Bristir Kobita (বৃষ্টির কবিতা) – Rain Poem In Bengali

Bongconnection Original Published
8 Min Read


Bristir Kobita (বৃষ্টির কবিতা) – Rain Poem In Bengali

Bristir Kobita (বৃষ্টির কবিতা)
Loading...

Bristir Kobita বছরের সে বর্ষাকাল হোক কিংবা শরৎ বা
শীতের দুপুরে আচমকা বৃষ্টি । কোথাও যেন আমরা একটা রোজকার জীবনের মাঝেও একটা
নতুনত্ব খুঁজে পাই । বৃষ্টি নামলেই ইচ্ছে করে ভিজতে কিংবা কফি হাতে জানালার পাশে
চুপটি করে বসে থাকতে । কি তাই তো ? 
কেউ কেউ আবার বই হাতে পড়তে শুরু করেন অথবা ভালোবাসার মানুষকে রোমান্টিক কোন মেসেজ
পাঠাতে হয়ে পড়েন ব্যাস্ত । তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি বৃষ্টি ভেজা মুহূর্তকে
আরেকটু ভালোলাগার করতে বাছাই করা বেশ কয়েকটি কবিতা ও রোমান্টিক কিছু মেসেজের এক
এক বিশেষ কালেকশন । তো, চলুন শুরু করা যাক….


Bristir Kobita Lyrics


    টাপুর টুপুর বৃষ্টি
টাপুর টুপুর বৃষ্টি দিন 
 তুমি ছাড়া অর্থহীন  
ভেজা মনে ভেজা হাওয়া  
অবাধে করে আসা যাওয়া  
দুঃখ বুকে অন্তহীন 
 মেঘের সাথে বলছি কথা  
গোপন কষ্ট গোপন ব্যথা 
 মেঘ তবু উদাসীন  
তোমায় ছাড়া একা থাকা  
চোখে জলের নকশা আঁকা
  বুকের ভিতর চিনচিন 
 নিয়তি আমায় করেছে যেন 
 বৃষ্টি জলে অন্তরীন ।

Bristir Kobita (বৃষ্টির কবিতা)


Bristi Kobita In Bengali


       মেঘ অভিমান
তোমার কান্নার বৃষ্টিতে আজ শহর ভিজেছে
 ভিজেছে আমার বুক,
 তবু তোমার চোখ জুড়ে কেন
 মেঘ অভিমান ?
কেন বিষন্ন চিবুক ?
তোমার ঐ ফর্সা গালে কেন 
এই বর্ষা সকালে বিষাদের ছবি আঁকা 
ভিজে বরষায় মন খারাপের 
দরজায় কেন হায় একা দাঁড়িয়ে থাকা? 

Jhor Bristi Kobita

  
         বৃষ্টির নিমন্ত্রন
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
  বৃষ্টি ভেজার ক্ষণ 
 আমার শহরে ভিজতে এসো  
বৃষ্টির নিমন্ত্রণ,
  ঝুম বৃষ্টিতে ভিজবে তুমি 
 ভিজবে তোমার মন 
 বৃষ্টির কাছে করবে তুমি  
আত্ম সমর্পণ ।
 চোখের বিষাদ মুছে যাবে
  দুঃখ যাবে ধুয়ে  
তোমার চোখের পাতা যদি 
 বৃষ্টি দেয়গো ছুঁয়ে ।।।
আরো পড়ুন, Brishti Niye Bangla Kobita



      অভিমান 
ওরে আমার দূরের মানুষ  
তুই আবার কাছে আয়  
আমাকে একটু জড়িয়ে ধর 
 এই ঘোরলাগা সন্ধ্যায় 
 জানালার কাঁচে বৃষ্টির ছাট 
 কফির কাপে শেষ চুমুক  
আমার কাঁধটি ভিজিয়ে দিয়ে 
 তোর অভিমান একটু কমুক ।

Megher Kobita

     একটি কদম ফুল
আমায় যদি দাওগো তুমি 
 একটি কদম ফুল  
কথা দিলেম শুধরে নেবো 
 জীবনের সব ভুল  
মেঘ–বালিকা হয়ে না হয়  
একটু বৃষ্টি দাও  
আমার ওপর একটু তোমার
  মৃদু দৃষ্টি দাও  
এই বর্ষাতে আমার হাতে  
কদম তুলে দিলে  
বুঝে নিবো আমায় তুমি  ভালোবেসেছিলে …

 আরো পড়ুন,
Bristir Kobita By Rabindranath


     বৃষ্টির অপেক্ষায়
বৃষ্টিরে তুই আসবি কবে বল
  তুই আসলে কাঁদবো বলে  
চোখে জমাই জল ,
বুকের ভিতর গুমরে মরে  
নীল কষ্টের ঢেউ 
 ঝুম বৃষ্টিতে কাঁদি যদি
  দেখবে নাতো কেউ 
  দুঃখ আমার বন্ধু এখন 
 সুখ করেছে ছল  
তুই আসলে কাঁদবো বলে  
চোখে জমাই জল  
 বৃষ্টিরে তুই আসবি কবে বল
  তুই আসলে ভরবো আমি  শূন্য করতল।
      না বলে আসা বৃষ্টি
একদিন দুজনে হুড খোলা রিক্সায় হঠাৎ না বলে আসা বৃষ্টি দ্রুত পর্দা খুলে দেয়া আধ
ভেজা শাড়ি গুটানো হাতার শার্ট অন্য রকম উষ্ণতায় নিবিড় হয়ে বসা দুরু দুরু বুক
লাজুক রাঙা চিবুক পারফিউমের সৌরভ চুলের বুনো গন্ধ ভেজা ঠোঁটের প্রলোভন ঝুম
বৃষ্টির আড়াল দুষ্টুমি আর খুনসুটি ভালোবাসায় মাখামাখি অবাক শিহরণ না বলে আসা
বৃষ্টি হঠাৎ কুড়িয়ে পাওয়া সুখ ।


Barsha Kobita

      একটু বৃষ্টি নামুক 
তোমার চোখে মেঘ করেছে একটু বৃষ্টি নামুক 
বৃষ্টি ভেজা মাতাল বাতাস তোমার কাছে থামুক
 কিছু দুঃখ জমে চোখের তটে জলের প্লাবণ আসুক অভিমানের কিছু বিষাদ গল্প
দৃশ্যপটে ভাসুক
 অতঃপর সংশয়ের মেঘ সরে  বিষণ্ন চোখ হাসুক । 
     বৃষ্টিভেজা বিকেল 
               – কবি শ্রীজাত
style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;" >

বিকেল বেলার ভাঙা ঘুমে পর

এক কাপ চা, ধোঁয়ায় ঢাকা ঘর,

দুপুরে খুব বৃষ্টি হয়ে ঝিম

দূরে যত বাড়ি টিম টিম

কেমন একটা ভিজে মত মন

মুখ থুবড়ে বন্ধ আছে ফোন।

পাড়ার মোড়ে মাথার গিজগিজ

গাড়ি টানায় পিছল ওভার ব্রিজ

ভাঁজফতুয়া ঘুমপাজামার বেশ

বৃষ্টি থেকে উঠেই এ কোন দেশ?

ঠান্ডা হাওয়ায় মনে পড়ার ছল।

কোথাও কোথাও দাড়িয়ে গেছে জল…

রিক্সার ভেঁপু মন কেমনের সুর।

কলেজ ফেরত মেয়েরা চুরমুর

জানলা খুলে এমনি বসে। চুপ।

থমকে থাকা মেঘেরা বিদ্রুপ

যা গেছে তা গেছে জানি, যাও।

এমন বিকেল অনন্ত হয়। তাও

চোখের কোণে যেটুকু চিকচিক…

তুমি এলেই সরিয়ে দিতে, ঠিক।।

Bristir Kobita Sms

 
**বৃষ্টি মানে অলস দুপুর তোমার ভেজা চুল বৃষ্টি মানে রোদের ছুটি, প্রিয় গানের
সুর.. বৃষ্টি মানে খোলা জানালা, পুরনো স্মৃতিচারণ বৃষ্টি মানে আদুরে উল্লাস,
তোমায় ছুঁতে বারণ …
**কদমে কদমে ভরে গেছে চারপাশ, এলো বুঝি বর্ষার মাস। নদী নালা থৈ থৈ,বন্ধু তুমি
আছো কই। মাঝে মাঝে সূর্য দেয় উকি ঝুঁকি, বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাঁকি।**
**ফরসা আকাশ মেঘলা হোলো, নামছে এখন বৃষ্টি, আমার কথা মনে পড়লে জানালায় রাখো
দৃষ্টি।

**বৃস্টি ভেজা বরষা দিনে.. খুজি তোমায় আনমনে, বলনা কেমন আছ তুমি.. বৃস্টির
রিমঝিম এই ক্ষনে?
**টিনের চাল গড়িয়ে টুপটাপ টুপটাপ, বৃষ্টির ফোঁটা বাড়িয়ে দিয়ে হাত,লাগাই ছোঁয়া,
শীতল পরশে…অনুভূতিতে স্মৃতিতে আজ সব কিছু্ই লাগে যেন ধোঁয়া ধোঁয়া
**রিমঝিম রিমঝিম এই বাদল দিনে তুমি ছাড়া কিছুতে কেন মন লাগে না ।। ঝিরঝির হাওয়া
চঞ্চল মেঘে মন চায় মন চায় তোমাকে নিতে চিনে
**মেঘলা আকাশে মেঘের বাতাসে আকাশপটে কত যে স্বপ্নআঁকা ,রঙধনু রঙে আকাশে দেখি
নীল রং হাসে ঠোঁট করে বাঁকা
**বহুদিন পরে বৃষ্টিতে ভিজলাম তবে খুব ভয় হচ্ছিল না হঠাৎ বজ্রপাতে মরে যাবার ভয়
,না বৃষ্টিতে ভিজলে ভ্যাট দিতে হয়কিনা সেই ভয়।।
**পৃথিবীতে বৈচিত্রময় আবহাওয়ার মধ্যে বৃষ্টি আমার খুব প্রিয় ৷ যখন বৃষ্টি হয়
তখন মনে হয় প্রকৃতি কিছু বলতে চাইছে ৷ আর এই চাওয়া পাওয়ার মধ্যে বৃষ্টির সাথে
আত্নার, অন্তর ও মনের ভালোবাসা খুঁজে বেড়াই ৷
**ভাল আছি ভাল আছি সখা তুমি বিনে.. কাছে থেকোনা দুরে যাও চলে শুধু অনুভবে থাকো
শুধু অন্তরে থাকো ফোটা ফোটা বৃষ্টি হয়ে মিশে যাও জলে. ভাল আছি ভাল আছি সখা তুমি
বিনে
**মেঘ গুড় গুড় মেঘলা দিনে কালো মেঘের সাজ,,,, গুড়ুম গুড়ুম শব্দে খালি পড়ে ভাজ ।
**ঝুম বৃষ্টি যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি মন পাগল করা অপরূপ সৃষ্টি । উদাস হয়ে
শুধুই তাকিয়ে থাকা ভেতরটা আজ কেন এত লাগে ফাঁকা?
প্রতিটা শ্রাবণে কারণে অকারণে অহেতুক বাহানায় নানান গল্পের ছলে তোর বৃষ্টিস্নাত
শহরে আজীবন ভিজতে চাই।।

এসো হে বৃষ্টি এসো এসো! চরম গরমে অতিষ্ঠ প্রাণ। রজনী কাটে বিনিদ্র।  তোমার
আগমনে ধরা হোক শীতল। ঘুম আসুক অতল! 

**একটা লোক বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে , তা দেখে এক সুন্দরী মহিলা :’ছাতায় আসুন
না ?’ লোকটি :’না বোন, আমি ঠিক আছি’..নীতিবাক্য:’ নীতিবাক্য-টাক্য কিছু নয়, পিছনে
লোকটির স্ত্রী আসছিল
বৃষ্টি পড়ছে সপ্ন জমছে আমার চোখের কোণে, চলনা হারিয়ে যাই আজ আপন মনে। পহেলা
আষাঢ়েই বৃষ্টির গান গাই, আষাঢ় মাস কে স্বাগত জানাই। 
আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী। আজ নাকি সারাদিন, রোদের সাথে আরি। রোদটাও
খুব অভিমানী, উঠতে নাহি চায়, এই সুযোগে বৃষ্টি নাকি, দারুন মজা পায়।
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, গানে গানে থাকুন।…
Thank You, Visit Again…
Tags – Bangla Kobita, Rain Poem

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.