কম্পিউটার ব্যবহারের নিয়ম


এখান থেকে কোনো অপ্রয়োজনীয় প্রোগাম বাদ
দিতে চাইলে কমান্ড খুলে taskkill/im programname.exe/f
লিখে Enter চাপতে হবে। এখানে programname.exe-এর
জায়গায় ওই প্রোগামটির নাম হুবুহু লিখলে ওই
প্রোগামটি বাদ হয়ে যাবে।
বাড়িয়ে নিন ভার্চুয়াল মেমোরি
র্যাম কম থাকলে কম্পিউটার তো ধীর গতির হয়ে যায়ই,
সাথে সাথে একাধিক প্রোগাম
একসাথে চালালে প্রায়ই কম্পিউটার হ্যাং করে। আর
ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে এ
সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। তাই
উইন্ডোজে ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য
প্রথমে My Computer-এ ক্লিক করে Properties-এ যেতে হবে।
তারপর Advance-এ ক্লিক করে Performance-এর Settings-এ
যেতে হবে। এখান থেকে আবার Advance-এ ক্লিক
করে Change-এ যেতে হবে। এখন নতুন উইন্ডো এলে সেটির
Initial Size-এ কম্পিউটারের র্যামের সাইজের দ্বিগুণ
এবং Maximum Size-এ র্যামের সাইজের চারগুণ লিখে Set-এ
ক্লিক করে OK করে বের হয়ে আসতে হবে।
এ্যারোর (বিরক্তিকর) রিপোর্ট বন্ধ করার উপায়

বাংলা কম্পিউটার টিপস

কম্পিউটার টিপস এন্ড ট্রিকস - Computer Tips In Bengali
মাঝে মাঝেই আমাদের
কম্পিউটারে নানা কারণে বিভিন্ন সময় send error report to
Microsoft-এই মেসেজ আসে, যা খুবই বিরক্তিকর।
আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি,
তারা সবাই কম-বেশি এ সমস্যার সাথে পরিচিত। অবশ্য এ
সমস্যা থেকে বাচাঁর উপায়ও আছে। আর এজন্য প্রথমে My
Computer থেকে Properties-এ যেতে হবে। সেখান
থেকে Advance-এ ক্লিক করে Error Reporting-এ ক্লিক
করতে হবে। তারপর Disable error reporting নির্বাচন
করলে কম্পিউটার থেকে এ্যারোর
রিপোর্টিং দেখানো বন্ধ
হয়ে যাবে এবং আমরা বেচেঁ যাবো Error Reporting এর এ
বিরক্তিকর সমস্যা থেকে।



Tags –
Computer,
Internet,
Tech

Share This Article