Bangla Premer Golpo Love Story – প্রেমের গল্প

Bongconnection Original Published
4 Min Read


 Bangla Premer Golpo Love Story – প্রেমের গল্প 

Bangla Premer Golpo Love Story - প্রেমের গল্প
Loading...


Bangla Premer Golpo


খুনসুটি”
✍️ – অঙ্কন দণ্ড
রক্তিমা: এই শুনছো?
দ্বীপ: হুম, বলুন?
রক্তিমা: এই ব্লাউজের হুক টা একটু লাগিয়ে দাও না। আমার পিঠ পর্যন্ত হাত
পৌঁছাচ্ছে না। ব্লাউজ টা ছোট হয়ে গেছে মনে হয়।
ব্লাউজের হুক লাগাতে লাগাতে,
দ্বীপ: যত দোষ ব্লাউজের তাই না? নিজে মুটিয়ে চলেছে সেদিকে নজর নেই…
রক্তিমা:তোমার সাথে পাল্লা দিয়ে রাতে দুপুরে মাছ-মাংস গিললে কি ছিলিম ফিগার
হবে?

দ্বীপ: হ্যাঁ, হ্যাঁ, এখন তো আমারই দোষ। যাক গে আমার সবুজ জাঙ্গিয়াটা কোথায়
রেখেছো?

রক্তিমা:অ্যাঁ? তুমি রেডি হয়ে গেছো, আর নিচে জাঙ্গিয়া পড়োনি? ছ্যা ছ্যা…
দ্বীপ একটু ক্যাবলার মত হেসে…

দ্বীপ: আসলে তুমি স্নান করে বাথরুম থেকে এমন ক্যাট ওয়াক করে আসছিলে যে
হিপনোটাইজ হয়ে জাঙ্গিয়া পড়তে ভুলে গেছি। হে হে…

রক্তিমা: যত সব ঢং। এই নাও তোমার জাঙ্গিয়া
দ্বীপ: হে হে, দাঁড়াও পড়ে আসি ।

Bangla Romantic Premer Golpo

    দ্বীপের স্ত্রী রক্তিমা। আর দ্বীপ হলো রক্তিমার… আবার নতুন করে
বলতে হবে নাকি? দুজনেই চাকুরীরত মানুষ। রোজকার মতো তারা তৈরি হয় একসাথে
বেরিয়ে নিজের নিজের কর্মক্ষেত্রে যায় কিন্তু ফিরে আলাদা আলাদা। রক্তিমা স্কুল
থেকে বেড়িয়ে হাঁটা দেয় বাড়ির পথে। হঠাৎ সে তার আঁচলে টান অনুভব
করে।রেগেমেগে ঘুরে এক চড় বসাতে যাবে দেখে দ্বীপ তার আঁচল ধরে দাঁড়িয়ে।
রক্তিমা: এ কী? তুমি?
দ্বীপ: হ্যাঁ গো আমি।
রক্তিমা: এখনই থাপ্পড়টা কানের গোড়ায় পড়লে কি হতো বলো তো?
দ্বীপ:কী আর হতো? আমার গালে পাঁচ আঙুলের দাগ বসতো, আর তুমি অনুশোচনার আগুনে
পুড়তে।
রক্তিমা: এই ধরনের অসভ্যতা আর করবে না বলে দিচ্ছি!
দ্বীপ: আচ্ছা বউ আমার,sorry… এই কান ধরছি।
রক্তিমা: আজ এখানে কেন? তাড়াতাড়ি ছুটি হয়েছে অফিস?
দ্বীপ: না না। তাড়াতাড়ি ছুটি নিলাম, একটু প্রেম করবো বলে।
রক্তিমা: তা তোমার প্রেমিকা কোথায়?
দ্বীপ: ইয়ার্কি হচ্ছে?
রক্তিমা: আর তোমার ন্যাকামি হচ্ছে?
আবার ক্যাবলার মত হাসি দিয়ে দ্বীপ বলে…

দ্বীপ:হে হে… না না… চল না, চল না… একটু প্রেম করি। উতলে যাবে যে। চল না,
স্বর্ণ জয়ন্তী পার্ক থেকে একটু ঘুরে আসি।

রক্তিমা: তুমি আর বড় হলে না। চলো।
দ্বীপ: বড় না হয় তুমি থাকো। আমি ছোট্টটিই থাকি।
পার্কের বেঞ্চিতে হাতে হাত রেখে বসে আছে দ্বীপ ও রক্তিমা।
দ্বীপ:জানো রক্তিমা? আজ আমার মনে পড়ছিল খুব সেই দিনগুলো… যখন নিজে একজন নামী
স্কুলের শিক্ষিকা হওয়া সত্বেও আমার মত একটা সম্পূর্ণ বেকার ছেলের হাত ধরে চলে
এসেছিল তুমি।


Valobasar Golpo Bangla Lekha

রক্তিমা: আর কি কোনো উপায় ছিল দ্বীপ? জীবনে অনেক জনকে পাওয়া যেত, কিন্তু
তোমার মত মনের মানুষকে পেতাম যে আমার প্রতি অন্ধ হয়ে থাকবে? আমাকে রাঙিয়ে
রাখবে? আর কোন খ্যাপাটা আমার অর্ধেক পৃথিবী হয়ে থাকতে পারবে?
দ্বীপ: তাই নাকি?
রক্তিমা:হ্যাঁ গো… আর আমি তো জানতাম যে তুমি একদিন ঠিকই নিজেকে প্রতিষ্টিত
করে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। আর আমি কি পাগল যে এমন মিষ্টি বরকে
হাতছাড়া করব?
দ্বীপ: হে হে …আমার শরম লাগে।
রক্তিমা: তোমার আবার শরম? কই দেখি তো…
দ্বীপ: আমার লজ্জা তোমার প্রেমের মতই invisible…
রক্তিমা: কী!!! আমার প্রেম invisible! দেখাচ্ছি মজা…
রক্তিমা দ্বীপকে জড়িয়ে ধরে ঠোঁট ডুবিয়ে দিলো তার ঠোঁটে।তাদের গভীর
নিঃশ্বাসের সাথে পশ্চিম  দিগন্তে সূর্যের লাল আভায় আরও রক্তিম হয়ে উঠল
দ্বীপ ও রক্তিমার প্রেম।
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.