শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই Lyrics – Bengali Poem – Gourab Tapadar , Soumava

Bongconnection Original Published
4 Min Read


 শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই Lyrics – Bengali Poem – Gourab
Tapadar – Soumava

শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই Lyrics - Bengali Poem - Gourab Tapadar , Soumava
Loading...

শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই লিরিক্স


মুড খারাপ করার জন্য সরি
তবে, আমার কয়েকটা কথা ছিলো
আমার বিগত কয়েকদিনের ব্যাবহারের জন্য
সত্যি কোন ক্ষমা হয়না আমি জানি ।
তবুও যদি ক্ষমা করা যায়, তবে ভালো হয় ।
যেহেতু এই সবকিছুর শুরুতে আমি
তাই শেষ করার দায়িত্বটাও আমার,
এতদিন ধরে রাগের মাথায়
 জ্ঞানে অজ্ঞানে অনেক কিছু বলেফেলেছিলাম
হ্যাঁ সেগুলো আমারই দোষ ।
আমাকে বিভীষিকা জ্ঞান করবার কোন দরকার নেই ।
হ্যাঁ, মানছি সময়ে অসময়ে আমি 
মাত্রাধিক হিংস্র হয়ে গিয়েছিলাম, 
তবে এটুকু বলে রাখছি 
দরকারে ডাকলে অবশ্যই আসবো ।
আর বিপরীত দিক থেকেও আমি সেটাই আশা করছি ।
গত চারটে বসন্তে অনেক মুহূর্ত কাটিয়েছি
যেগুলো হয়তো অনেকে কাটানোর জন্য
মরিয়া হয়ে ওঠে , 
জীবনের কোন না কোন নির্দিষ্ট সময়ে ।
শুধু এটাই বলার যে, আমাদের দুজনের মনে
যেন পরস্পরকে নিয়ে কোন ঘৃণার জন্ম না হয় ।
সম্পর্কটা ভাঙবার পেছনে পুরোটা আমার দোষ ছিলো
আমি এও মেনে নিলাম ।
তবে যখন দুজনেই সম্পর্কে ছিলাম 
তখন দুজনেই কমবেশি ইনভলভ ছিলাম । 
সেই সম্পর্কের খাতিরেই আমি বলছি
আমার তরফ থেকে কোনদিনই কোনরকম 
কটূক্তি কিংবা অপমানের শিকার তুমি হবে না
তোমায় হতে হবে না । 
আমাকে অন্য পুরুষের সাথে গুলিয়ে ফেলো না
নিজের ডিভোর্সি বউকে আসিড আমি ছুড়বো না ।
ভাড়া করা গুন্ডা দিয়ে তোমাকে
উত্ত্যক্ত করার মনোবাঞ্ছা আমার নেই ।
আর জন্মাবেও না । 
তবে এটুকু অনুরোধ করবো
তোমার যেকোন বিপদে যেন ডাক পাই ।
তোমাকে সাহায্য করতে পেরে হয়তো
নিজেকে কিছুটা সান্তনা দেওয়া যেতে পারে ।
আচ্ছা ডিভোর্স হয়ে যাওয়ার পর যদি
আমি দেখা করতে চাই, দেখা করবে ?
আমি কথা দিচ্ছি আমি ফিরে আসার কথা
একবারও বলবো না,
তোমাকে ওই আকাঙ্খিত উজ্জ্বল আলো থেকে
আর টেনে হিচড়ে নিয়ে আসবো না সেই পুরোনো অন্ধকারে ।

আমি চাই তুমি আবার বিয়ে করো
আবার গুছিয়ে নাও নিজের জীবনকে ।
আচ্ছা এই মেসেজটার ও কি
আর কোন রিপ্লাই আসবে না ?
সেই কি কোর্টেই কথা হবে ? 
আগের দিন ও তো তুমি
ঠিক করে কোন কথা বললে না কোর্টে ।
তোমার উকিল আর তোমার বাবা 
আমার কথা বলার সুযোগ টুকুও দিলেন না ।
আচ্ছা আমাদের ভেতরে কি এতটা দূরত্ব চলে এসছে ?

এই তো সেদিন আমি মরে যাওয়ার কথা বললে
আমার কপালে চুমো খেয়ে বলতে, অতই কি 
সোজা নাকি আমায় ফেলে চলে যাওয়া ?
আর এখন সেই তুমি কিনা,
আমি মোরলাম কি বাঁচলাম, কি খেলাম না খেলাম
এমনকি আমার অস্তিত্ব আমার থাকা না থাকাতেও
তোমার কোন ফারাক পরে না । 
এতটা কিভাবে বদলে গেল তুমি ?
আমি জানি আমাদের ডিভোর্সটা এবার সত্যি হয়ে যাবে
তুমি আমাকে আর আমি তোমাকে প্রাক্তন বলবো
কিন্তু তবু শেষ চেষ্টা করে যাচ্ছি, 
তোমাকে ফিরিয়ে আনার জন্য ।
কারণ তুমি বলেছিলে 
শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই ?
আগের মেসেজগুলোর মতো এই মেসেজটার ও 
কোন রিপ্লাই আসবে না জেনেও
আমি তোমায় মেসেজটা পাঠালাম । 
ডিভোর্সটা এবার হয়েই যাবে বলো ? মনে হচ্ছে
তাও একবার শেষ চেষ্টা করতে ক্ষতি কি ?
তুমি না প্রাক্তনের তকমাটা ইচ্ছে করে
নিজের গায়ে মেখে নিচ্ছ ।
আর যতটা না নিজের গায়ে মাখছো
তার চেয়ে বেশি মাখিয়ে দিচ্ছ আমার গাঁয়ে । 
কিন্তু ওই যে একটা কথা তো বুকের 
পেরেকের মতো আটকে আছে ,
শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই ? 
শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই ? 


Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.