Shiter Premer Kobita – শীতের প্রেমের কবিতা – Winer Love
Poem
শীতের রোমান্টিক কবিতা
তুমি শীতের সন্ধ্যায় কুয়াশা হও,,
আমি হবো শীতের সকাল।
তুমি প্রেমের বাতাস হও🍂
আমি মত্ত হবো ভালবাসার আকাশে।
চলে এসো আজ সব মায়াজাল ভেঙ্গে;
আমরা ভেসে যাই একাকী আনমনে👩❤️👨
আবীর রাঙানো তোমার মুখটা
যেন ফুলের বাগানে রঙের ঘনঘটা🌸🌹🌼🌻
সুদূর নীলাকাশে ওই মেঘরাশি☁️
তোমাকে ভিজিয়ে দিচ্ছে এক পশলা বৃষ্টিতে🌧️
তুমি বৃষ্টি ভেজা হয়ে-
আলতো ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস দিলে😌
পাহাড়ের বুকে ঝর্ণা যদি মাতোয়ারা হয়
তোমাকে জড়িয়ে ধরবো💞
এক পলকের দেখায়,,
তুমি সাঁঝবাতি হয়ে জ্বালিয়ে দিলে🪔
আমার অন্ধকার মন।
আমি যদি হই খরস্রোতা নদী,
তবুও রোজ নিয়মমাফিক জ্বালাবো-
তোমার দেওয়া আলোর বাতি🪔
তোমাকে পেয়ে নিজেকে নদী ভরা ঢেউ ভাবি
এসেছো জীবনে আমার;
করো নি কোনদিন কোন দাবী!
নিজেকে যখন করছিলাম বন্দী,
তুমি এসে আমাকে শেখালে
এক নতুন জীবনের সন্ধি👫🏻
তুমি আমার বাঁচার প্রেরণা,,
তুমি আমার কল্পনার কবিতা,,
তুমি মুক্ত আকাশে মৃদঙ্গ,
তুমি আমার জীবনের
শ্রেষ্ঠ একটা অঙ্গ।।
শীতের সকালের প্রেমের কবিতা
কবিতা
শিরোনামঃ মনে পড়ে
কলমেঃ সঞ্জীব প্রামানিক
তাংঃ২৩/১১/২০১৯
“””””””””””””””””””””””
তোমায় মনে পড়ে,
শীতের সন্ধ্যা সাজানো
এই বিকেলে,
মিনি মিনি কুয়াশা ঘেরা
প্রকৃতির নীচে।
তোমায় মনে পড়ে,
ছাদের কানায় সাজানো
বেঞ্চিতে বসে,
ঐ দূরের পথ দিয়ে
এক্ষুণি যাবে কোথাও।
ছিঁড়ে গেছে প্রেম
ভালোবাসার বাঁধন,
তবু ভালোবাসি
ভালোবাসি আমি তোমাকে।
একটু দেখি বা না দেখি
তবু তার পূবাভাষ
বয়ে আসে বাতাসে,
ঐ আম বাগান
পুকুরের বুক চিরে।
মনে পরে যায়
তোমার ও মুখ খানা,
শরীরের লাবণ্য,
মনে পরে যায়
সেদিনের সেই
দূরে সরানোর ভাষা,
ছিঁড়ে ফেলা ভালোবাসার
কুটি কুটি চাহনি।
মনে পরে যায়
প্রথম দেখা তোমার
মুচকি হাসির ঝলকানি
ভালোবাসার ইশারায়।
ভালোবাসা, ভালোবাসা,
হা, ভালোবাসা,
তোমায় মনে পরে।
—-০—
শীতের রাতের প্রেমের কবিতা
সিরিজ -মধুছন্দা , এখানে আকাশ নীল
কবিতা -আমি স্বপ্ন দেখিনি
তোমার খোলা চুলে ছুঁয়ে যায় পড়ন্ত শীতের বিকেল ,
গোধূলির লাল সাজে সেজে ওঠে দূর দিগন্তরেখা –
জোনাকির কোলাহল বলে দেয় হাতে নেই সময় অঢেল ,
তবুও আমার বিজ্ঞাপনে তোমারি কবিতা লেখা ।
রোজ ভাবি নাবিকের বেশে পথ হারাই তোমার ঠোঁটে ;
এবং রাত্রি সাজুক কোন এক প্রাচীন ভৈরবী বেহাগ –
আমি তো খুঁজিনি প্রেম কোনদিন বইয়ের মলাটে ,
তবু কেন উড়ো চিঠি নিয়ে আসে অচেনা ফুলের পরাগ ।
বেজে ওঠে গল্পের সাইরেন- ঘরে ফেরে পরিযায়ীর দল,
তখন বারান্দা জুড়ে তোমার নূপুরের রিনিঝিনি-
ঝিনুক খুঁজতে চেয়ে ডুব দিয়ে সাগরের গহীন অতল,
ভোর রাতে মনে পড়ে আমি কোন স্বপ্নই দেখিনি ।