Mamata Banerjee Bangla Kobita Norok (মমতা ব্যানার্জি কবিতা নরক)
মমতা ব্যানার্জি কবিতা
কোথায় আছি?
কোথায় চলেছি?
স্বর্গ পেয়ে নরকে!
চলে গেল কত প্রাণ
ফিরবে না আর কোনদিন।
ঝরলো রক্ত,
পরলো লাশ!
জ্বলছে ক্রোধের আগুন,
হোলির আগেই
রক্তের হোলি
মনুষ্যত্ব বড় করুণ!
ঠিকানার লড়াই
হারিয়ে যাচ্ছে
বন্দুকের নলের তুফানে দেশ,
শান্তি দেশ
অশান্ত হল –
গনতন্ত্র কি তবে শেষ?
কে দেবে উত্তর ?
আর কি হবে সমাধান!
তুমি – আমি নীরব – বধির
নরক হল পীঠস্থান।।
আরো পড়ুন,মমতা ব্যানার্জি কবিতা – হাম্বা
ভালো লাগলে শেয়ার করুন। ..
Thank You, Visit Again.