Mamata Banerjee Kobita (মমতা ব্যানার্জি কবিতা – অধিকার)

Bongconnection Original Published
1 Min Read


 Mamata Banerjee Kobita (মমতা ব্যানার্জি কবিতা – অধিকার) 

Mamata Banerjee Kobita (মমতা ব্যানার্জি কবিতা - অধিকার)
Loading...

মমতা ব্যানার্জি কবিতা

Loading...


আমি তো এ দেশটাকে চিনি না, 

আমি তো এইখানে জন্মাইনি,

আমি জন্মেছি ভারতবর্ষে,

বিভেদ করতে শিখিনি।

আমার অধিকার আমার,

করবে কেন, কেন করবে খর্ব?

জানাই তোমায় ধিক্কার।

আমার অধিকার আমার ঠিকানা

এ দেশটাতে থাকবে,

তোমরা যারা ঘৃণা ছড়াও

তারা এবার শুধু কাঁদবে।

তোমার বক্তব্য বিষে ভরা

কাড়ছো মানুষের অধিকার,

এ দেশটা আমি চিনি না

আমার দেশটা তো সবার

ঘৃণা নয়, ঐক্য চাই

এটা আমাদের অঙ্গীকার ,

আমারা সবাই নাগরিক

ঠিকানা মোদের অধিকার।

স্বার্থপর দৈত্য NRC, CAA

লাইনে প্রমাণ দেবো না,

গরিব মানুষ লাইন দেবে

তোমরা করবে শুধুই ছলনা!

চলবে না – চলবে না,

দেশ ভাগ চলবে না। 

ঐক্যবদ্ধ ভারত থাকুক 

বিভেদকারীদের চাই না, 

আমরা সবাই নাগরিক – 

CAA, NRC মানবো না

আরো পড়ুন, মমতা ব্যানার্জী কবিতা – করোনা 



ভালো লাগলে শেয়ার করুন। ..

Thank You, Visit Again..



Tags – Mamata Banarjee, Bangla KobitaBengali Poem

Share This Article