যীশুর কবিতা – কেক চাইনা, ভাত দে – Jishur Kobita

Bongconnection Original Published
1 Min Read


 যীশুর কবিতা – কেক চাইনা, ভাত দে – Jishur Kobita

যীশুর কবিতা - কেক চাইনা, ভাত দে - Jishur Kobita
Loading...

যীশুর কবিতা

Loading...
বড়দিন বা Chirstmas মানেই বিশ্বজুড়ে আনন্দ, উৎসব, খাওয়া দাওয়া । কেক থেকে পেস্ট্রি সব খাওয়া দাওয়া
। কিন্তু এতসবের ভিড়ে প্রভুর সন্তানদের দিকে ফিরে দেখার সময় অব্দি কারো নেই ।কবি সুপ্রিয় ব্যানার্জির নিদারুণ আর্তি প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে ।

কেক চাইনা, ভাত দে 

তোমার যীশুর টিফিন বক্সে
কেক পেষ্ট্রি
পাস্তা,
আমার যীশুর খালি পেট
ঘর যে তার রাস্তা।

তোমার যীশু ক্যান্ডেল লাইট
মুর্গি মাটন
চায়,
আমার যীশু ডাস্টবিনেতে
খাবার খুঁজে পায়।

তোমার যীশু সান্তাক্লজ
উপহার দেয়
ঢেলে,
আমার যীশু ভাঙা খেলনায়
জীবনানন্দ মেলে।

আকাশ জুড়ে তোমার যীশুর
আতস বাজির
খেলা,
অন্ধকারে আমার যীশুর
শূন্য দু’চোখ মেলা।

তোমার যীশুর বড়দিন
আনন্দ উৎসব,
আমার যীশুর স্বরযন্ত্রে
সর্বহারার রব।

Share This Article